হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি যে বিষয়ে পোস্ট করব সেটি হচ্ছে রাগ সম্পর্কে । রাগ নিয়ে ইসলামিক উক্তি এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো । রাগ একটি খারাপ গুণ । যে মানুষের রাগ বেশি সে রাগের বশবর্তী হয়ে অনেক খারাপ কাজও করতে পারে । তাইতো রাগকে আমাদের কন্ট্রোল করতে হবে । রাগি মানুষকে কেউ পছন্দ করেনা । কোথায় আছে রেগে গেলে তো হেরে গেলে । রাগ হচ্ছে শয়তানের ভূষণ । রাগ আসে শয়তানের পক্ষ থেকে তাই রাগ কখনোই ভালো হতে পারে না । আর রাগান্বিত হয়ে কোন কাজ করলে তার কোন সুফল পাওয়া যায় না । তোমাদের মধ্যে যদি কারো কখনো রাগ ওঠে তাহলে অজু করে নিবে তাহলেই দেখবে তোমার রাগ কমে যাবে ।
তাই আমাদের রাগ উঠলেই আমরা তা কন্ট্রোল করার চেষ্টা করব । আর রাগী মানুষরা নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগে থাকেন । অতিরিক্ত উত্তেজনা বা অতিরিক্ত রাগের কারণে তাদের স্টক হওয়ার সম্ভাবনা থাকে । বিশেষ করে যারা অল্পতেই রেগে যায় এ ধরনের সমস্যা তাদের খুবই হয়ে থাকে । রাগ হচ্ছে একটি মারাত্মক ব্যাধি তাই এরকম ব্যাধি থেকে আমরা সর্বদা ভালো থাকার চেষ্টা করব । মহান রাব্বুল আলামিন যেন আমাদের রাতে কন্ট্রোল করার তৌফিক দেন । আর সকলের সাথে ভালো ব্যবহার করতে পারি । তাইতো আমি আজকে আমার পোষ্টের মাধ্যমে রাগ নিয়ে ইসলামিক উক্তি তুলে ধরবো । আপনারা যারা রাগ নিয়ে ইসলামিক উক্তি পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন । তাহলে আসুন জেনে নেয়া যাক রাগ নিয়ে ইসলামিক উক্তি ।
রাগ নিয়ে স্ট্যাটাস
আপনি কি রাগ নিয়ে স্ট্যাটাস সম্পর্কে জানার জন্য এসেছেন । তাহলে আমাদের আজকের এই পোস্টটি আপনার জন্যই । আশা করছি আপনারা আমাদের আজকের এই পোস্টটি থেকে রাগ নিয়ে স্ট্যাটাস গুলো জানতে পারবেন । আর নিজের রাগকে পরিহার করার চেষ্টা করবেন । অপ্রয়োজনীয় ভাবে যখন তখন রেগে যাবেন না । তাই আপনারা যারা রাগকে কন্ট্রোল করতে চান আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টটি থেকে উপকৃত হতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক রাগ নিয়ে কিছু স্ট্যাটাস।
যে কোন কিছুতে রাগ করবে, সে কোন কারণ ছাড়াই রাগ করবে ।
সালুস্ট
রাগ উঠলে এর পরিণতি ভেবে দেখুন ।
কনফুসিয়াস
যদি একটি রাগের মুহুর্তে আপনি ধৈর্য ধরেন, তাহলে আপনি ১০০ দিনের দুঃখ থেকে মুক্তি পাবেন ।
চাইনিজ প্রবাদ
আপনি যদি সবসময় রাগান্বিত থাকেন বা অভিযোগ করেন তাহলে লোকেরা আপনার জন্য সময় পাবে না ।
স্টিফেন হকিং
আপনার মেজাজ ঠিক রাখুন। রাগে সিদ্ধান্ত নেওয়া কখনই ভালো না।
ফোর্ড ফ্রিক
রাগ হলে চার পর্যন্ত গুনুন ; খুব রেগে গেলে, গুনতেই থাকুন ।
মার্ক টোয়েন
ঘুমানোর আগে মানুষের তার সব রাগ ভুলে যাওয়া উচিত।
মহাত্মা গান্ধী
ক্রোধ এমন বাতাস যা মনের প্রদীপকে উড়িয়ে দেয়।
রবার্ট গ্রিন ইনজারসোল
তোমার ক্রোধের জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে না, তোমার ক্রোধের দ্বারা তুমি শাস্তি পাবে।
বুদ্ধ
মানুষের সবচেয়ে বড় দায়বদ্ধতা হলো ক্রোধ ।
নিকোস কাজান্টজাকিস
ক্রোধ একটি পঙ্গু আবেগ। আপনি তখন কিছুই করতে পারবেন না ।
টনি মরিসন
রাগ নিয়ে উক্তি ও বাণী
এখন আমি আমার পোষ্টের মাধ্যমে রাগ নিয়ে ইসলামিক উক্তি ও বাণী তুলে ধরব । ইসলামে ও রাগ সম্পর্কে অনেক নির্দেশনা দেওয়া রয়েছে । কারণ রাগ কখনো মানুষের জন্য কল্যাণকর হতে পারে না । যে ব্যক্তি কোন কারনে রাগ করে সে অকারনেই রাগ করে কারণ তার রাগ করা একটি পেশা । তবে যদি কারো কখনো রাগ ওঠে তাহলে সঙ্গে সঙ্গে বসে পড়বেন যদি আপনার রাগ কমে যায় তাহলে আপনার জন্য ভালো । রেগে গিয়ে কোন কিছু সমাধান হয় না । তাইতো রেগে গিয়ে কখনো সম্পর্ক নষ্ট করবেন না । তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে রাগ নিয়ে ইসলামিক উক্তি ও বাণী তুলে ধরব। আশা করছি আপনারা যারা রাগ নিয়ে ইসলামিক উক্তি ও বাণী পেতে চান তারা আমাদের আজকের এই পোস্টটি থেকে উপকৃত হতে পারবেন ।
সে প্রকৃত বীর নয়, যে কাউকে কুস্তীতে হারিয়ে দেয়। বরং সেই প্রকৃত বীর, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।
আল হাদিস
যখন তোমাদের কারো রাগ হয় তখন সে যদি দাঁড়ানো থাকে, তবে সে যেন বসে পড়ে । যদি তাতে রাগ চলে যায় ভালো। আর যদি না যায়, তবে শুয়ে পড়বে।
আল হাদিস
নিশ্চয় রাগ শয়তানের পক্ষ থেকে । আর শয়তান আগুনের তৈরি । নিশ্চয় পানির দ্বারা আগুন নির্বাপিত হয়। সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন অজু করে ।
আল হাদিস
যারা নিজেদের রাগকে সংবরণ করে, আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, (তারাই মহসিন বা সৎকর্মশীল) বস্তুতঃ আল্লাহ সৎকর্মশীলদের কেই ভালোবাসেন।
(আল কোরআন)
১ মিনিট রাগ করার কারনে আপনি ৬০ সেকেন্ড সুখের সময় মিস করলেন ।
এইচ আর এস
রেগে গিয়ে কোন সমস্যার সমাধান করা যায় না।
গ্রেস কেলি
আমি বিশ্বাস করি রাগ হলো নষ্ট হওয়া আবেগ এবং আমি আবেগ নষ্ট করতে পছন্দ করি না ।
জিম ওয়েব
যতবারই আপনি রাগান্বিত হন, আপনি নিজেই নিজের শরীরে বিষ প্রয়োগ করেন ।
আলফ্রেড এ মন্টপোর্ট
রাগ কোন সমস্যার সমাধান করে না -এটি বিষয়গুলিকে আরও খারাপ করে তোলে । আমি এই কথাটি শুনেছি , ‘রাগান্বিত অবস্থায় কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন না ।
লিওনেল সোসা
রাগ মানুষের ঈমানকে নষ্ট করে দেয় যেমনিভাবে তিক্ত ফল মধুকে নষ্ট করে দেয়।
আল হাদিস
রাগ মানুষের ঈমানকে নষ্ট করে,
হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে,
আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয় ।
বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)