হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে শবেবরাতের হাদিস সমূহ সম্পর্কে বিস্তারিত তুলে ধরব । শবে বরাত হচ্ছে একটি মহামান্বিত রজনী । যে রজনীতে প্রত্যেক বান্দাগণ মহান আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা চেয়ে থাকেন । তাদের জীবনের সকল ভুল ত্রুটি যেন মহান আল্লাহতালা মাফ করে দেয় সেজন্য তারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেন আবার অনেকেই এ রাতে তাদের পূর্বপুরুষদের জন্য ক্ষমাপ্রার্থনা করেন । এই রাতটি প্রত্যেক মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ শবেবরাতের রাতকে লাইলাতুল বরাত বলা হয় । শবে বরাতের জন্য অনেকেই রোজা দিয়ে থাকেন । প্রত্যেক সাবান মাসের ১৪ ১৫ তারিখ রাতে এই শবে বরাত পালন করা হয় ।
তাই আমরা সকলেই এ রাতে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নফল ইবাদত আদায় করব । তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে শবে বরাত সম্পর্কে কিছু হাদিস তুলে ধরবো । আপনারা যারা শবেবরাত সম্পর্কে হাদিস সম্পর্কে জানতে চান তারা আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক শবে বরাত সম্পর্কে হাদিস সমূহ ।
শবে বরাত সম্পর্কে হাদিস
আপনি কি শবে বরাত সম্পর্কে হাদিস সমূহ জানার জন্য এসেছেন । তাহলে আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম । কারণ এখন আমি আমার পোষ্টের মাধ্যমে শবেবরাতে হাদিস সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব । শবে বরাত সম্পর্কে অনেক হাদিস রয়েছে সে হাদীসগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব । যেন আপনারা আমাদের পোষ্টের মাধ্যমে শবেবরাতের হাদিস সম্পর্কে জানতে পারেন । আর আমাদের আজকের এই পোস্টটির মাধ্যমে আপনারা শবে বরাত সম্পর্কে কিছু হাদিস জানতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক শবে বরাত সম্পর্কে হাদিস সমূহ ।
কুরআনে এসেছে যে, আমি হামিম শপথ উজ্জল কিতাবের নিশ্চয়ই আমি নাযিল করেছি বরকতময় রাত, নিশ্চয়ই আমি ছিলাম সতর্ক কারী। যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয় এবং নির্দেশ অনুসারে আমার তরফ থেকে নিশ্চয়ই আমি দুটো পাঠিয়ে থাকি। ❤💖সূরা-৪৪ দুখান, আয়াত ১-৫❤💖
ইমাম ইবনে রজব (রহ.) বলেন, একজন মুমিন বান্দার উচিত, এ রাতে জিকির ও দোয়ার জন্য পুরোপুরি অবসর হওয়া। প্রথমে খাঁটি মনে তওবা করা, এরপর মাগফিরাত ও ক্ষমা প্রার্থনা করা, আপদ-বিপদ দূর হওয়ার জন্য দোয়া করা এবং নফল নামাজ পড়া। (লাতাইফুল মাআরিফ, পৃষ্ঠা : ১৫১/১৫৭)
ইবনে ওমর (রা.) বলেন, পাঁচটি রাত এমন আছে, যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। জুমার রাত, রজবের প্রথম রাত, শাবানের ১৪ তারিখ রাত, দুই ঈদের রাত। 💖💖মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস : ৭৯২৭💖💖
ওমর ইবনে আবদুল আজিজ (রহ.) আদি ইবনে আরতাতের উদ্দেশ্যে লেখেন, বছরের চারটি রাত তুমি অবশ্যই লক্ষ রাখবে। কেননা সেসব রাতে আল্লাহর রহমত বর্ষিত হয়—রজবের প্রথম রাত, শাবানের ১৪ তারিখ রাত, ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাত।💖আত-তালখিসুল হাবির, ইবনে হাজার : ২/১৯১💖
ইমাম শাফেয়ি (রহ.) বলেন, আমাদের কাছে খবর পৌঁছে যে পাঁচ রাতে দোয়া কবুল হয়। জুমার রাত, ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাত, রজবের প্রথম রাত ও শাবানের ১৪ তারিখ রাত। এ রাতগুলো সম্পর্কে যা বর্ণিত হয়েছে আমি সেগুলো মুস্তাহাব মনে করি, ফরজ মনে করি না। 💕আল-ইতিবার, পৃষ্ঠা : ১৪৩💕
সর্বশেষ কথা,
আমি আমার পোষ্টের মাধ্যমে মহামান্বিত রাত শবে বরাত সম্পর্কে হাদিস সমূহ তুলে ধরেছি । আপনারা যারা মহামান্বিত সম্পর্কে হাদিস সম্পর্কে জানতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন । আশা করছি আপনারা আমাদের আজকের এই পোস্টটির মাধ্যমে উপকৃত হতে পারবেন এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন । আমাদের ওয়েব সাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।