Skip to content
Home » মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ sms

মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ sms

মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ sms

বর্তমানে আগের তুলনায় মানুষ বেশি প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত । আর একজনের ভালোবাসার ধরন একেক রকম । কিন্তু সবাই তাদের প্রেমিক-প্রেমিকাকে ভালোবাসার কিছু আলাদা টেকনিক খোঁজার চেষ্টা করে তাদের প্রেমিকাকে খুশি করার জন্য । অনেকেই আছেন যারা এসব বিষয়ে খুবই পারদর্শী তারা নিজে থেকেই কোনো-না-কোনো টেকনিক বের করে আবার অনেকেই আছে অনলাইনে কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করে । তাদের কথা চিন্তা করেই আজকে আমি আমার পোস্টটি  করেছি । আপনি যদি আপনার প্রেমিকাকে আরো বেশি পটাতে চান সেরকমই কিছু ছন্দ আমি আপনাদের সামনে নিয়ে আসবো ।

যেগুলো আপনি সোশ্যাল  মিডিয়ায় শেয়ার করে আপনাদের প্রেমিকাকে জানান দিতে পারেন অথবা তাদের ফোনে এসএমএসের মাধ্যমে তাদেরকে পাঠাতে পারেন । প্রেম হল এমন একটি রোমান্টিক অনুভূতি যা আপনি তাকে মুখে বলে বোঝাতে  পারবেন না তা শুধু আপনার অনুভূতি আপনাকেই জানান দিবে । যদি এই অনুভূতি প্রকাশ করা যেত তাহলে আগে মানুষ সেটাই প্রকাশ করার চেষ্টা করত । তবে এখনো অনেক মানুষ আছে যারা ভালোবেসে আত্মহত্যার মত কাজ করতেছে । এভাবে কখনো ভালোবাসা প্রকাশ করা যায় না বা প্রকাশ করাও ঠিক না । 

কারণ জীবন একটাই  জীবন চলে গেলে কখনো আর ফিরে আসবেনা । তাই ভালোবাসার মতো ভালোবাসলে কখনো মানুষ আত্মহত্যা করে না কারণ এটি একটি মহাপাপ । তাইতো আস্তে আমি আমার পোষ্টের মাধ্যমে অসম্ভব সুন্দর কিছু ছন্দ আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি এসকল ছন্দ আপনাদের প্রেম কি আরো গভীর করে তুলবে । তাহলে জেনে নিন আমাদের পোস্টের মাধ্যমে মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ এবং এসএমএস সম্পর্কে ।

মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ sms

  1. আমার স্বপ্ন জল ধারায়
    তুমি রিমঝিম সুরে ছড়া বৃষ্টি
    আমার হৃদয় ক্যানভাস জুড়ে
    তুমি আমারি অপূর্ব সৃষ্টি
  2. আমার শীতের মেঠো পথে
    তুমি আমারি ছিটানো নিষ্পাপ শিশির
    আমার গোধূলির আকাশে তুমি
    আমারি রাঙানো রক্তিম আবির
    আমার জোসনার সোনালী আলোয়
    তুমি আমার বাড়ি
    বাজানো বাশির সুর আমার
    দেশ নেত্রী ব্রথের তুমি
    ভালোবাসার ক্লান্ত অলস দুপুর

     

  3. মন খুঁজে সারাখন মনের মত মন
    মনের আশা পূর্ণ করতে তোমায় প্রয়োজন
    শূন্য মনে লুকিয়ে আছে অনেকগুলো আসা
    তার মধ্যে অন্যতম তোমার ভালোবাসা

     

  4. তাকেই ভালোবাসো যে তোমাকে কষ্ট দেয়
    তাকে কষ্ট দিওনা যে তোমায় ভালোবাসে
    হয়তো পৃথিবীর কাছে তুমি কিছুই না
    কিন্তু কারও কারও কাছে তুমিই তার পৃথিবী

     

  5. মাটির বন্ধু মেঘ মেঘের বন্ধু বৃষ্টি বৃষ্টির বন্ধু শ্রাবন যে বাঁচিয়ে রাখে সৃষ্টি
    সৃষ্টির মাঝে তুমি আর তোমার মাঝে আমি

     

  6. পৃথিবীটা তোমারি থাক পারলে
    নীল রং দিয়ে
    আকাশটা তোমারই থাক কিছু তারা দিও
    মেঘ টা তোমারি থাক একটু ভিজতে দিও
    হৃদয়টা তোমারি থাক পারলে একটু জায়গা দিও

     

  7. তুমি তার জন্য হাসো যে তোমার জন্য কাঁদে
    তুমি তার জন্য হারো যে তোমার জন্য যেতে
    আজীবন তুমি তাকেই ভালোবাসো যে তোমাকে
    তোমার থেকেও বেশি ভালোবাসে

     

  8. জীবনের প্রদীপকে ভালোবাসার তেল দিয়ে জ্বালিয়ে রাখো
    কারণ সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিমে অস্ত যায়
    কিন্তু ভালবাসার উদয় হৃদয়ে হয় মৃত্যুতেই সে অস্ত যায়

     

  9. ভালোবেসে কাছে টেনে জল দিয়ে
    আঁখি ভরে চলে গেছো দুঃখ নাই
    আজো তোমায় ভুলি নাই

     

  10. বৃষ্টি ভেজা আমার আকাশ
    মনটা তাই উদাস উদাস
    মেঘের সাথে মিষ্টি কথন
    দুই নয়নে অঝর শ্রাবণ
    আমি আছি যেমন তেমন
    তুমি আছো কেমন

     

  11. চোখের কোনে জমে আছে
    একটু খানি পানি মুছে দিতে আসবে না কেউ
    এই কথাও জানি
    অনেক আপন ছিলে তুমি
    হঠাৎ হলে পর আমার
    খবর নাইবা নিলে তোমার কি খবর

     

  12. আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
    জানুয়ারি মাসে তার হাঁটু জল থাকে
    পার হয়ে যায় গরু পার হয় গাধা
    তোর কথা মনে পড়ে ওরে হারামজাদা
    সূর্য গেছে মেঘের বাড়ি
    ডুবে গেছে বেলা
    একটু খবর নিলে না যে
    আমায় ভুলে গেলা
    আকাশের ওই নীরবতা কোন জুড়ি নাই
    মনে রেখ আমি তোমায় আজও ভুলি নাই

     

  13. বন্ধু বলে ডাকো যারে
    সে কি তোমায় ভুলতে পারে
    যেমন ছিলাম তোমার পাশে
    আজও আছি ভালোবেসে
    থাকবো আমি তেমনি করে
    বন্ধু হয়ে চিরতরে

     

  14. ফুলকে ভালোবাসো পাবে সুঘ্রান
    ইসলামকে ভালোবাসা পাবে সকল সমাধান
    রাসুল কে ভালোবাসো হবে
    আদর্শবান আল্লাহকে ভালোবাসো হবে মহান

     

  15. চাঁদের গভীরে আছে রাত
    রাতের গভীরে আছে ঘুম
    ঘুমের গভীরে আছে স্বপ্ন
    স্বপ্নের গভীরে আসো তুমি
    আর তোমার গভীরে আছে শুধু শয়তানি

     

  16. তুমি চাঁদ নেই চাঁদ কি রশ্মি
    হো তুমি ফুল নেই হার
    ফু্লো কি খুষবু হো তুমি ই
    নসান নেহি ইনসান কিরূ মে বান্দর হো
    তোমার অসুখ হোক তোমার ঘরে মশা আসুক
    তোমার মাথা খারাপ হোক
    তোমার স্বপ্ন ভূত আসুক
    সারারাত শীত লাগূক তা আমি চাই না
    কারণ তুমি আমার ফ্রেন্ড

     

  17. আমি মেঘের মতো চেয়ে থাকি
    চাঁদের মতো হাসি
    তারার মতো জ্বলে থাকি
    বৃষ্টির মতো কাঁদি
    দূর থেকে বন্ধু তোমার কথায় শুধু ভাবি

     

  18. নরম হাতের মিষ্টি লেখার বন্ধু আমি
    বড় একা চাঁদের গায়ে জোসনা মাখা
    মনটা আমার ভীষণ ফাঁকা
    মনটা পূরণ করো বন্ধু
    আমায় কিস্ করো
    তুক্কু মিস করো

     

  19. স্বপ্ন আমার অনেক ছিল
    বন্ধু তোমায় ঘিরে
    স্বপ্ন দিয়ে কেন তুমি আসলেনা
    আর ফিরে মন যে আমার অচিন পাখি
    নেই তার কোন খোঁজ
    বন্ধু তোমায় মনে পড়ে সকাল সন্ধ্যা রোজ
    আজকের এই দিনগুলো
    কাল স্মৃতি হয়ে যাবে
    মনের খাতায় কোন পাতায়
    লেখা হয়ে রবে কালকে
    এই পাতাগুলো একটু উল্টে দেখো
    আব সব স্মৃতির মাঝে আমায় খুঁজে পাবে

     

  20. হারিয়ে গেছে অনেক কিছু
    সকাল থেকে রাত
    হারিয়ে গেছে পাশাপাশি
    আঁকড়ে ধরা হাত
    হারিয়ে গেছে প্রথম প্রেমে টুকরো হওয়া মন
    চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন

     

  21. কিছু স্বপ্ন চিরকাল থেকে যায়
    কিছু উত্তর আজও মেলে না
    কিছু কথা আজও মনে পড়ে
    কিছু স্মৃতি চোখে জল আনে
    মরেও মরে না কিছু আশা
    এরি নাম ভালোবাসা

     

  22. কখনো যদি দেখা হয়ে যায় দুজনার
    পথ চলার পথে সেদিনও
    দেখবে তুমি আমি আছি বসে
    তোমারই পথ চেয়ে

     

  23. যত দূরে যাও না কেন আছি
    তোমার পাশে
    তাকিয়ে দেখো আকাশপানে
    ঘুম যদি না আসে
    কাছে আমায় পাবে তুমি
    হাত বাড়াবে যেই
    যদি না পাও জানবে
    সেদিন আমি যেন আর নেই

     

  24. রাতে চাঁদ দিনে আলো
    কেন তোমায় লাগে ভালো
    গোলাপ লাল কোকিল কালো
    সবার চেয়ে তুমি ভালো
    আকাশ নীল মেঘ সাদা
    গোয়াল ঘরে তুমি বাঁধা
    দিন যায় দিন আসে
    সময়ের স্রোতে ভাসে
    কেউ কাঁদে কেউ হাসে
    তাতে কী যায় আসে
    খুঁজে দেখো আশেপাশে
    কেউ তোমায় তার
    জীবনের চেয়ে বেশি ভালোবাসি
    তুমি আমার রঙ্গিন স্বপ্ন
    শিল্পী রঙের ছবি
    তুমি আমার চাঁদের আলো
    সকাল বেলার রবি
    তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল
    তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল
    আমার শোকে সরিয়ে দিও জবাফুলের লাল
    বন্ধু আমি তোমায় নিশি জাগো চিরকাল

     

  25. বন্ধুত্ব হল হাত এবং চোখের মধ্যে সম্পর্কের মতো
    যখন হাতে কোনো আঘাত লাগে
    তখন চোখে অশ্রু ঝরে
    আবার যখন চোখের অশ্রু ঝরে
    তখন হাতটা মুছে দেয়

     

  26. রাতের আকাশে তাকালে দেখি
    লক্ষ তারার মেলা
    এক চাঁদকে ঘিরে যেন তাদের যত খেলা
    বন্ধু অনেক পাওয়া যায় বাড়ালে হাত
    আমার কাছে তুই বন্ধু যেন ঐ আকাশের চাঁদ

     

  27. আবার যদি রুৌদ্র উঠে
    মেঘ কেটে যায়
    মনের আমি তোমার সঙ্গী হব
    বনফুলের বনের

     

  28. রোজ সকালে রোদ
    পোহাতে তোমার বাড়ি যায়
    ধরো বন্ধু আমার ঘরে
    শীতের কাঁথা নাই

     

  29. আমি এখন অন্ধকারে
    মেঘ লেগেছে চাঁদে
    তবুও আমার বাঁশরী
    মন তোমার জন্য কাঁদে

     

  30. আবার যদি বৃষ্টি নামে
    আমি তোমার প্রথম হবো
    লেপ্টে যাওয়া শাড়ির মত
    অঙ্গে তোর জড়িয়ে রবো

সর্বশেষ কথা,

          আমি আমার পোস্টের মাধ্যমে রোমান্টিক ছন্দ গুলো তুলে ধরেছি আশা করছি এসব পছন্দ আপনাদের সকলের পছন্দ হবে । আপনারা এগুলা আপনাদের প্রেমিকার সাথে শেয়ার করে তাদের মন জয় করতে পারবেন  এবং আপনাদের ভালোবাসা বাড়িয়ে নিতে পারবেন । আপনারা যারা অনলাইনে রোমান্টিক ছন্দ খুঁজছেন তারা এখনই আমাদের পোস্টের মধ্যে ঢুকে রোমান্টিক ছন্দ গুলো নিয়ে আপনাদের প্রেমিকের সাথে শেয়ার করুন । আশা করছি আমাদের পোস্টটি থেকে আপনারা উপকৃত হতে পারবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *