হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার পোস্টের মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর করার জন্য কোন এলোপ্যাথিক ওষুধ ব্যবহার করবেন সে ওষুধের নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব । আমাদের মধ্যে অনেকেরই মুখ গন্ধ করে অনেকেই এই মুখের দুর্গন্ধ দূর করার জন্য নানা ধরনের পদ্ধতি অবলম্বন করে । তারপরও তাদের মুখের দুর্গন্ধ দূর হয় না । আবার অনেকেরই মুখ গন্ধ করে সে নিজে জানেনা কিন্তু অন্যরা তা বুঝতে পারে । যাদের মুখ গন্ধ করে তারা মানুষের কাছে গিয়ে কথা বলতে দ্বিধাবোধ করে । মুখে গন্ধ নিয়ে একটি এড ও করা হয় সেই অ্যাডটি খুবই জনপ্রিয়তা অর্জন করে সেই অ্যাডটি হচ্ছে যার মুখে গন্ধ তার মুখ বন্ধ আসলেই যাদের মুখ বন্ধ করে তারা সব জায়গায় কথা বলতে দ্বিধাবোধ করে মুখ বন্ধ রাখে বা কথা বললেও চোখে চোখ রেখে কথা বলতে তাদের অসুবিধা হয় ।
কারণ তাদের মুখ থেকে গন্ধ বের হয় তাই তারা মানুষের সাথে সামনাসামনি হয়ে কথা বলতে দ্বিধাবোধ করে । তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর করার জন্য এলোপ্যাথিক ওষুধের নাম তুলে ধরব । আপনারা যারা মুখে দুর্গন্ধ দূর করার জন্য এলোপ্যাথিক ওষুধের নাম জানতে চান আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টটি থেকে উপকৃত হতে পারবেন।
Table of Contents
মুখের দুর্গন্ধ দূর করার জন্য এলোপ্যাথিক ওষুধের নাম
মুখের দুর্গন্ধ দূর করার জন্য বাজারে বিভিন্ন ধরনের এলোপ্যাথিক ওষুধ পাওয়া যায় । সেই ওষুধের মধ্যে ভালো মানের ওষুধ টির নাম আমরা আমাদের পোস্টের মাধ্যমে তুলে ধরব । আর জানিয়ে দেবো কি কি ওষুধ মুখের দুর্গন্ধ দূর করার জন্য পাওয়া যায় সেসকল ওষুধের নাম সম্পর্কে । কোন কোন এলোপ্যাথিক ওষুধ দ্বারা মুখের দুর্গন্ধ দূর করা যায় সে সকল ওষুধের নাম জেনে নেয়া যাক ।যেমন লিস্টাকেয়ার, ওরোক্লিন, ওরোস্টার কুল মিন্ট ইত্যাদি অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ ।তার মধ্যে সবচেয়ে ভালো মাউথ ওয়াশ হল ওরোস্টার™ – Orostar™। এটি স্কয়ার কোম্পানির ।
ওরোস্টার™ – Orostar™ মাউথ ওয়াশের দাম
১২০ মিলি বোতলের দাম ৮০. ২৪ টাকা
ওরোস্টার™ – Orostar™এর কাজ
এখন আমি আমার পোস্টের মাধ্যমে ওরোস্টার™ এর কাজ কি সে সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব । অনেকেই আছেন ওরোস্টার™ কোন ধরনের কাজ করে সে সম্পর্কে জানার জন্য অনলাইনে সার্চ করে থাকেন । তাহলে আসুন জেনে নেয়া যাক ওরোস্টার™ এর কাজ কি সে সম্পর্কে ।
- দাঁতের মাঝখানের জীবানুকে ধ্বংস করে
- প্ল্যাক ও জিনজিভাইটিস প্রতিরোধ করে এবং কমায়
- মুখের দুর্গন্ধের বিরুদ্ধে কাজ করে
- টারটার নিয়ন্ত্রণ করে যা দাঁতকে বিবর্ন করে
- দাঁত পরিষ্কার ও উজ্জ্বল করে বছরের পর বছর ধরে কার্যকর এবং নিরাপদ বলে প্রমানিত
মাউথ ওয়াশ ব্যবহারের নিয়ম
পূর্ণশক্তির ২০ মি.লি. (৪ চা চামচ) ওরোস্টার এন্টিসেপটিক মাউথওয়াশ দিয়ে সকালে ও রাতে কুলকুচি করে ফেলে দেন।অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ দিয়ে অন্তত ৩০ সেকেন্ড সময় নিয়ে কুলকুচি করতে হবে। কুলকুচি করার সময় মাউথওয়াশ যেন পেটের ভেতর না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
সতর্কতা
১২ বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। শিশুদের নাগালের বাইরে রাখুন। যদি দুর্ঘটনাক্রমে মাত্রাতিরিক্ত পরিমান গলঃধকরণ করে ফেলে তবে ডাক্তারের পরামর্শ নিন অথবা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।
অন্যান্য তথ্য : সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করুন। ঠাণ্ডা আবহাওয়ার কারনে সলিউশন ঘোলা হতে পারে কিন্তু ইহার এন্টিসেপটিক গুনাগুনের কোন পরিবর্তন হয় না।
সরবরাহ
ওরোস্টার অরিজিনাল: ১২০ মি.লি. ও ২৫০ মি.লি.।ওরোস্টার কুল মিন্ট: ১২০ মি.লি. ও ২৫০ মি.লি.।
সর্বশেষ কথা,
আমি আমার পোস্টের মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর করার এলোপ্যাথিক ওষুধের নাম তুলে ধরেছি । আপনারা যারা মুখের দুর্গন্ধ দূর করার জন্য এলোপ্যাথিক ওষুধ ব্যবহার করতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন । আশা করছি তাহলে আপনারা আমাদের পোস্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন । এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে সাথেই থাকুন । আমাদের ওয়েব সাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।