Skip to content
Home » সেরা ৬০ + বাংলা হাদিস

সেরা ৬০ + বাংলা হাদিস

সেরা ৬০ + বাংলা হাদিস

 হাদিস অর্থ বাণী বা কথা । ইসলাম প্রচারের জন্য দিনে দিনে কালে কালে অনেক নবী ও রাসূলগণের এসেছেন এই নবী এবং রাসূল গনেরা যা বলেছেন সাহাবীদের  নিষেধ করেছেন তাই হচ্ছে হাদিস । প্রত্যেক মানুষের উচিত হাদিস ও কোরআনের আলোকে জীবন যাপন করা । তাহলে প্রত্যেকের জীবন হবে অনেক সুন্দর । পৃথিবীতে আর কোন খারাপ কাজ থাকবে না । সবাই যখন ভালো কাজের দিকে আরো বেশি আগ্রহী হবে ।  নিজের ঈমান মজবুত এবং খাঁটি করতে হাদিসের গুরুত্ব অপরিসীম । কারণ হাদিসের মধ্যে মানুষ কিভাবে জীবন যাপন করবে সেগুলো বিধি নিষেধ দেওয়া রয়েছে  

কোন কাজ করা যাবে না কোনগুলো কাজ করতে পারবো সেগুলো আমরা হাদিসের মাধ্যমে জানতে পারবো  । আরেকজন প্রকৃত ঈমানদার ব্যক্তি প্রত্যেকটি হাদিস মেনে চলে জীবন যাপন করবে । তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে 60 টিরও বেশি বাংলা হাদিস সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব । আশা করছি আমাদের এই পোস্টটি থেকে আপনারা উপকৃত হতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক 60 টিরও বেশি বাংলা হাদিস গুলো সম্পর্কে  

 ৬০ + সেরা বাংলা হাদিস 

আপনি কি হাদিস সম্পর্কে জানার জন্য এসেছেন তাহলে আমাদের এই পোস্টে আপনাকে স্বাগতম। এখন আমি আমার পোষ্টের মাধ্যমে 60 টিরও বেশি বাংলা হাদিস সম্পর্কে বিস্তারিত তুলে ধরব । অনেকেই আছেন যে অনলাইনে হাদিস সম্পর্কে খোঁজাখুঁজি করে থাকেন । তাদের কথা চিন্তা করে আজকে আমি আমার এই পোস্টটি সাজিয়েছি । আশা করছি প্রত্যেকেরই এই হাদিসগুলো থেকে উপকৃত হতে পারবেন এবং এই হাদিস অনুযায়ী জীবন যাপন করলে আপনাদের জীবন অনেক সুন্দর হবে । তাহলে আসুন জেনে নেয়া যাক 60 টিরও বেশি মাহাদী সম্পর্কে ।

  1. যে চুপ থাকে সে নাজাত পায়
  2. সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে
  3. চোগলখোর পরনিন্দা কারী নিন্দাকারী বেহেশতে প্রবেশ করবে না
  4. আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না
  5. জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে
  6. প্রকৃত ধনী আত্মার ধনী
  7. প্রত্যেক বিদআত গোমরাহী ও পথভ্রষ্টতা
  8. চাচা বাপের মত
  9. মুসলমান মুসলমানের ভাই
  10. আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গায় বাজার
  11. হিংসা হতে দূরে থাকো কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনো কাঠ কে
  12. তোমরা অধিক পরিমানে মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার স্বাদ কে ধ্বংস করে দেয় ।
  13. ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর বা জীব জন্তুর ছবি থাকে
  14. টাখনুর নিচের অংশ পায়জামা বা লুঙ্গি দাঁড়া ঢাকা থাকে তাহা দোজোকে যাইবে
  15. ছবি বানানো ওয়ালা গণ আল্লাহ তায়ালার নিকট ভীষণ শাস্তি ভোগ করিবে ।
  16. আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না ।
  17. কবরকে সিজদা করিও না ।
  18. যেই ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখিবে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবে ।
  19. দুনিয়াতে এমন ভাবে থাকো যেমন কোন মুসাফির বা প্রতীক থাকে
  20. আলেমগণ পয়গম্বর গণের ওয়ারিশ উত্তরসূরী
  21. যেই ব্যক্তি কোন ভাল কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সওয়াব হয়
  22. চোখের যিনা হল দেখা
  23. যে নম্রতা হতে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত
  24. ওই ব্যক্তি বীর নয় যে লোকের ভূ লুণ্ঠিত করে বরং বীর ঐ ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে
  25. যদি তোমার লজ্জা না থাকে তাহা হইলে যা ইচ্ছা তাহাই করিতে পারো
  26. আল্লাহ তাআলার নিকট ঐ আমল সবচেয়ে বেশি প্রিয় যাহা সদাসর্বদা করা হয় যদিও তারা অল্প হয়
  27. তোমাদের মধ্যে আমার নিকট ঐ ব্যক্তি বেশি প্রিয় যে বেশি চরিত্রবান
  28. দুনিয়া মুসলমানদের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য বেহেস্ত খানা
  29. কোন ব্যক্তির জন্য তাহার অন্য কোন ভাইয়ের শহীদ তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করিয়া থাকা জায়েজ নাই
  30. কোন মুমিন একই গর্তে দুইবার দংশিত হয় না
  31. ওই ব্যক্তি সফল যিনি ইসলাম গ্রহণ করিয়াছেন এবং পরিমাণ মত তাহার
    রিযিক মিলিয়ে আর আল্লাহতালা তাকে তাহার রুজির মধ্যে সন্তুষ্টি দান করিয়াছেন
  32. তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারিবে না
    যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ না করিবে জাহা সে নিজে পছন্দ করে
  33. ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করিতে পারিবে না যাহার প্রতিবেশী তাহার অত্যাচার হইতে নিরাপদ নয়
  34. পরস্পর দুশমনি করিও না পরস্পর হিংসা পোষণ করিও না একে-অন্যের ছিদ্রান্বেষণ পরিও না আল্লাহতালা বান্দা সকলে ভাই-ভাই হইয়া যাও
  35. ইসলাম ঐ সমস্ত গুনাহসমূহ নিশ্চিহ করিয়াদেয় যারা ইসলামের পূর্বে করা হইয়াছে হিজরত ঐ সমস্ত গুনাহ সমূহ নিশ্চিহ করিয়া দেয়
    হিজরতের পূর্বে করা হইয়াছে এবং হজ্ব ঐ সমস্ত গুনাহ সমূহ নশ্চিহ করিয়া দেয় হজ্ব পূর্বে করা হইয়াছে
  36. কবিরা গুনাহ হইল আল্লাহ তাআলা শহীদ কাহাকেও শরীক করা পিতা-মাতার অবাধ্য হওয়া অন্যায় ভাবে কাহাকেও হত্যা করা এবং মিথ্যা সাক্ষী দেওয়া
  37. নামাজে কাতার সোজা করা নতুবা আল্লাহতালা তোমাদের চেহারা পরিবর্তন করিয়া দিবেন
  38. বিবাদ সৃষ্টিকারী ব্যক্তি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি ঘৃণিত
  39. যেই ব্যক্তি দুনিয়াতে কোন মুসলমানের মুসিবত দূর করবে
    আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহার মুসিবত দূর করবে
    যেই ব্যক্তি কোন গরীব লোকের প্রতি অনুগ্রহ করিবে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখিরাতে তাদের উপর অনুগ্রহ করবেন যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখবে
    আল্লাহ তায়ালা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখে যতক্ষণ পর্যন্ত বান্দা তার কোনো মুসলমান ভাইয়ের সাহায্য লাগিয়া থাকিবে আল্লাহ তাআলা তাদের সাহায্য লাগিয়া থাকিবে
  40. যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করে আল্লাহ তালা তাহার উপর দশবার রহমত পাঠান
  41. যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে কিছু পথ অতিক্রম করবে তাহার এই পথ অতিক্রম করার দ্বারা আল্লাহ তালা তাহার জন্য বেহেস্তের পথ সহজ করে দিবে
  42. তোমরা ফরজ এবং কুরআন মাজীদ শিক্ষা কর এবং লোকদিগকে শিক্ষা দাও আমি চিরকাল থাকবো না
  43. মুসলমানকে গালি দেওয়া ফাসেকী এবং হত্যা করা কুফরী
  44. দুনিয়ার মোহ হইতে পরহেজ কর় তাহা হইলে আল্লাহতালা ভালোবাসিবেন আর মানুষের নিকটে যাহা আছে তাহা হইতে পরহেজ করো তবে তোমাকে মানুষ ভালোবাসিবে ।
  45. মুমিনদের মধ্যে পরিপূ্ণ ঈমানদার ওই ব্যক্তি যিনি অধিক চরিত্রবান ।
  46. যে স্ত্রীলোক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিবে এবং রমজান মাসে রোজা রাখিবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর এতাআত করিবে তবে সে বেহেশতে যেকোনো
  47. দরজায় ইচ্ছা প্রবেশ করিতে পারিবে ।জান্নাতের আটটি দরজার যে কোন দরজা দিয়ে বিনাদ্বিধায় প্রবেশ করিতে পারিবে ।
  48. যে স্ত্রী লোকের মৃত্যু এমন অবস্থায় হইবে যে তাহার স্বামী তাহার উপর সন্তুষ্ট সে বেহেশতী
  49. যেই ব্যক্তি বিনা ওজরে দুই ওয়াক্ত নামাজ কে একত্রে আদায় করে সে কবিরা গুনাহের দরজা সমূহ এর একটিতে পর্দাপন করল ।
  50. আবূ হুরাইরাহ আব্দুর রহমান ইবনুূ সাখর রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
  51. নিশ্চয় আল্লাহ তা‘আলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন।
  52. তোমার ঈমানকে খাঁটি কর অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে
  53. তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যে কুরআন মাজীদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়
  54. দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ
  55. পবিত্রতা ঈমানের অঙ্গ
  56. নামাজ বেহেস্তের চাবি
  57. কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে
  58. তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড় বে
    ইলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা কত বড় দোয়া ইবাদত
  59. যে ব্যক্তি আল্লাহ তায়ালার নিকট দোয়া করে না আল্লাহ তায়ালা তাহার উপর রাগান্বিত হন
  60. আল্লাহ তায়ালা ঐ ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না
  61. খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে
  62. দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মুভি
  63. শেষ আমলই নির্ভরযোগ্য
  64. ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ
  65. যাহা শুনে তাহাই বলিতে থাকা কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট
  66. হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করিবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *