Skip to content
Home » 200+ বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা বার্তা, ছন্দ, পিকচার, ছবি, এসএমএস

200+ বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা বার্তা, ছন্দ, পিকচার, ছবি, এসএমএস

200+ বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা

আজকে আমি আমার পোস্টের মাধ্যমে ২০০ প্লাস ভালোবাসা দিবসের এসএমএস পিকচার ছন্দ এবং একটি তুলে ধরব । প্রতিবছর ভালোবাসা দিবসে সবাই তাদের প্রেমিকাকে ভালোবাসা দিবস উপলক্ষে এসএমএস এবং ছন্দ দেওয়ার জন্য অনলাইনে সার্চ করে থাকেন । কারন তারা চায় এই দিনটিতে তাদের ভালোবাসার মানুষকে  একটু যত্ন নিতে। সে কারণেই প্রতিবছর ১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসলেই তারা তাদের ভালোবাসার মানুষকে এসএমএস এবং পিকচার দেওয়ার জন্য অনলাইনে সার্চ করে থাকেন । তাই প্রতিটি প্রেমিক পুরুষরাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে ।

কবে এই দিনটি আসবে এবং তারা তাদের ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্নের রাজ্যে ঘুরে বেড়াতে পারবে । প্রেম চায় তাদের ভালোবাসার মানুষের সাথে এই দিনটি কাটাতে । তাই আজকে আমি আমার স পোষ্টের মাধ্যমে ভালোবাসা  দিবসের এসএমএস এবং  ছন্দ তুলে ধরবো । যাতে করে আপনারা আমাদের পোষ্টের মাধ্যমে ভালোবাসা দিবস সম্পর্কে এই এসএমএস এবং ছন্দ গুলো পেয়ে যান । তাহলে আসুন জেনে নেয়া যাক ভালোবাসা দিবস সম্পর্কে এস এম এস এবং ছন্দ ।

Valentines day 2023 কত তারিখ

প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি valentines day পালন করা হয়  । তাইতো এ বছরেও ভ্যালেন্টাইনস ডে ১৪ ফেব্রুয়ারি পালন করা হবে । এবছর ১৪ই ফেব্রুয়ারি হবে রোজ রবিবার তাই সকলেই এ বছর ভালোবাসা দিবস পালন করবে রবিবার । আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস রোজ রবিবার ।

ভালোবাসা দিবসের SMS

ভ্যালেন্টাইন্স ডে আসলে অনেকেই আছেন যারা অনলাইনে ভ্যালেন্টাইনস ডে সম্পর্কে এসএমএস খুজে থাকেন । তাই আজকে আমি আমার  পোস্টের মাধ্যমে ভ্যালেনটাইন ডে সম্পর্কে কিছু এসএমএস তুলে ধরব । আপনারা যেন আপনাদের প্রিয়জনকে ভালোবাসা দিবসের সম্পর্কে  এসএমএস লিখতে পারেন । এবং তাদের মনকে ভালো রাখতে পারেন তাদেরকে সারা জীবন ভালোবাসায় জড়িয়ে রাখতে পারেন । তাহলে আসুন জেনে নেয়া যাক ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে কিছু এসএমএস ।

চোখের কি দোষ বলো,
ভালো লাগে তােমাকে,
মনের কি দোষ বলো
ভালোবাসি তােমাকে।

তুমি রবে আমি রব,
আর রবে না কেউ।
Sms পাঠাবে তুমি উঠবে
প্রেমের ঢেউ।

এসে গেলো ফেবরুয়ারী,
মন চায় প্রেমে পরি
আমি এখন একা,
কবে পাবো তোমার দেখা..
কোথায় গেলে তোমায় পাই,
মন যে শুধু তোমায় চাই.
১৪ ফেবরুয়ারী
Gift টা যেনো আমি পাই!

কৃষ্ণচূড়া রাধাচূড়া
আমি অনেক দেখেছি।
সব ভুলেছি যেদিন
তােমার প্রেমে মজেছি।

ভালবেসে এই মন,
তোকে চায় সারাক্ষন।
আছিস তুই মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঝেঁ।
কি করে তোকে ভুলবে এই মন,
তুই যে আমার জীবন।

ভালোবাসা দিবসের মেসেজ
মেঘ চায় বৃষ্টি,
চাঁদ চায় নিশি,
মন বলে আমি তোমায়
অনেক ভালোবাসি!

ঘুমি ঘুমি স্বপ্ন দেখি
কত হাজার হাজার
তুমি শুধু আমার,
তুমি শুধু আমার,
তুমি শুধু আমার।

ডালটি হলো সবুজ,
ফুলটি হলো লাল,
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।

তুমি আমার শুর,
তুমি আমার শেষ,
তুমি আমার ভালোবাসার
সুখের যত রেশ।
Happy Valentine’s DAY

চোখের কি দোষ বলো,
ভালো লাগে তােমাকে,
মনের কি দোষ বলো
ভালোবাসি তােমাকে।

ভালোবাসা দিবসের শুভেচ্ছা ছন্দ

এখন আমি আমার পোস্টের মাধ্যমে ভালোবাসা দিবস সম্পর্কে শুভেচ্ছা  ছন্দ তুলে ধরব । আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে শুভেচ্ছা ছন্দ দিতে চান তাহলে তাহলে আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে তা জেনে নিতে পারবেন এবং আপনার ভালোবাসার মানুষকে এই শুভেচ্ছা ছন্দ গুলো উপহার দিতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক ভালোবাসার মানুষকে দেওয়ার মত কিছু শুভেচ্ছা ছন্দ ।

হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো

হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুন হবো

তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের ২য় শ্রেষ্ঠ কাজ
আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা ।
ভালোবাসি তোমায় এবং সবসময় বাসবো
আজ বললাম ও সারা জীবন বলবো ।
হ্যাপি ভ্যালেনটাইন ডে

আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে,
আমি তোমাকে চাই চলনাতে নয় ভালোবাসায়
আমি তোমাকে চাই তোমার মত করে নয় আমার মত করে
আমি তোমাকে চাই ক্ষনিকের জন্য নয় চিরদিনের জন্য ।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে

আমি সেই সুতো হবো , যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো

আমি সেই নউকো হবো যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো

হবো সেই চাঁদ যে হয়ে গেলে আধ, তোমাকে আলো দেবে

দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো , শুধু ভালবেসো আমায় ।

ভালোবাসা দিবসের ক্যাপশন

আপনারা যারা ভালোবাসা দিবসের পিকচারের সাথে ক্যাপশন ব্যবহার করতে চান তারা আমাদের পোস্টের মাধ্যমে সেই ক্যাপশনগুলো পেয়ে যাবেন । কারণ আমি আমার পোষ্টের মাধ্যমে ভালোবাসা দিবসের ক্যাপশন গুলো তুলে ধরেছি । আপনারা যারা ভালোবাসা দিবস সম্পর্কে  ক্যাপশন গুলো গুলো পেতে চান আশা করছি তারা আমাদের এই পোস্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক ভালোবাসা দিবসের ক্যাপশন ।

মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে ,
বলোনা কোথায় রাখি তোমায় লুকিয়ে ,
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে
যেওনা হৃদয় থেকে দূরে হারিয়ে ,
আমি যে ভালোবাসি শুধুই তোমাকে ।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে

মনে ঘড়িতে বাজছে অ্যালার্ম হয়েছে সময়,
ভেতর থেকে বলছে হৃদয় আজ ভালোবাসি তোমায় ।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে

ভালো একবার যখন বেসেছি ছাড়বো না আর হাল,
আমি তোমার পাশেই আছি থাকবো চিরকাল ।

টিপ টিপ বৃষ্টি পরে, তোমার কথা মনে পড়ে,
এ মন না থাকে ঘরে, জানিনা তুমি আসবে কবে,
এ প্রান শুধু তোমায় ডাকে , আমায় ভালবাসবে বলে,
ফুল হাতে থাকবো দাঁড়িয়ে বলবো আমি তোমায় পেয়ে,
সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুজে।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে

তুমি আমার একজন বন্ধু, এমন বন্ধু যাকে আমি কখনো হারাতে চাই না। আমি তোমাকে এই পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি। শুভ ভালোবাসা দিবস প্রিয়।

আপনি যখন কাউকে ভালোবাসেন, সে আপনাকে যতই কষ্ট দেয় না কেন, সে যতই প্রতিশ্রুতি ভঙ্গ করুক না কেন, সে যতবারই ব্যর্থ হোক না কেন, আপনি সবসময় তাকে ভালোবাসেন। ভালোবাসা দিবসের অফুরন্ত শুভেচ্ছা।

সর্বশেষ কথা,

 আমি আমার পোস্টের মাধ্যমে ২০০ প্লাস ভালোবাসা দিবসের ক্যাপশন,  স্ট্যাটাস,  উক্তি এবং ছন্দ তুলে ধরেছি । আপনারা যারা ভালোবাসা দিবসের এই ক্যাপশন স্ট্যাটাস এবং  উক্তি গুলো পেতে চান তারা আমাদের এই  পোস্টের মাধ্যমে তা পেয়ে যাবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক ভালোবাসা দিবস সম্পর্কে এই স্ট্যাটাস গুলো । ভালোবাসা দিবস সম্পর্কে আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *