আমাদের আজকের প্রশ্ন হচ্ছে [what is silva] স্লিভার কাকে বলে ? এখন পর্যন্ত অনেক মানুষ এই জানি না যেএটি দিয়ে কাজ করানো হয় বা এটি কি । তাই আজকে আমরা স্লিভার সম্পর্কে জানব । বর্তমান মানুষেরা যে সব কাপড় চোপড় ব্যবহার করছে আদিম যুগের মানুষেরা এসকল পোশাক-আশাক ব্যবহার করত না । তারা ব্যবহার স্লিভার কাকে বলে ?করত গাছের লতা পাতা বিভিন্ন জীব জন্তু চামড়া পশু পাখির পালক ইত্যাদি ব্যবহার করে তারা জীবন-যাপন করতে । কিন্তু আমরা এটি কখনোই ভাবিনি’ এগিয়ে মধ্য যুগে এসে এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব কাপড় তৈরি করা । আদিম কালের মানুষের ধীরে ধীরে সভ্যতাতে ফিরে এসে পোশাকের ব্যবহার শুরু হয় । যতই দিন যাচ্ছে তাদের নেতৃত্ব নতুন পোশাক তৈরি হচ্ছে । আর পোশাক তৈরির মূল উপাদান হচ্ছে তন্তু । এইতো তন্তু থেকেই তৈরি হয় সুতা । তন্তু থেকে যেসকল সুতা তৈরি হয় সেগুলোর কিছু ধাপ রয়েছে সে অনুযায়ী কাজ করার পর সুতার তৈরি হয় ।
ধাপ
প্রথম অবস্থায় দুটি জিনিসের দরকার হয় একটি হচ্ছে ব্লেডিং এবং মিক্সিং। এই দুটি আলাদা আলাদা ফাইবার এবং আলাদা আলাদা কাজ করে । আসুন এবার দেখে নেয়া যাক এদের কাজ গুলো কি কি? । ব্লিডিং হচ্ছে একই কিংবা কাছাকাছি গুণসম্পন্ন দুটি আলাদা থাকবে একই অর্থ বা একটি নির্দিষ্ট মিশ্রণকে বোঝায় । আর মিক্সিং হচ্ছে বিভিন্ন মানের একই পাশের একত্রে মিশ্রণকে বোঝায় । এবার দেখে নেয়া যাক দ্বিতীয় ধাপ- দ্বিতীয় ধাপে রয়েছে কাডিং ও কম্বিং । দ্বিতীয় ধাপে সুতা গুলোকে মসৃণ করানো হয় । এতে করে বাদ দিতে হয় অতিরিক্ত যেসব তন্তুর রয়েছে সেগুলো কে । এতে করে সুতা হয় মিহি ও মসৃণ । আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটাই করা হয় কাডিং ও কম্বিং এর মাধ্যমে । যার ফলে খাটো তেন্দুলকার দেওয়ার পর পাওয়া যায় পাতলা আস্তরন । আর এই পাতলা আস্তরণ গুলো কি বলা হয় স্লিভার ।
এক কথায় বলা যেতে পারে”
স্লিভার কাকে বলে ?
তন্তু থেকে মিহি এবং মসৃণ সুতা তৈরি করতে কার্ডিং এবং কম্বিং এর মাধ্যমে অতিরিক্ত ছোট অথবা খাটো তন্তু গুলো বাদ দেয়ার ফলে যে পাতলা আস্তরণ গুলো পাওয়া যায় তাকেই স্লিভার বলে।