Skip to content
Home » সালাম সালাম হাজার সালাম গানের লিরিক্স | Salam Salam Hajar salam lyrics

সালাম সালাম হাজার সালাম গানের লিরিক্স | Salam Salam Hajar salam lyrics

সালাম সালাম হাজার সালাম আব্দুল জব্বার

হ্যালো ভিউয়ার্স আপনি আমার পোষ্টের মাধ্যমে সালাম সালাম হাজার সালাম গানের  লিরিকস সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো । সালাম সালাম হাজার সালাম গানটির শহীদদের স্মরণে গাওয়া হয় ।  বাংলাদেশ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তান কে পরাজিত করে স্বাধীনতা লাভ করে । তখন পূর্ব পাকিস্তান নামক এই দেশের নাম হয় বাংলাদেশ । এই মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রায় 30 লক্ষ মানুষ শহীদ হয় । শহীদদের স্মরণে অনেক কণ্ঠশিল্পী  গীতিকার সবাই অনেক জ্ঞান দিয়ে গেছেন । তাই এই গানগুলোর মধ্য থেকে আমি একটি গান আপনাদের সামনে তুলে ধরবো আশা করি সেই গানটি আপনাদের পছন্দ হবে । এই গানটি হল আব্দুল জব্বারের গাওয়া সালাম সালাম হাজার সালাম গানের লিরিক্স ।

সালাম সালাম হাজার সালাম গানটির শহীদদের স্মরণে গাওয়া হয় । তাইতো বিজয় দিবস আসলেই স্বাধীনতা দিবস আসলে সবাই এই গানটি অনলাইনে খুবই সার্চ করে থাকেন । তাই তাদের কথা চিন্তা করে আজকে আমি আমার পোস্টের মাধ্যমে সালাম সালাম হাজার সালাম গানের লিরিক সম্পর্কে বিস্তারিত তুলে ধরব । আপনারা যারা সালাম সালাম হাজার সালাম গানের লিরিক সম্পর্কে জানতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন । আশা করছি আপনারা আমাদের এই পোস্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন এবং সালাম সালাম হাজার সালাম গানের লিরিক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক সালাম সালাম হাজার সালাম গানের লিরিক্স ।

সালাম সালাম হাজার সালাম আব্দুল জব্বার

সালাম সালাম হাজার সালাম গানটি গিয়েছেন আব্দুল জব্বার । গানটির গীতিকার ফজল-এ-খোদা । গানটির সুরকার করেছেন আবদুল জব্বার নিজেই । এই গানটি কোটি বাঙালির হৃদয়কে নাড়া দেয় । গানটি এত সুন্দর ভাবে গাওয়া হয়েছে যে এই গানটি বাংলাদেশের মানুষের হৃদয়কে স্পর্শ করে । তাই এই গানটি বাঙালির মুখে মুখে শোনা যায় । পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র রবে যতদিন বাঙালির মুখে মুখে আব্দুল জব্বারের সালাম সালাম হাজার সালাম  গানটি ও থাকবে ততদিন । তাই আজকে আমি আমার পোস্টের মাধ্যমে সালাম সালাম হাজার সালাম গানের লিরিক সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো । তাহলে আসুন জেনে নেয়া যাক সালাম সালাম হাজার সালাম গানের লিরিক্স ।

সালাম সালাম হাজার সালাম লিরিক

সালাম সালাম হাজার সালাম
সকল শহীদ স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।

মায়ের ভাষায় কথা বলাতে
স্বাধীন আশায় পথ চলাতে
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ
সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
তাদের বিজয় মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।

ভাইয়ের বুকের রক্তে আজি
রক্ত মশাল জ্বলে দিকে দিকে
সংগ্রামী আজ মহাজনতা
কন্ঠে তাদের নব বারতা
শহীদ ভাইয়ের স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।

বাংলাদেশের লাখো বাঙালি
জয়ের নেশায় আনে ফুলের ডালি
আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি
ঘুচিয়ে মনের আঁধার কালি।
শহীদ স্মৃতি বরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।

Salam Salam Hajar salam lyrics

Salam Salam hajar salam
sokol sohid sorone
amar redoy rekhe jete cai
tader sriti corone..

mayer vasay kotha bolate
sadhin asay poth colate
hasimukhe jara diye gelo pran
sei sriti niye geye jai gan
tader bijoy morone
amar redoy rekhe jete cai
tader sriti corone..

vaiyer buker rokte aji
rokto mosal jole dike dike
songgrami aj mohajonota
konte tader nobo barota
sohid vaiyer sorone
amar redoy rekhe jete cai
tader sriti corone

bangladesher lakho bangyali
joyer nesay ane fuler dali
alor deyali ghore ghore jali
guciye moner adhar kali
sohid sriti borone
amar redoy rekhe jete cai
tader sriti corone

বিজয় দিবসের গান

সালাম সালাম হাজার সালাম গানটির বিজয় দিবসের গান বলা হয় । কারণ এই গানটি বিজয়ের মাসে অর্থাৎ 16 ডিসেম্বর বেশি শোনা যায়  । তাইতো সালাম সালাম হাজার সালাম গানটি বিজয়ের মাসে বেশি শোনা  যাওয়ার কারণে এই গানটি কে বিজয়ের গান বলা হয় । বিশেষ করে যখন ইরমানর শহীদদের স্মরণ করে তখনই এই গানটি শুনে থাকেন বা শহীদদের স্মরণে যদি কোন অনুষ্ঠান হয়ে থাকে সেখানে ওই গানটি বেশি বাজিয়ে থাকে । তাই বলা যায় সালাম সালাম হাজার সালাম গানটির বিজয় দিবসের একটি গান । আশা করছি আপনারা আমাদের এ লিরিক্স থেকে বিজয় দিবসের এইগানটি সংগ্রহ করতে পারবেন । আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *