এখন পর্যন্ত অনেক মানুষই জানে না যে আকিকা কি ? হাদিস অনুযায়ী আকিকার দেওয়ার নিয়ম কানুন গুলো কি? আকিকা হল আরবি ভাষা । আকিকা অর্থ হচ্ছে মাথা মুন্ডন করা । । একটি শিশু যখন জন্মগ্রহণ করে পৃথিবীতে আসেন তখন সপ্তম দিনের মাথায় তার আকিকা করা হলো সুন্নতে আল মু’আয়াক্কাদা ( অনিবার্য সুন্নত ) যেটা প্রত্যেক মুসলমানের দায়িত্ব ও কর্তব্য । আসলেই কি সপ্তম দিনের মাথায় না করলে কি কোন প্রকার সমস্যা হবে কিনা সেই সম্পর্কে আজকে বিস্তারিত জানব । সহি হাদিস অনুযায়ী যদি আপনি আপনার সন্তানের আকিকা করাতে চান তাহলে সম্পূর্ণ মনোযোগ সহকারে পোস্টটি পড়ুন । তাই আসুন আজকে আকিকার নিয়ম কানুন গুলো জেনে নেয়া যাক
আকিকার নিয়ম কানুনঃ
(১) আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেছেন, শিশু জন্মের সপ্তম দিনের মাথায় তার জন্য কুরবানী দেওয়া সুন্নত, যদি সপ্তম দিনের মাথায় দিতে না পারে তাহলে ১৪ তম দিনে পারবে , আর যদি তাও না পারে তাহলে ২১ তম দিনে দিতে হবে মাথা কামানো এবং সেই মাথা কামানো চুল সমপরিমাণ ওজনে স্বর্ণ বা রুপো ছদ্গা করতে হবে ও একটি ইসলামিক সুন্দর নাম রাখতে হবে। যদি অর্থিক সমস্যার কারণে দিতে না পারে তাহলে র পরে যদি আবার আর্থিক অবস্থা ফিরে আসে তাহলে সে পুনরায় আকিকা করতে পারবে এবং সেই সুন্নত পূর্ণ হবে ।
আরও ইসলামিক পোষ্ট পড়তে ক্লিক করুন
আকিকায় কুরবানীর নিয়মঃ
যদি আপনি ছেলের আকিকা করতে চান তাহলে আপনাকে কম করে হলেও দুইটি ছাগল বা দুটি ভেড়া করা সুন্নত । আর যদি মেয়ে হয় তাহলে একটি ছাগল বা একটি ভেড়া দিয়ে করা সুন্নত । যদি আর্থিক সমস্যার কারণে ছেলের আকিকা দুটি ছাগল বা দুটি ভেড়া দিয়ে করতে না পারে তাহলে একটি ছাগল বা একটি ভেড়া দিয়ে করলেও সমস্যা নেই । তবে কুরবানীর পশু হবে ঈদের কুরবানির পশুর মত কোন প্রকার দোষ ত্রুটি বা রোগাক্রান্ত থাকা যাবে না । আপনি চাইলে ছাগল ,ভেড়া , উট ,মহিষ , গরু দিয়ে আকিকা করতে পারবেন ।
আকিকা কুরবানীর গরুর মাংসের বিবরণ ঃ
আমরা যেমন প্রতি কোরবানি ঈদের নিজে খাইয়া আত্মীয়-স্বজনদের খাওয়া এবং গরীব দুঃখীদের মাঝে বিতরণ করে দেই ঠিক সেই নিয়ম আকিকার মাংস দেওয়া উচিত । শুধু যে আকিকার মাংস নিজে বা আত্মীয় স্বজনদের মাঝে ভক্ষণ করলে হবে না, এইখানে গরিব-দুঃখীদের ও হক রয়েছে । অনেক ক্ষেত্রে দেখা যায় যে আকিকার অনুষ্টানে বিভিন্ন গান বাজনার আয়োজন করা হয় । আসলে এটা করা ঠিক না এটা ইসলামের দিক থেকে সম্পূর্ণ বিদআত । তাই আপনি যদি সব কিছু ইসলামের দিক থেকে করতে চান তাহলে নিয়মগুলো মেনে চলতে হবে । এরপরেও যদি জানতে হয় তাহলে আপনি ভালো মাওলানা বা যে হাদিস সম্পর্কে ভালো জানে তাকে জিজ্ঞেস করে নিতে পারেন ।
আকিকা সম্পর্কে আরও বিস্তাবিত জানতে ক্লিক করুন