ডলার ইন্টারন্যাশনাল মার্কেটে এর রেট সবথেকে বেশি । সাধারণত আমরা বাংলাদেশি টাকা কে টাকা বলি । আর বাহিরের দেশের টাকা কে তারা বিভিন্ন ভাবে বলে যেমন , ভারত তাদের টাকা কে রুপি বলে, আর আমেরিকানরা তাদের টাকাকে ডলার । ও আরো অন্যান্য দেশের থেকে আমাদের টাকার মান অনেক কম ।
আপনি যদি বাংলাদেশ থেকে আমেরিকায় ভ্রমনে যান তাহলে আপনাকে বাংলাদেশি টাকা কনভার্ট করে ডলারে রূপান্তর করে যেকোনো ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে নিতে হবে । আমেরিকান টাকার মূল্য অনেক বেশি তাই তাই যারা অনলাইনে কাজ করে তাদেরকে ইউ এস ডলার দিয়ে থাকে ।
এখন কথা হচ্ছে ১ ইউ এস ডলার সমান সমান কত টাকা হতে পারে । এ বিষয়ে অনেকেরই ধারণা নেই, আর যাদের আছে তারা ঠিকভাবে বলতে পারেনা । কারণ সময় সময় এই ডলারগুলো দাম ওঠানামা করে । তাই আমরা আজকে দেখে নেব বর্তমান এক ডলারের দাম কত? আর আমরা এটাও দেখে নেবো যে বাংলাদেশে কত টাকায় এক ডলার ।
চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক বর্তমান সময়ের এক ডলার সমান সমান বাংলাদেশি কত টাকা হতে পারে ।
ডলার টু টাকা কনভার্ট
১ ডলার সমান কত টাকাঃ
আমি আগেই বলেছি যে ডলার প্রায় সময়ে দাম ওঠানামা করে । এটা আপনি ধরে নিন যে শেয়ারবাজারের মতো দাম ওঠানামা করে । অনেকেই এই ডলারের ব্যবসা করে সাধারণত যারা ডলার ক্রয় করে কখনো কখনো তারা লাভ করে আবার আবার লস করে কারণ এটির দাম অনেক সময় ওঠানামা করে তাই এটি নির্দিষ্টভাবে বলা খুব মুশকিল।
তবে একটি কথা নিশ্চিত ভাবে বলা যায় যে ডলারের রেট থেকে তথ্য আপনাকে দেওয়া যায় যে ইউ এস এর এক ডলার সমান যদি ৮২ থেকে ৮৬ টাকা হয় তবে একেক দেশের একেক রকম হয়ে থাকে । কিন্তু এ ডলার সর্বোচ্চ ৮৬ টাকা এবং সর্বনিম্ন ৮২ টাকা এর মধ্যে থাকে ।
আপনি যদি বাংলাদেশী টাকা দিয়ে ১ ডলার কিনতে চান এর বিপরীত করলে হবে । এক ডলার সমান সমান যদি ৮২ থেকে ৮৬ টাকা হয় । তাহলে ১ ডলার কিনতে ৮২ থেকে ৮৬ টাকা লাগবে । আর যদি অনলাইনে থেকেও আপনার সমস্যা মনে হয় তাহলে আপনি যারা ডলার ক্রয় বিক্রয় করে তাদের কাছ থেকে জেনে নিতে পারেন । আরেকটি উপায় আছে সেটা হচ্ছে আপনি ব্যাংকে গেলেই দেখতে পারবেন তাদের ওখানে ডলারের আজকের রেট দেওয়া হয়েছে ।
ডলারের এত দাম কেনঃ
উন্নত সকল দেশের টাকাও উন্নত । আর আমাদের বাংলাদেশ মধ্যম আয়ের দেশ । আমাদের বাংলাদেশের টাকার মান নিম্ন অন্যান্য দেশের থেকে । তাই আমাদের দেশের অনেক লোক সেসব উন্নত দেশে কাজ করতে যায় । এসব দেশের মানুষ সব কিছুতেই এগিয়ে আছে, আর আমরা সব কিছুতে পিছিয়ে আছি ।
তারা যেসব জিনিস আবিষ্কার বা তৈরি করে সেই সকল জিনিস আমাদেরকেই নিতে হয় আমাদের দেশের টাকা বাইরের দেশে চলে যাচ্ছে । এজন্য দেশের মধ্যে কমে যাওয়ায় আমাদের টাকার মান খুবই কম । আর তাদের দেশের তাহলে এজন্যেই এর দাম বেশি । আমাদের দেশের টাকা তাদের দেশকে দিতে হচ্ছে আমাদের দেশের টাকার মান । আমাদের দেশে যদি ভালো কিছু আবিষ্কার হতো তাহলে আজ আমাদের দেশের টাকার মান অনেক বেশি থাকত ।