Skip to content
Home » সূরা ইখলাসের বাংলা উচ্চারণ ও অর্থ | সূরা ইখলাসের ইংরেজী অনুবাদ

সূরা ইখলাসের বাংলা উচ্চারণ ও অর্থ | সূরা ইখলাসের ইংরেজী অনুবাদ

  • by
সূরা ইখলাসের বাংলা উচ্চারণ ও অর্থ

আসসালামু আলাইকুম,আজকে আমার এই পোষ্টের মাধ্যমে আপনাদের সূরা ইখলাসের বাংলা অর্থ উচ্চারণ এবং  ইংরেজি অনুবাদ সম্পর্কে জানাবো সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি ।তাই বন্ধুরা আপনারা যদি সূরা ইখলাসের ফজিলত পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এর শুদ্ধ উচ্চারণ সম্পর্কে জানতে হবে ।আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা যা যা জানতে পারবেন তা হচ্ছে সূরা ইখলাসের অর্থ এবং অনুবাদ সম্পর্কে ।আজকে আমি শুধু আমার এই পোষ্টের মাধ্যমে সূরা ইখলাসের সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি ।

কুরআন শরীফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুরা হচ্ছে সূরা আল ইখলাস ।এই সূরার মাধ্যমে মহান আল্লাহতালার পরিচয় তুলে ধরা হয়েছে ।যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আল্লাহ তায়ালার পরিচয় সম্পর্কে জানতে চাওয়া হয় তখন এই আল্লাহতালা সূরা ইখলাস নাযিল করেন ।এ সূরায় আল্লাহতালার পরিচয় সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এ সূরার অর্থ জানলে আমরা শিরক থেকে রক্ষা পেতে পারি ।কারণ এ সূরায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ এক ও অদ্বিতীয় তাঁর কোন শরীক নেই ।তাইতো আমরা আল্লাহতালার সঙ্গে আমি কাউকে শরীক করব না ।

সূরা ইখলাসের বাংলা উচ্চারণ 

এখন আমি আপনাদের সূরা ইখলাসের বাংলা উচ্চারণ  এবং  অর্থ সম্পর্কে  জানাবো ।আমাদের প্রত্যেকেরই সকল সূরার শুদ্ধ উচ্চারণ সম্পর্কে জানা দরকার ।কারণ সূরার উচ্চারণ যদি ভুল হয়ে  যায় তাহলে এর অর্থ অন্য কিছু প্রকাশ করবে ।তাই আমাদের এই বিষয়গুলো সম্পর্কে জানা খুবই দরকার ।সূরা ইখলাস কুরআন শরীফের একটি গুরুত্বপূর্ণ সূরা ।এই সূরা  তিনবার পাঠ করিলে কুরআন শরীফ খতমের সওয়াব পাওয়া যায় ।আর রমজান মাসে সূরা ইখলাস তিনবার পাঠ করিলে 70 বার কুরআন শরীফ খতমের সওয়াব পাওয়া যায় ।তাইতো এ সূরার গুরুত্ব  এবং ফজিলত অনেক বেশি ।

১)কুল হুওয়াল্লা-হু আহাদ।

২) আল্লা-হুসসামাদ।

৩) লাম ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ।

৪) ওয়া লাম ইয়াকুল্লাহূকুফুওয়ান আহাদ।

সূরা ইখলাসের বাংলা অর্থ

1)বলুন, তিনি আল্লাহ, এক ।

2) আল্লাহ অমুখাপেক্ষী,

3) তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি।

4) এবং তার সমতুল্য কেউ নেই।

সূরা ইখলাসের আরবি উচ্চারণ

হ্যালো বন্ধুরা এখন আমি আপনাদের সূরা ইখলাসের আরবি উচ্চারণ সম্পর্কে জানাবো ।আপনারা যারা কুরআন শরীফ পড়তে পারেন না তারা বাংলা দেখে দেখে আরবি উচ্চারণ এর সাথে মিলিয়ে পড়তে পারেন ।আপনার যদি আরবি অক্ষর গুলো চেনা থাকে তাহলে বাংলা দেখে আরবি গুলো বানান করে করে করতে পারবেন ।তাহলে বন্ধুরা জেনে নিন সূরা ইখলাসের আরবি উচ্চারণ গুলো ।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ

اللَّهُ الصَّمَد

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ

وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

সূরা ইখলাসের ইংরেজী অনুবাদ

এখন আমি আপনাদের সূরা ইখলাসের ইংরেজি অনুবাদ সম্পর্কে জানাবো ।বন্ধুরা আপনারা অনেকেই সূরা ইখলাস এর ইংরেজি অনুবাদ জানার জন্য নেটে সার্চ করে থাকেন কিন্তু অনেকেই এ বিষয়ে খোঁজাখুঁজি করে  খুঁজে পান না  ।তাইতো আজকের এই পোস্টটি যারা সূরা ইখলাস এর ইংরেজি অনুবাদ সম্পর্কে জানতে চান তাদের জন্যই  ।তাহলে বন্ধুরা আর দেরি না করে জেনে নিন সূরা ইখলাসের ইংরেজি অনুবাদ গুলো  ।

1) Say, He is Allah, the One,

(2) Allah isself-sufficient,

(3) He has not begottenanyone and no one has begotten Him.

(4) andthere is no one equal to Him.

সূরা ইখলাসের ইংরেজী উচ্চারণ

Qul huwa Allahu ahadun,

Allahu alssamadu,

Lam yalid walam yooladu,

Walam yakun lahu kufuyan ahadun

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *