হাদিস অর্থ বাণী বা কথা । ইসলাম প্রচারের জন্য দিনে দিনে কালে কালে অনেক নবী ও রাসূলগণের এসেছেন এই নবী এবং রাসূল গনেরা যা বলেছেন সাহাবীদের নিষেধ করেছেন তাই হচ্ছে হাদিস । প্রত্যেক মানুষের উচিত হাদিস ও কোরআনের আলোকে জীবন যাপন করা । তাহলে প্রত্যেকের জীবন হবে অনেক সুন্দর । পৃথিবীতে আর কোন খারাপ কাজ থাকবে না । সবাই যখন ভালো কাজের দিকে আরো বেশি আগ্রহী হবে । নিজের ঈমান মজবুত এবং খাঁটি করতে হাদিসের গুরুত্ব অপরিসীম । কারণ হাদিসের মধ্যে মানুষ কিভাবে জীবন যাপন করবে সেগুলো বিধি নিষেধ দেওয়া রয়েছে ।
কোন কাজ করা যাবে না কোনগুলো কাজ করতে পারবো সেগুলো আমরা হাদিসের মাধ্যমে জানতে পারবো । আরেকজন প্রকৃত ঈমানদার ব্যক্তি প্রত্যেকটি হাদিস মেনে চলে জীবন যাপন করবে । তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে 60 টিরও বেশি বাংলা হাদিস সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব । আশা করছি আমাদের এই পোস্টটি থেকে আপনারা উপকৃত হতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক 60 টিরও বেশি বাংলা হাদিস গুলো সম্পর্কে ।
৬০ + সেরা বাংলা হাদিস
আপনি কি হাদিস সম্পর্কে জানার জন্য এসেছেন তাহলে আমাদের এই পোস্টে আপনাকে স্বাগতম। এখন আমি আমার পোষ্টের মাধ্যমে 60 টিরও বেশি বাংলা হাদিস সম্পর্কে বিস্তারিত তুলে ধরব । অনেকেই আছেন যে অনলাইনে হাদিস সম্পর্কে খোঁজাখুঁজি করে থাকেন । তাদের কথা চিন্তা করে আজকে আমি আমার এই পোস্টটি সাজিয়েছি । আশা করছি প্রত্যেকেরই এই হাদিসগুলো থেকে উপকৃত হতে পারবেন এবং এই হাদিস অনুযায়ী জীবন যাপন করলে আপনাদের জীবন অনেক সুন্দর হবে । তাহলে আসুন জেনে নেয়া যাক 60 টিরও বেশি মাহাদী সম্পর্কে ।
- যে চুপ থাকে সে নাজাত পায়
- সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে
- চোগলখোর পরনিন্দা কারী নিন্দাকারী বেহেশতে প্রবেশ করবে না
- আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না
- জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে
- প্রকৃত ধনী আত্মার ধনী
- প্রত্যেক বিদআত গোমরাহী ও পথভ্রষ্টতা
- চাচা বাপের মত
- মুসলমান মুসলমানের ভাই
- আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গায় বাজার
- হিংসা হতে দূরে থাকো কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনো কাঠ কে
- তোমরা অধিক পরিমানে মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার স্বাদ কে ধ্বংস করে দেয় ।
- ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর বা জীব জন্তুর ছবি থাকে
- টাখনুর নিচের অংশ পায়জামা বা লুঙ্গি দাঁড়া ঢাকা থাকে তাহা দোজোকে যাইবে
- ছবি বানানো ওয়ালা গণ আল্লাহ তায়ালার নিকট ভীষণ শাস্তি ভোগ করিবে ।
- আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না ।
- কবরকে সিজদা করিও না ।
- যেই ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখিবে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবে ।
- দুনিয়াতে এমন ভাবে থাকো যেমন কোন মুসাফির বা প্রতীক থাকে
- আলেমগণ পয়গম্বর গণের ওয়ারিশ উত্তরসূরী
- যেই ব্যক্তি কোন ভাল কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সওয়াব হয়
- চোখের যিনা হল দেখা
- যে নম্রতা হতে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত
- ওই ব্যক্তি বীর নয় যে লোকের ভূ লুণ্ঠিত করে বরং বীর ঐ ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে
- যদি তোমার লজ্জা না থাকে তাহা হইলে যা ইচ্ছা তাহাই করিতে পারো
- আল্লাহ তাআলার নিকট ঐ আমল সবচেয়ে বেশি প্রিয় যাহা সদাসর্বদা করা হয় যদিও তারা অল্প হয়
- তোমাদের মধ্যে আমার নিকট ঐ ব্যক্তি বেশি প্রিয় যে বেশি চরিত্রবান
- দুনিয়া মুসলমানদের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য বেহেস্ত খানা
- কোন ব্যক্তির জন্য তাহার অন্য কোন ভাইয়ের শহীদ তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করিয়া থাকা জায়েজ নাই
- কোন মুমিন একই গর্তে দুইবার দংশিত হয় না
- ওই ব্যক্তি সফল যিনি ইসলাম গ্রহণ করিয়াছেন এবং পরিমাণ মত তাহার
রিযিক মিলিয়ে আর আল্লাহতালা তাকে তাহার রুজির মধ্যে সন্তুষ্টি দান করিয়াছেন - তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারিবে না
যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ না করিবে জাহা সে নিজে পছন্দ করে - ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করিতে পারিবে না যাহার প্রতিবেশী তাহার অত্যাচার হইতে নিরাপদ নয়
- পরস্পর দুশমনি করিও না পরস্পর হিংসা পোষণ করিও না একে-অন্যের ছিদ্রান্বেষণ পরিও না আল্লাহতালা বান্দা সকলে ভাই-ভাই হইয়া যাও
- ইসলাম ঐ সমস্ত গুনাহসমূহ নিশ্চিহ করিয়াদেয় যারা ইসলামের পূর্বে করা হইয়াছে হিজরত ঐ সমস্ত গুনাহ সমূহ নিশ্চিহ করিয়া দেয়
হিজরতের পূর্বে করা হইয়াছে এবং হজ্ব ঐ সমস্ত গুনাহ সমূহ নশ্চিহ করিয়া দেয় হজ্ব পূর্বে করা হইয়াছে - কবিরা গুনাহ হইল আল্লাহ তাআলা শহীদ কাহাকেও শরীক করা পিতা-মাতার অবাধ্য হওয়া অন্যায় ভাবে কাহাকেও হত্যা করা এবং মিথ্যা সাক্ষী দেওয়া
- নামাজে কাতার সোজা করা নতুবা আল্লাহতালা তোমাদের চেহারা পরিবর্তন করিয়া দিবেন
- বিবাদ সৃষ্টিকারী ব্যক্তি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি ঘৃণিত
- যেই ব্যক্তি দুনিয়াতে কোন মুসলমানের মুসিবত দূর করবে
আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহার মুসিবত দূর করবে
যেই ব্যক্তি কোন গরীব লোকের প্রতি অনুগ্রহ করিবে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখিরাতে তাদের উপর অনুগ্রহ করবেন যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখবে
আল্লাহ তায়ালা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখে যতক্ষণ পর্যন্ত বান্দা তার কোনো মুসলমান ভাইয়ের সাহায্য লাগিয়া থাকিবে আল্লাহ তাআলা তাদের সাহায্য লাগিয়া থাকিবে - যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করে আল্লাহ তালা তাহার উপর দশবার রহমত পাঠান
- যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে কিছু পথ অতিক্রম করবে তাহার এই পথ অতিক্রম করার দ্বারা আল্লাহ তালা তাহার জন্য বেহেস্তের পথ সহজ করে দিবে
- তোমরা ফরজ এবং কুরআন মাজীদ শিক্ষা কর এবং লোকদিগকে শিক্ষা দাও আমি চিরকাল থাকবো না
- মুসলমানকে গালি দেওয়া ফাসেকী এবং হত্যা করা কুফরী
- দুনিয়ার মোহ হইতে পরহেজ কর় তাহা হইলে আল্লাহতালা ভালোবাসিবেন আর মানুষের নিকটে যাহা আছে তাহা হইতে পরহেজ করো তবে তোমাকে মানুষ ভালোবাসিবে ।
- মুমিনদের মধ্যে পরিপূ্ণ ঈমানদার ওই ব্যক্তি যিনি অধিক চরিত্রবান ।
- যে স্ত্রীলোক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিবে এবং রমজান মাসে রোজা রাখিবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর এতাআত করিবে তবে সে বেহেশতে যেকোনো
- দরজায় ইচ্ছা প্রবেশ করিতে পারিবে ।জান্নাতের আটটি দরজার যে কোন দরজা দিয়ে বিনাদ্বিধায় প্রবেশ করিতে পারিবে ।
- যে স্ত্রী লোকের মৃত্যু এমন অবস্থায় হইবে যে তাহার স্বামী তাহার উপর সন্তুষ্ট সে বেহেশতী
- যেই ব্যক্তি বিনা ওজরে দুই ওয়াক্ত নামাজ কে একত্রে আদায় করে সে কবিরা গুনাহের দরজা সমূহ এর একটিতে পর্দাপন করল ।
- আবূ হুরাইরাহ আব্দুর রহমান ইবনুূ সাখর রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
- নিশ্চয় আল্লাহ তা‘আলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন।
- তোমার ঈমানকে খাঁটি কর অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে
- তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যে কুরআন মাজীদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়
- দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ
- পবিত্রতা ঈমানের অঙ্গ
- নামাজ বেহেস্তের চাবি
- কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে
- তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড় বে
ইলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা কত বড় দোয়া ইবাদত - যে ব্যক্তি আল্লাহ তায়ালার নিকট দোয়া করে না আল্লাহ তায়ালা তাহার উপর রাগান্বিত হন
- আল্লাহ তায়ালা ঐ ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না
- খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে
- দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মুভি
- শেষ আমলই নির্ভরযোগ্য
- ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ
- যাহা শুনে তাহাই বলিতে থাকা কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট
- হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করিবে না