Skip to content
Home » রোজা ভঙ্গের কারণ সমূহ

রোজা ভঙ্গের কারণ সমূহ

রোজা ভঙ্গের কারণ সমূহ

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার পোস্টের মাধ্যমে রোজা ভঙ্গের কারণসমূহ সম্পর্কে জানিয়ে দেব । রমজান মাসে রোজা রাখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ । কারণ মহান আল্লাহতালা রোজাকে ফরজ করে দিয়েছে প্রত্যেক মুসলমান বান্দার জন্য । আর অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে এবাদত করলে ৭০ গুণ বেশি সওয়াব পাওয়া যায় । তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে রমজান মাসের রোজা ভঙ্গের কিছু কারণসমূহ আপনাদের জানিয়ে দেব । অনেকেই আছেন জানেন না কি কি কারণে রোজা ভঙ্গ হয় সেজন্য তারা অনলাইনে জানার জন্য তা সার্চ করে থাকে । আর প্রত্যেক মুসলমানের জন্য জানা দরকার রোজা ভঙ্গের কারণ সমূহ সম্পর্কে । রমজান মাসে কোন কাজগুলো করলে রোজা ভঙ্গ হবে সে কাজগুলো থেকে আমরা বিরত থাকবো ।

যেন মহান রাব্বুল আলামীন আমাদের সকলের রোজা কবুল করেন । অনেকের মনে অনেক ধরনের সন্দেহ চলে আসে তারা মনে করে তাদের বোঝা মনে হয় ভঙ্গ হয়ে গেছে সে কারণেই আমাদের জানা দরকার কোন কোন কারণে রোজা ভঙ্গ হয় । তাই এখন আমি আমার পোষ্টের মাধ্যমে রোজা ভঙ্গের কারণসমূহ আপনাদের জানিয়ে দেবো । যেন আপনারা খুব সহজেই জানতে পারেন রোজা ভঙ্গের কারণসমূহ সম্পর্কে । তাহলে আসুন জেনে নেয়া যাক রোজা ভঙ্গের কারণসমূহ ।

রোজা ভঙ্গের কারণ সমূহ pdf

আপনি কি রমজান মাসে রোজা ভঙ্গের কারণসমূহ সম্পর্কে জানতে চান । তাহলে আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম । কারণ এখন আমি আমার পোষ্টের মাধ্যমে রমজান মাসের রোজা ভাঙ্গে কারণসমূহ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব ।  আপনারা আমাদের পোস্টের মাধ্যমে খুব সহজেই রমজান মাসের রোজা ভঙ্গের কারণ সম্পর্কে জানতে পারবেন এবং এই কাজগুলো থেকে বিরত থাকতে পারবেন । আমরা রোজা ভঙ্গের সবগুলো কারণ সমূহ সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছি । আশা করছি আমাদের দেওয়া কারণগুলো পড়লেই আপনারা রোজা ভাঙ্গে কারণসমূহ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক রোজা ভঙ্গের কারণ সমূহ ।

  • ইচ্ছাকৃত পানাহার করলে।
  • স্ত্রী সহবাস করলে ।
  • কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে (অবশ্য রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙ্গবে না)।
  • ইচ্ছকৃত মুখভরে বমি করলে।
  • নস্য গ্রহণ করা, নাকে বা কানে ওষধ বা তৈল প্রবেশ করালে।
  • জবরদস্তি করে কেহ রোজা ভাঙ্গালে ।
  • ইনজেকশান বা স্যালাইরনর মাধ্যমে দেমাগে ওষধ পৌছালে।
  • কংকর পাথর বা ফলের বিচি গিলে ফেললে।
  • সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সুর্যাস্ত হয়নি।
  • দাঁত হতে ছোলা পরিমান খাদ্য-দ্রব্য গিলে ফেললে।
  • ধূমপান করা, ইচ্ছাকৃত লোবান বা আগরবাতি জ্বালায়ে ধোয়া গ্রহন করলে।
  • মুখ ভর্তি বমি গিলে ফেললে ।
  • রাত্রি আছে মনে করে সোবহে সাদিকের পর পানাহার করলে।
  • মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে সুবহে সাদিকের পর নিদ্রা হতে জাগরিত হওয়া এ অবস্থায় শুধু কাজা ওয়াজিব হবে।

রোজার ফজিলত সম্পর্কে হাদিস

রমজান মাসের ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে  । অনেকেই রমজান মাসের ফজিলত সম্পর্কে  জানতে চাই সেজন্য তারা জানার জন্য অনলাইনে সার্চ করে থাকেন  । তাই আজকে আমি আমার  পোস্টের মাধ্যমে রমজান মাসের ফজিলত সম্পর্কে কিছু হাদিস তুলে ধরব  । যেন আপনারা আমাদের পোস্টের মাধ্যমে খুব সহজেই রমজান মাসের ফজিলত সম্পর্কে হাদিস গুলো জানতে পারেন  । আর রমজান মাসে বেশি বেশি আমল করতে পারেন  । তাই আসুন জেনে নেয়া যাক রমজান মাস সম্পর্কিত কিছু হাদিস  ।

হজরত হুজায়ফা (রা.) বলেন, আমি মহানবী (সা.)-কে বলতে শুনেছি, মানুষের পরিবার, ধন-সম্পদ ও প্রতিবেশীর ব্যাপারে ঘটিত বিভিন্ন ফেতনা ও গুনাহর কাফফারা হলো নামাজ, রোজা ও সদকা। (বুখারি, হাদিস💖 ১৮৯৫)💖💖💖

হজরত সাহল ইবনে সাআদ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) এরশাদ করেন, জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে, যার নাম রাইয়ান। কিয়ামতের দিন ওই প্রবেশদ্বার দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে। তারা ছাড়া আর কেউই ও দরজা দিয়ে প্রবেশ করবে না। বলা হবে, কোথায় রোজাদারগণ? সুতরাং তারা ওই দরজা দিয়ে (জান্নাতে) প্রবেশ করবে। এর পর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে, তখন সেই দরজা বন্ধ করা হবে। ফলে তা দিয়ে আর কেউই প্রবেশ করতে পারবে না।’ (বুখারি, হাদিস💖১৮৯৬)💖💖💖

হজরত আবু সাইদ (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, যে বান্দা আল্লাহর পথে একদিন মাত্র রোজা রাখবে, সেই বান্দাকে আল্লাহ বিনিময়ে জাহান্নাম থেকে ৭০ বছরের পথ পরিমাণ দূরত্বে রাখবেন। (বুখারি, হাদিস💕 ২৮৪০)💖💖💖

হজরত উসমান বিন আবুল আস থেকে বর্ণিত, মহানবী (সা.) এরশাদ করেন, রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢালস্বরূপ– যেমন যুদ্ধের সময় নিজেকে রক্ষা করার জন্য তোমাদের ঢাল থাকে। (মুসনাদে আহমাদ, সহিহুল জামিউস সাগির, হাদিস❤ ৩৮৭৯)💖💖💖

সর্বশেষ কথা,

 আমি আমার  পোস্টের মাধ্যমে রমজান মাসের রোজা ভঙ্গের কারণসমূহ সম্পর্কে তুলে ধরেছি । সেই সাথে তুলে ধরেছি রমজান মাস এর ফজিলত সম্পর্কে কিছু হাদিস । আপনারা যারা এ সকল তথ্য পেতে চান আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টটির মাধ্যমে উপকৃত হতে পারবেন । আর রমজান মাস সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন । এ ধরনের আরো উপস্থিত আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন । আমাদের ওয়েব সাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *