হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে 100 প্লাস সেরা ইসলামিক উক্তি আপনাদের সামনে তুলে ধরব । আমাদের প্রত্যেকেরই জীবন খুবই সংক্ষিপ্ত আজকে না হয় কালকে আমাদের চলে যেতে হবে । তাই আমাদের প্রত্যেকেরই উচিত ইসলাম মাফিক জীবন যাপন করা । তাহলে আমরা পরকালের জন্য ভালো কিছু পেতে পারি । আর যদি দুনিয়াতে খারাপ কিছু করি তাহলে পরো কাল ভালো কিছু আশা করা বোকামি । তাই আমাদের প্রত্যেকেরই উচিত ইসলাম মাফিক জীবন যাপন করা ।
ইসলাম সম্পর্কে অনেকেই সুন্দর সুন্দর উক্তি লিখে গেছেন যেগুলো উক্তি মেনে চললে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারব । এখন আমি সেই উক্তি গুলো আপনাদের সামনে তুলে ধরবো যা আপনাদের জীবনের অনেক উপকারে আসবে । আপনারা যারা ইসলাম সম্পর্কে ইসলামিক উক্তি গুলো পেতে চান তারা আমাদের সম্পূর্ন পোস্ট পড়ুন । তাহলে আসুন জেনে নেয়া যাক 100 টিরও বেশি ইসলামিক উক্তি সম্পর্কে ।
সেরা ইসলামিক উক্তি
আপনি কি সেরা ইসলামিক উক্তি গুলো সম্পর্কে জানতে চান । তাহলে আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম । কারণ এখন আমি আমার পোষ্টের মাধ্যমে সেরা ইসলামিক উক্তি গুলো তুলে ধরব । আশা করছি এই ইসলামিক উক্তি গুলো মেনে চললে আপনাদের জীবন অনেক সুন্দর হবে । আর আপনারা যারা এই ইসলামিক উক্তি গুলো জানতে চান তারা আমাদের পোস্টের সাথেই থাকুন । এখন আমি আমাদের পোস্টের মাধ্যমে আপনাদের সেরা ইসলামিক উক্তি গুলো বিস্তারিত জানিয়ে দেবো ।
আল্লাহ তায়ালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন
আল হাদিস
স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বগ সুখ আর কিছু নেই
হযরত আলী (রাঃ)
যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না
হযরত আলী (রাঃ)
যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না!
হযরত আলী (রাঃ)
মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু
হযরত আলী (রাঃ)
তোমার যা ভাললাগে তাই জগৎকে দান কর, বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে
হযরত আলী (রাঃ)
কার্পণ্য ত্যাগ করো নতুবা তোমার আপনজনরা তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে
হযরত আলী (রাঃ)
বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে।
হযরত আলী (রাঃ)
অযাচিত দানই দান, চাহিলে অনেক সময় চক্ষুলজ্জায় লোকে দান করে, কিন্তু তা দান নহে
হযরত আলী (রাঃ)
রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয়
আল হাদিস
ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন
আল হাদিস
কোন মুমিন পুরুষ যেন কেন মমিন স্ত্রীকে তাচ্ছিল্য ও অবজ্ঞা না করে। তার আচার আচরনের কোনো একটি অপছন্দনীয় হলেও অন্যটি সন্তোষজনক হতে পারে।
আল হাদিস
ধৈর্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার
আল হাদিস
সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে
আল হাদিস
সত্য লোকের নিকট অপ্রিয় হইলেও তাহা প্রচার কর ”
আল হাদিস
আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।
হযরত মোহাম্মদ (সঃ)
অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে
হযরত আলী (রাঃ)
হীনব্যক্তির সম্মান করা ও সম্মানীয় ব্যক্তির অপমান করা একই প্রকার দোষের
হযরত আলী (রাঃ)
যা সত্য নয় তা কখনো মুখে এনো না । তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করবে
হযরত আলী (রাঃ)
বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না
হযরত আলী (রাঃ)
বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে।
হযরত আলী (রাঃ)
অভ্যাসকে জয় করাই পরম বিজয়
হযরত আলী (রাঃ)
মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমাণ কথা বলো
হযরত আলী (রাঃ)
কার্পণ্য ত্যাগ করো নতুবা তোমার আপনজনরা তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে
হযরত আলী (রাঃ)
অযাচিত দানই দান, চাহিলে অনেক সময় চক্ষুলজ্জায় লোকে দান করে, কিন্তু তা দান নহে ”
হযরত আলী (রাঃ)
যে নিজে সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না
হযরত আলী (রাঃ)
সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ
হযরত আলী (রাঃ)
পাপ লুকানোর চেষ্টা করে কোনোদিন সফলকাম হতে পারে না। পাপের কথা স্বীকার করে যদি কেউ তা ত্যাগ করার চেষ্টা করে তবে তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক
হযরত আলী (রাঃ)
বড়দের সম্মান কর, ছোটরা তোমাকে সম্মান করবে
হযরত আলী (রাঃ)
ধনসম্পদ হচ্ছে কলহের কারণ, দুর্যোগের মাধ্যমে কষ্টের উপলক্ষে এবং বিপদ আপদের বাহন
হযরত আলী (রাঃ)
ধনসম্পদ হচ্ছে কলহের কারণ, দুর্যোগের মাধ্যমে কষ্টের উপলক্ষে এবং বিপদ আপদের বাহন
হযরত আলী (রাঃ)
রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ
আল হাদিস
উহাই শ্রেষ্ঠ দান যাহা হৃদয় হইতে উৎসারিত হয় এবং রসনা হইতে ক্ষরিত হইয়া ব্যথিতের ব্যথা দূর করে
আল হাদিস
রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত
আল হাদিস
ধণী হওয়া ধনের উপর নির্ভর করে না, নির্ভর করে মনের তৃপ্তির উপর
আল হাদিস
ধনের যদি সদ্ব্যবহার করা হয়, তবে ইহা সুখের কারণ এবং সদুপায়ে ধনবৃদ্ধি করিতে সকলেই বৈধভাবে চেষ্টা করিতে পারে।
আল হাদিস
সালাত জান্নাতের চাবি
আল হাদিস
রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরুপ
আল হাদিস
রোজা মানুষকে আখেরাত মুখী করে
আল হাদিস
রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন
আল হাদিস
রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম
আল হাদিস
পাচটি ঘটনার পূর্বে পাচটি জিনিসকে মূল্যবান মনে করবেঃ তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে, দরিদ্রতার পূবে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পুর্বে জীবনকে
আল হাদিস
এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে॥
আইনস্টাইন।
ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও॥
হযরত সোলায়মান (আঃ)।
মানুষের ভিতরে এমন একটি অংশ আছে ওই অংশটি যদি পরিশুদ্ধ হয় তাহলে মানবদেহের পুরো অংশ পরিশুদ্ধ হয়। কিন্তু যদি ওই অংশটি নষ্ট হয়ে যায়, তাহলে মানবদেহের পুরো অংশ নষ্ট হয়ে যায়। সেই অংশটি হলো আত্মা।
আল হাদিস
মাতা পিতাকে কষ্ট দিবে না। তারা যদি তোমাকে তোমার সন্তান সন্ততি ও বিষয় সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দেয় তবুও।
আল হাদিস
শিক্ষা অর্জনে সূদুর চীন দেশে যেতে হলে যাও
আল হাদিস
সত্য লোকের নিকট অপ্রিয় হইলেও তাহা প্রচার কর
আল হাদিস
সন্তান তাঁর নামে পরিচিত হবে যার শয্যায় সে ভূমিষ্ঠ হয়েছে ,
আল হাদিস
সত্যবাদীরা সুকর্মের পথ দেখায় আর সুকর্ম বেহেশতের পথ দেখায়
আল হাদিস
যে-ব্যক্তি বাক্যে কর্মে ও চিন্তায় সত্য নয়, সে প্রকৃত প্রস্তাবে সত্যনিষ্ঠ নহে
আল হাদিস
জুলুম ও অত্যাচারী লোক কিয়ামতের দিন অন্ধ হইয়া উঠিবে
আল হাদিস
তোমরা দ্বীনের দাওয়াত সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, বিতশ্রদ্ধ করো না
আল হাদিস
কেউ আপনার থেকে দূরে চলে যাওয়াতে অধিক চিন্তিত হবেন না। কারণ তা আল্লাহরই পরিকল্পনা ছিল।
ড. বিলাল ফিলিপ্স
আজ আপনি যে ছেলে/মেয়েটার সাথে হারাম সম্পর্কে লিপ্ত আছেন বিচারদিবসে সে-ই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে।
ড. বিলাল ফিলিপ্স
আল্লাহকে ভয় করো, কেননা যে তাকে ভয় করে সে কখনো একাকীত্ব অনুভব করে না।
উমার ইবনুল খাত্তাব (রাদিয়াল্লাহু আনহু)
লোকের প্রশংসায় আনন্দিত হতে এবং লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দেবেন না।
ইমাম আবু হামিদ আল-গাজ্জালী (রাহিমাহুল্লাহ)
নারী-পুরুষের জৈবিক ভালোবাসাকে প্রমোট করতে হয় না। এটা এমনিতেই (সৃষ্টিগতভাবে) প্রমোটেড। এটাকে বরং কন্ট্রোল করতে হয়।
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ
আপনি যদি ইসলামকে চর্চা না করেন, দয়াকরে ইসলাম সম্পর্কে কিছু বলতে আসবেন না!
ডা: জাকির নায়িক
সত্যিকার বন্ধুরাই জান্নাতে (একে অপরের) প্রতিবেশী হতে চায়।
ড. বিলাল ফিলিপ্স
আপনার পাপগুলো আল্লাহর দয়া থেকে বড় নয়।
ড. বিলাল ফিলিপ্স
মাঝে মাঝে দুঃখের দ্বারা আমারা এমনভাবে দগ্ধ হই যে আমারা ভুলেই যাই এমন অনেক বিষয়, যা আমাদের সুখী করতে পারে। কিছু সময় নিয়ে সেগুলো সম্পর্কে চিন্তা করুন।-
শাইখ মুফতি ইসমাইল মেঙ্ক
রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়
আল হাদিস
দারিদ্র্যের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করো। কেননা ইহার অভিশাপ মানুষকে কাফেরে পরিনত করে।
আল হাদিস
পার্থিব বস্তুর আধিক্যকে ধন বলা যায় না। মানসিক সন্তোষই প্রধান ধন।
আল হাদিস
তোমরা তোমাদের কথা গোপনে বল অথবা প্রকাশ্যে বল, তিনিতো ( আল্লাহ) অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত
আল হাদিস
ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবেনা
আল হাদিস
রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে
আল হাদিস
রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়
আল হাদিস
রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে
আল হাদিস
রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল
আল হাদিস
রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়
আল হাদিস
যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তায়ালা তাহার উপর রহমত বর্ষণ করে না
আল হাদিস
তোমরা মদপান থেকে বিরত থাক। কেননা এটি যাবতীয় অপকর্মের চাবি।
আল হাদিস
ইসলামিক উক্তি বাংলা | ২০০ টি সেরা ইসলামিক উক্তি বা ইসলামিক বানী
কৃপণ ব্যক্তি খোদা হইতে দুরে, লোকসমাজে ঘৃণিত ও দোজখের নিকটবর্তী
আল হাদিস
আল্লাহ তায়ালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন
আল হাদিস
উহাই শ্রেষ্ঠ দান যাহা হৃদয় হইতে উৎসারিত হয় এবং রসনা হইতে ক্ষরিত হইয়া ব্যথিতের ব্যথা দূর করে
আল হাদিস
দুনিয়া অর্জন নয়, দুনিয়া বিমুখীতাতেই রয়েছে দেহ ও মনের প্রশান্তি।
[উমার ইবনুল খাত্তাব (রা)]
আল্লাহর প্রতি আপনার ভালোবাসা যতই বৃদ্ধি পেতে থাকবে, দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা ততোই কমতে থাকবে।
[ড. বিলাল ফিলিপ্স]
আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন। অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়।
[ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)]
আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ্ তা’আলা-ই রাখেন। তাই তাঁর কাছেই প্রার্থনা করুন।
[ড. বিলাল ফিলিপ্স]
কোন ভাই যদি আপনাকে গোপনে কিছু কথা বলে চলে যাবার আগে যদি তা অন্য কাউকে বলতে নিষেধ না করেও থাকেন, তবু কথাগুলো আপনার জন্য আমানাত।
উমার ইবনুল খাত্তাব (রাদিয়াল্লাহু আনহু)
যিনি ছাড়া কোন রব নেই সেই আল্লাহর কসম, যদি আমার কাছে দুনিয়ার সকল স্বর্ণ এবং রৌপ্য থাকতো, আমি সেগুলোর বিনিময়ে হলেও মৃত্যুর পরে যে ভয়াবহতা রয়েছে তা থেকে বাঁচার চেষ্টা করতাম।
উমার ইবনুল খাত্তাব (রাদিয়াল্লাহু আনহু)
অপরের কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে মহত্বের প্রকৃত নির্যাস।
আবু বকর (রাদিয়াল্লাহু আনহু)
যদি শরীর প্রদর্শনই (বেপর্দাই) হয় আধুনিকতা, তাহলে পশুরাই সবচেয়ে বেশি আধুনিক!
ডা: জাকির নায়িক
আপনি যদি আপনার মূল্য সঠিকভাবে বুঝতেন, তাহলে কখনো ইচ্ছাকৃতভাবে পাপ কর্মে লিপ্ত হতেন না।
[ড. বিলাল ফিলিপ্স]
সে কী পেলো যে আল্লাহকে হারালো ? সে কী হারালো যে আল্লাহকে পেলো?
[ইবনু আতা’আল্লাহ আল ইসকান্দারি
আমাদের জীবনে করা বড় ভুল কখনও কখনও আমাদেরকে পরিবর্তন করে দেয় সবচেয়ে ভালো মানুষে।
[শাইখ মুফতি ইসমাইল মেঙ্ক]
পাচটি ঘটনার পূর্বে পাচটি জিনিসকে মূল্যবান মনে করবেঃ তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে, দরিদ্রতার পূবে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পুর্বে জীবনকে
আল হাদিস
নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য
হযরত আলী (রা)
কথা বলা যদি রূপা হয় তবে নীরব থাকা হচ্ছে সোনা।
লুকমান (আ:)]
নিশ্চয়ই আল্লাহ তা’আলা তাঁকে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না।
ড. বিলাল ফিলিপ্স
কখনো কখনো আল্লাহ তা’আলা আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এজন্যই যে আমরা যেন তাকে স্মরণ করি।
ড. বিলাল ফিলিপ্স]
সেক্যুলাররা যৌনতাকে প্রমোট করে, আর ইসলাম কন্ট্রোল করতে বলে। উভয়টার ফল ও পরিণতি সবার সামনে পরিস্কার।
শাইখ আহমাদুল্লাহ
সন্ত্রাসবাদ কখনোই কোন ধর্মীয় অধিকার নয়। আর ইসলাম সবসময়ই সাধারণ মানুষ হত্যাকে ঘৃণা করে। তাই কেউ চাইলেই এসব হত্যাকান্ডকে ইসলামাইজ করতে পারে না।
ডা. জাকির নায়িক
সর্বশক্তিমান কখনোই ঐ ব্যক্তির ভুল প্রকাশ করবেন না যে মানুষের সম্পর্কে খারাপ কথা বলা থেকে বিরত থাকে। তাই অন্যের পাপ প্রকাশ করা বন্ধ করুন।
শাইখ মুফতি ইসমাইল মেঙ্ক
অন্যকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না। কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয়।
ড. বিলাল ফিলিপ্স
আপনি যদি চান আল্লাহ্ আপনার সবগুলো পছন্দনীয় কাজ গ্রহণ করুন, তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলোই করতে থাকুন।
ড. বিলাল ফিলিপ্স
নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন।
ড. বিলাল ফিলিপ্স
যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ করার কোন যুক্তি নেই।
ড. বিলাল ফিলিপ্স
যে বিষয়ে মনে খটকা লাগে সে বিষয়টা যতোটা সম্ভব এড়িয়ে চলুন।
ড. বিলাল ফিলিপ্স
দ্বীন ও দুনিয়া একসাথে অর্জন করতে কুরআন ও সুন্নাহ্ ব্যতীত অন্য কোন পথ নেই। যদিও মনে হবে দুনিয়া অপূর্ণই থেকে যাচ্ছে।
[ড. বিলাল ফিলিপ্স]
মানুষের খারাপ দিক খোঁজা বন্ধ করুন৷ তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন৷ তাদের সাথে ধৈর্যশীল হোন৷ পরিষ্কার একটি হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের ভেতরের ভালটা দেখুন৷
[শাইখ মুফতি ইসমাইল মেঙ্ক]
যখন আপনি কুরআন তিলাওয়াত করেন তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন এবং তিনি সরাসরি আপনাকে বলছেন।
[ইমাম ইবনুল কায়্যিম (রহ)]
যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন আল্লাহ্ আপনাকে বুঝেন।
[ড. বিলাল ফিলিপ্স]
এমন কারো সঙ্গী হোন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়।
[ড. বিলাল ফিলিপ্স]
কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙ্গে পড়বেন না। কারণ আল্লাহ সুবহানাহু তা’আলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তাঁর নিজের দিকেই আপনাকে ডাকছেন।
[ড. বিলাল ফিলিপ্স]
পৃথিবীর জীবনটা তিনটি দিনের– গতকালের দিনটিতে যা করা হয়েছে সেগুলো নিয়ে সেটি চলে গেছে; আগামীকালের দিনটিতে হয়ত আপনি না-ও পৌছতে পারেন; কিন্তু আজকের দিনটি আপনার জন্য সুতরাং যা করার আজই করে নিন।
ইমাম আল-হাসান আল-বাসরী (রহ)]
আসক্তের মতো ভালবাসবেন না, ধ্বংসাত্মকভাবে কাউকে ঘৃণা করবেন না।
[উমার ইবনুল খাত্তাব ( রাঃ)]
যে বিপদ-আপদ ও মুসিবত আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, তা সেই রাহমাতের চাইতে উত্তম যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয়।
ইমাম ইবনে তাইমিয়া (রাহিমাহুল্লাহ)