হ্যালো বন্ধুরা আজকে টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমরা কোন বিষয়ে পোস্ট করব । আমাদের আজকের পোস্টটি বিষয়টি হচ্ছে ম্যাজিক চুলা ইন্ডাকশন চুলা সম্পর্কে । বর্তমান ম্যাজিক চুলা দিন দিন অনেক জনপ্রিয়তা অর্জন করেছে । এখন প্রায় প্রতিটি ঘরে ঘরেই দেখা যায় ম্যাজিক চুলা ইন্ডাকশন চুলা । এর প্রধান কারণ হচ্ছে গ্যাস ভালোভাবে সাপ্লাই না দেওয়া বা গ্যাসের সমস্যা হওয়ায় মানুষ ম্যাজিক চুলা ইন্ডাকশন চুলার দিকে বেশি ঝুঁকে পড়েছে । বিশেষ করে যে সকল এলাকায় গ্যাসের চুলা নেই সে সকল মানুষের জন্য ম্যাজিক চুলা ইন্ডাকশন চুলা খুব হেল্প ফুল । তবে দিনদিন গ্যাসের চুলার চেয়ে ম্যাজিক চুলার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে একটি প্রধান কারণ হচ্ছে ম্যাজিক চুলার বিদ্যুৎ খরচ খুব কম হয় । তবে ম্যাজিক চুলার রান্না করতে হলে আপনাকে সমান পাত্রের জিনিস লাগবে ।
আপনার পাত্রে তলানি যদি সমান হয় তাহলে তাপ বেশি পাবে এবং সহজে রান্না হবে । তাই আপনি যদি ম্যাজিক চুলা ব্যবহার করতে চান অবশ্যই আপনাকে এর জন্য আলাদা ভাল পাত্র কিনতে হবে । ম্যাজিক চুলায় রান্না বান্না করা অনেক সহজ তাই সহজেই আপনি আপনার আপনার কাজটি সেরে ফেলতে পারবেন । ম্যাজিক চুলা সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন ।
ম্যাজিক চুলার বিদ্যুৎ বিল কেমন আসে
অনেকেই আছেন যারা ম্যাজিক চুলার বিদ্যুৎ বিল সম্পর্কে ভুল ধারণা করে থাকেন । তারা মনে করেন যে হয়তো বা ম্যাজিক চুলা ইন্ডাকশন চুলায় রান্না করলে অনেক বিদ্যুৎ বিল আসে । কিন্তু এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা । অনেক কম খরচে আপনি ম্যাজিক চুলার রান্না করতে পারবেন । আসুন তাহলে দেখে নিন ম্যাজিক চুলায় প্রতি ঘন্টায় কত ইউনিট করে বিদ্যুৎ খরচ হয় । আর আপনার ভুল ধারণা থেকে বেরিয়ে এসে আপনিও ম্যাজিক চুলা ব্যবহার করুন ।
মেজিক চুলা ইন্ডাকশন চুলায় প্রতি ঘন্টায় 1 ইউনিট করে বিদ্যুৎ খরচ হয় তাই বলা যায় যে ম্যাজিক চুলা অনেক সাশ্রয়ী ।
ম্যাজিক চুলা কি
ম্যাজিক চুলা হচ্ছে এক ধরনের বিশেষ চুলা কারেন্ট এর মাধ্যমে পরিচালিত হয় । খুব কম খরচে আমরা ম্যাজিক চুলা ব্যবহার করতে পারি । তাইতো ম্যাজিক চুলা আমাদের জন্য অনেক সাশ্রয়ী । ম্যাজিক চুলাতে কোন যুক্তি পূর্ণতা থাকেনা । তাই নির্ভয়ে আপনারা ম্যাজিক চুলা ব্যবহার করতে পারবেন । ম্যাজিক চুলা একটি টেম্পার্ড গ্লাস থাকে যার কারণে কোন ভয় থাকেনা আগুন বাহিরে আসার সম্ভাবনা থাকে না । মেজিক চুলা খুব দ্রুত রান্না করা সম্ভব । দিন দিন আরও অনেক উন্নত মানের ম্যাজিক চুলা তৈরি হচ্ছে ।
যাদের বাড়িতে গ্যাসের চুলার নেই তাদের জন্য মেজিক চুলা হতে পারে একটি ভালো চয়েস । এটা আপনি যখন খুশি যেখানে নিয়ে যেতে পারবেন এবং রান্না করতে পারবেন । কিন্তু এটা ব্যবহার করতে অবশ্যই আপনাকে কারেন্টের সংযোগ দিতে হবে । ম্যাজিক চুলার মধ্যে কিছু আছে যেগুলো শুধু স্টিল সাপোর্ট করে আর কিছু চুল আছে যেখানে সব ধরনের পাত্রে রান্না করা যায় ।
ম্যাজিক চুলা বা ইন্ডাকশন চুলার দাম
আপনি কি ম্যাজিক চুলা বা ইন্ডাকশন চুলার দাম সম্পর্কে জানার জন্য এসেছেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন । কারণ এখন আমি আমার পোষ্টের মাধ্যমে ম্যাজিক চুলা বা ইন্ডাকশন চুলার দাম সম্পর্কে তুলে ধরব । আপনারা অনেকেই আছেন যারা ম্যাজিক চুলা ইন্ডাকশন চুলার দাম জানার জন্য অনলাইনে সার্চ করতেছেন । তাদের কথা চিন্তা করি আজকে আমরা আমাদের এই পোস্টটি সাজিয়েছি । যাতে করে খুব সহজেই আপনারা ম্যাজিক চুলা বা ইন্ডাকশন চুলার দাম জানতে পারেন । আর এসব চুলার দাম যদি আপনাদের হাতের নাগালে থাকে তাহলে যেন কিনতে পারেন । সুতরাং আর কথা না বাড়িয়ে জেনে নিন ম্যাজিক চুলা বা ইন্ডাকশন চুলার দাম ।
• সিঙ্গার এসআইসিএ-২৯ আরপি ইন্ডাকশন চলার – তিন হাজার ১০০ টাকা।
• সিঙ্গার এসআইসিবি-২ওয়াই আরপির দাম দুই হাজার ৪০০ টাকা
• সেবেক এসআইএন-০১ ইন্ডাকশন চুলার দাম তিন হাজার ২৮০ টাকা।
• সেবেক এসআইআর-০১-এর চার হাজার ২৫ টাকা।
• ওয়ালটন ডব্লিউআইএস-৩০-এর দাম তিন হাজার ১০০ টাকা
• ওয়ালটন ডব্লিউআইএস-৩৭-এর দাম তিন হাজার ৯৯০ টাকা।
• ওয়ালটন এটিসি-৬৩৩ ইন্ডেকশন চুলার দাম দুই হাজার ৫০০
• ওয়ালটন টিসি-০২-এর দাম দুই হাজার ৬০০ টাকা।
• ওয়ালটন টিসি-১৪এ মডেলের দাম তিন হাজার ১৫০ টাকা
• ওয়ালটন এটিসি-২০ই২-এর দাম তিন হাজার ৮০০ টাকা।
• কনকা কেসি-২০০এল ইন্ডাকশন চুলার দাম পড়বে তিন হাজার টাকা
শেষ কথা
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা মেজিক চুলার দাম এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন । আমরা আমাদের পোস্টের মাধ্যমে উপরে ম্যাজিক চুলার দাম এবং এর কাঠামো সম্পর্কে আলোচনা করেছি । ম্যাজিক চুলা থাকলে আপনি খুব সহজেই রান্নাবান্না করতে পারবেন সে বিষয়গুলো আমরা আমাদের পোস্টের মাধ্যমে তুলে ধরেছি । আশা করছি আপনারা আমাদের পুষ্টি থেকে উপকৃত হবেন ।