মানুষের যেমন মন রয়েছে তেমনি মন ভালো করার কিছু উপায় রয়েছে । মানুষের মন আর আকাশের রং একই জিনিস বদলাতে সময় লাগে না । আকাশ যেমন মুহূর্তের মধ্যে তার রঙ বদলে ফেলায় এই রোদেলা আকাশ এই মেঘলা আকাশ । তেমনি মানুষের মনও এই ভালো তো এই খারাপ । তাইতো কবিরা মানুষের মনকে আকাশের রঙের সাথে তুলনা করেছেন । আর মন খারাপ থাকলে মানুষের কোন কিছুই ভালো লাগেনা । কারো সাথে কথা বলার ইচ্ছা করে না । মেয়ে মানুষের মন তো আরো হালকা একটুতেই তারা মন খারাপ করে ফেলে ।
আর মেয়েদের মন ভালো করা খুবই কঠিন । তারা খুবেই অভিমানী স্বভাবের হয়ে থাকে । তাইতো মেয়েদের মন ভালো করতে হলে আপনাদের মেয়েদের মন ভাল করার ছন্দ, এসএমএস ইত্যাদি বিষয়ে ভালো ধারণা থাকতে হবে । তাহলে আপনি খুব সহজেই মেয়ে মানুষের মন ভালো করতে পারবেন । সুতরাং আপনি যদি মেয়ে মানুষের মন ভালো করতে চান তাহলে আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন ।
মেয়েদের মন ভালো করার মেসেজ
আপনি কি মেয়েদের মন ভালো করতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন । কারণ এখন আমি আমার পোষ্টের মাধ্যমে মেয়েদের মন ভাল করার উপায় সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব । অনেকেই সুন্দর সুন্দর এসএমএস লিখতে পারেন না এটা সত্যি যে সুন্দর সুন্দর এসএমএসের মাধ্যমেও মেয়েদের মন ভালো করা সম্ভব । এর জন্য আপনাদের সুন্দর সুন্দর এসএমএস গুলো সম্পর্কে জানতে হবে । এবং মেয়েদের মন জয় করে তাদের মন ভালো করতে হবে । তাহলে আসুন বন্ধুরা জেনে নিন কিভাবে মেয়েদের মন ভালো করবেন । যেসব কথার মাধ্যমে মেয়েদের মন ভালো করবেন সেসব কোথায এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো ।
- আমার নামটি তোমার মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো,,, প্রিয়তম হাতটি ধরো
- যখন পাইনা তোমার খবর,,, একটি বছর লাগে আমার কাছে একটি প্রহর
- যদি একবার বলো ভালোবাসি,,, পৃথিবীর সবকিছু ছেড়ে চলে আসবো তোমার কাছে,,,, পাগলী
- ভালোবাসার সবটুকু সৌরভ ছড়িয়ে দিলাম তোমার মনে,,, তুমি রাঙিয়ে নিও তোমার হৃদয়ে
- অবুঝ মনের ভালোবাসা গুলো ছড়িয়ে দিলাম বাতাসে,,, তুমি সাজিয়ে রাখিও তোমার মনের আকাশে
- দুঃখ কষ্টের পর আনন্দ আসবেই এটাই প্রকৃতির নিয়ম,,, তাই একটু হাসো প্লিজ
- মেয়েদের মন উপহার দিয়েও ভালো করা যায় তাই আপনি চাইলে আপনার প্রিয় মানুষটিকে উপহার দিয়ে তার মন ভালো করে দিতে পারেন
- পছন্দের কোন মুভি দেখালেও একজন মেয়ে মানুষের মন ভাল হতে পারে তাই যদি আপনি জেনে থাকেন তার পছন্দের মুভি কোনটি সেটি তাকে দেখিয়ে তার মন ভালো করে দিতে পারেন
- মেয়েরা ভ্রমণ করতে পছন্দ করে, তাই যদি কোনও মেয়ের মেজাজ খারাপ থাকে এবং আপনি তাকে ভাল বোধ করতে চান, তাকে বেড়াতে নিয়ে যান এবং আপনি দেখতে পাবেন তার আরও ভাল লাগছে।
মেয়েদের মন ভালো করার ছন্দ
আপনি কি ছন্দ বলে মেয়েদের মন ভালো করতে চাই তাহলে দেখে নিন আমাদের দেওয়া ছন্দ গুলি । আশা করছি এসব ছন্দ বলে আপনি মেয়েদের মন ভালো করতে পারবেন ।
- তুমি ফুল আমি কলি চলো আমরা জীবন গড়ি
- আমি দেখি তোমার চোখ দ্বারা কিন্তু সবকিছু বুঝি তোমার মন দাঁড়া
- তুমি আমার জীবনের সুন্দর সকালের কারন হবে,,, যদি আমি ঘুম থেকে উঠে দেখি তোমার সুন্দর মুখ খানা
- তোমার জন্য এজীবন করব দান,,, যদি তুমি বলো আই লাভ ইউ জান
- এক বিন্দু জল যদি আমার চোখ দিয়ে ঝরে ,,,, সেই জলের ফোঁটা শুধু তোমার কথাই বলে
- তুমি মোর জীবনের ভাবনা,,,, হৃদয়ে সুখের দোলা
- তোমার অবাক করা দৃষ্টি ,,,,,দেখলে আমার মন ভালো হয়ে যায়