Skip to content
Home » সবকটা জানালা খুলে দাও না গানের লিরিক্স

সবকটা জানালা খুলে দাও না গানের লিরিক্স

  • by
সবকটা জানালা খুলে দাও না গানের লিরিক্স

হ্যালো ভিউয়ার্স  আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার পোস্টের মাধ্যমে সবকটা জানালা খুলে দাও না সাবিনা ইয়াসমিনের এই বিখ্যাত গানের লিরিক্স সম্পর্কে তুলে ধরবো। এই গানটি বিজয় দিবসের শহীদদের প্রতি সম্মান জানিয়ে একটি গান গাওয়া হয় । শহীদরা কিভাবে নিজের জীবন বাজি রেখে এদেশকে স্বাধীন করেছিল এই গানটির মাধ্যমে আমরা তা বুঝতে পারি । এই গানটি দ্বারা আরও বোঝানো হয়েছে শহীদরা চুপি চুপি এসে যেন আরো দেখে যাবে এদেশের স্বাধীনতাকে । তাইতো প্রতিবছর বিজয় দিবস শহীদদের স্মরণে উদযাপন করা হয় । আর একুশে ফেব্রুয়ারিতে শহীদ দিবস অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় ।

সেজন্য এই  দিবসগুলোতে অনেকেই  স্বাধীনতার এই গানগুলো দেখার জন্য অনলাইনে সার্চ করে থাকেন । তাই আজকে আমি আমার পোস্ট এর মাধ্যমে  সবকটা  জানালা খুলে দাও না গানের লিরিক্স তুলে ধরব । আশা করছি আপনারা যারা এই গানটি লিরিক্স পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়বেন এবং এই গানটি লিরিক সম্পর্কে জানতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক সবকটা জানালা খুলে দাওনা গানের লিরিক্স ।

সব কটা জানালা খুলে দাওনা গানের গীতিকার কে

সব কটা জানালা খুলে দাওনা গানের গীতিকার কে এ সম্পর্কে জানার জন্য অনেকেই অনলাইনে সার্চ করে থাকেন ।তাই তাদের কথা চিন্তা করে আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো সবকটা জানালা খুলে দাও না গানের গীতিকার কে এবং এ গানটি কে গেয়েছেন সে সম্পর্কে ।সব কটা জানালা খুলে দাও না গানের গীতিকার হচ্ছে নজরুল ইসলাম বাবু ।আর এই গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন গানটির লেখক হচ্ছে ইমতিয়াজ আহমেদ বুলবুল ।আশা করছি আপনারা আমাদের পোষ্টটির মাধ্যমে জানতে পেরেছেন সবকটা জানালা খুলে দাওনা গানের গীতিকার এবং গানটি কে গেয়েছেন সে সম্পর্কে ।

সবকটা জানালা খুলে দাও না গানের লিরিক্স

আপনি কি সব কটা জানালা খুলে দাও না গানের  লিরিক্স সম্পর্কে জানার জন্য এসেছেন ।তাহলে আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাকে স্বাগতম ।কারণ এখন আমি আমার  পোষ্টের মাধ্যমে সব কটা জানালা খুলে দাওনা গানের লিরিক্স তুলে ধরব ।আশা করছি আপনারা যারা সব কটা জানালা খুলে দাও না গানের লিরিক সম্পর্কে জানতে চান তারা আমাদের এই পোষ্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন ।

সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি যারা
এই দেশটাকেভালোবেসে দিয়ে গেছে প্রাণ।।

চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতি বেদনাতে
একাকার করে মন ডাক দিলে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়ো নাকো
মন ভাঙা গান।।

আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে।
তৈরি রাখব আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়ো নাকো
মন ভাঙা গান।।

সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবে—চুপি চুপি
যারা এ দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রাণ
সবক’টা জানালা খুলে দাওনা

সর্বশেষ কথা,

 আমি আমার পোষ্টের মাধ্যমে সবকটা জানালা খুলে দাও না গানের লিরিক্স তুলে ধরেছি ।আপনারা যারা সব কটা জানালা খুলে দাওনা গানের লিরিক্স সম্পর্কে জানতে চান আশা করছি তারা আমাদের পোস্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন।  আমাদের ওয়েব সাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।এ ধরনের আরো গানের লিরিক্স পেতে আমাদের ওয়েবসাইটে সাথে থাকুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *