Skip to content
Home » মা দিবস শুভেচ্ছা বার্তা, কবিতা ও মেসেজ

মা দিবস শুভেচ্ছা বার্তা, কবিতা ও মেসেজ

মা দিবস শুভেচ্ছা বার্তা, কবিতা ও মেসেজ

পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মা । মায়ের মত আপন আর পৃথিবীতে কেউ হতে পারে না । মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত । তাই বেঁচে থাকতে মাকে কখনো অবহেলা করবো না । মা যদি আমাদের উপর নারাজ হয়ে একটু নিঃশ্বাস ফেলে সেই নিঃশ্বাস এর বিনিময়ে আমরা ধ্বংস হয়ে যেতে পারি । মায়ের সাথে কখনো বেয়াদবি করবোনা । মা ছাড়া পৃথিবীতে কেউ আপন হতে পারে না  । আমাদের সুখে দুঃখে হাসি কান্নায় বেদনায় প্রত্যেকটি মুহূর্তে আমাদেরকে ছেড়ে কখনো যাবে না আমাদের মা । আমাদের জীবনে যত বড়ই মহামায়া আসুক না কেন মা তাদের বুকে আমাদেরকে  আগলে রাখবে । মায়ের মত করে কেউ ভালোবাসবে না । যার মা নেই সে বুঝে মা হারানোর কত যন্ত্রনা । তাই মা বেঁচে থাকতে তাদের প্রতি যত্নশীল হবে ।

তাই যারা মাকে ভালোবাসে তারা মা কে  ভালোবাসা কথা জানানোর জন্য  মা দিবসের শুভেচ্ছা বার্তা এবং এসএমএস অনলাইনে খুঁজে বেড়ায় । মা কি শুধু মা দিবসে ভালবাসলেই হবে না প্রত্যেকটি দিনই আমাকে ভালবাসতে হবে । তাই যারা মাকে ভালবাসেন মার জন্য শুভেচ্ছা বার্তা এবং এসএমএস খুঁজতেছেন তাদের কথা চিন্তা করেই আমরা আজকে আমাদের এই পোস্টটি সাজিয়েছি । তাহলে আসুন জেনে নেয়া যাক মা দিবস সম্পর্কে শুভেচ্ছা বার্তা কবিতা এবং মেসেজগুলি  ।

মা দিবস নিয়ে শুভেচ্ছা বার্তা

আপনি কি মা দিবসের শুভেচ্ছা বার্তা খুঁজতেছেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন । কারণ এখন আমি আমার পোষ্টের মাধ্যমে মা দিবস নিয়ে শুভেচ্ছাবার্তা আপনাদের সামনে তুলে ধরব । আপনারা যারা আপনাদের মাকে ভালবেসে শুভেচ্ছা বার্তা পাঠাতে চান আশা করছি আমাদের পোস্টের মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন এবং সুন্দর সুন্দর শুভেচ্ছাবার্তা আপনাদের মাকে পাঠাতে পারবেন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক মা দিবস নিয়ে শুভেচ্ছা বার্তা গুলি ।

  1. তোমার আঁচল তলে ঘুমাতে চাই
  2. তুমি ছাড়া দুটি চোখে ঘুম আসে না মা
  3. মাকে ছাড়া একটি দিনও ভালো কাটে না, শুধু তোমার মুখখানি ভেসে ওঠে
  4. তুমি আমাকে একা করে কোথায় চলে গেলে মা, খুব মিস করি তোমায়
  5. তুমি জন্ম না দিলে এই পৃথিবীর মুখ দেখতে পারতাম না তুমি যে আমার জনম দুঃখী মা
  6. আমার মা মনে করেন আমিই সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি। দিয়াগো ম্যারাডোনা
  7. সন্তানেরা ধারালো চাকুর মত। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর,মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।
  8. মায়েরা অল্প সময়ের জন্যই সন্তানদের হাত ধরে থাকেন, তবে সারা জীবনের জন্য ধরে রাখেন তদের হৃদয়।
  9. কিন্তু তোমার সকল গল্পের পিছনে রয়েছে তোমার মায়ের গল্প কারণ সেখান থেকেই তুমি শুরু করেছো।
  10. মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগেনা। দোয়া গায়ে লাগে, অভিশাপ গায়ে লাগেনা। হাঁসের গায়ের পানির মত অভিশাপ ঝরে পড়ে যায়। #হুমায়ূন আহমেদ
  11. ছেলে বড় হইলে কি কঠিন হইয়া দাঁড়ায় তার সঙ্গে মেশা। সে বন্ধু নয়, খাতক নয়, উপরওয়ালা নয়, কি যে সম্পর্ক দাঁড়ায় বয়স্ক ছেলের সঙ্গে মানুষের, ভগবান জানেন।
  12. মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যতের বুনিয়াদ, মা-ই হচ্ছেন শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ #সংগৃহীত
  13. আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারিরীক শিক্ষার ফল। #জর্জ ওয়াশিংটন
  14. মা তোমাকে ছেড়ে বাইরে থাকতে আমার খুবই কষ্ট হয়, খুব দ্রুত চলে যাবো তোমার কাছে
  15. প্রবাস জীবন খুবই কষ্টের মা, খাওয়ার সময় ঘুমানোর সময় তোমার কথা মনে পড়ে যায়
  16. মায়ের মত আপন আর কেউ হতে পারল না, আই মিস ইউ মা
  17. আকাশে তারা গুলোকে পাঠিয়ে দিলাম তোমাকে যেন জানিয়ে দেয় তোমাকে যে অনেক ভালবাসি মা
  18. আল্লাহ তুমি আমার মাকে সর্বদা সুখে-শান্তিতে দেখুন
  19. আল্লাহ তুমি আমার মাকে জান্নাতুল ফেরদৌস দান করুন

মা দিবস নিয়ে মেসেজ

ফেলে আসা ছেলেবেলা,
মনে পড়ে আজ,
যত্ন নিতে তুমি আমার
ফেলে তোমার কাজ।
তুমি শুধু ভালোবাসো,
কষ্ট দাও না,
তোমাকে এখনও ভালবাসি
ও আমার মা!
শুভ মাতৃ দিবস

ভালোবাসো তাকে যার
কারনে পৃথিবী দেখেছো।
ভালোবাস তাকে যে
তোমাকে ১০ মাস ১০ দিন
গর্ভে রেখেছে।
ভালোবাস তাকে যার
পায়ের নিচে তোমার সর্গ আছে।
শুভ মাতৃ দিবস

অনেকের কাছে আমার
মা বোকা হতে পারে,
খারাপ হতে পারে,
কিন্তু আমার কাছে
আমার মাই শ্রেষ্ঠ।
শুভ মাতৃ দিবস

দুনিয়ার সব কিছুই বদলাতে পারে,
কিন্তু মায়ের ভালোবাসা
কখনো বদলাবার নয়!!
শুভ মাতৃ দিবস

যার কপালের ঐ সিঁদুর নিয়ে
ভোরের রবি ওঠে..
আলতা রাঙ্গা পায়ের ছোঁয়ায়
রক্ত কোমল ফোটে।
সেই যে আমার মা,
যার হয়না তুলনা।
শুভ মাতৃ দিবস

মা জননী চোখের মনি,
অসিম তোমার দান,
ভগবানের পরে তোমার আসন
আসমানের সমান..
ত্রিভুবনে তোমার মত হয়না
কারো মান।
শুভ মাতৃ দিবস

সুখ কি জানো?
মায়ের আদর।
দুঃখ কি জানো?
মায়ের চোখের জল।
আনন্দ কি জানো?
মায়ের মুখের হাসি।
শুভ মাতৃ দিবসের শুভেচ্ছা

পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো —– মা

পৃথিবীতে আসার পার অনেক উপহার পেয়েছি জীবনে কিন্তু জন্মের আগে ঈশ্বর যে আমাকে সবসেরা উপহারটা দিয়ে রেখেছেন সেটা হল আমার —-মা

মা দিবস নিয়ে কবিতা ও গজল

এখন আমরা আমাদের পোস্টের মাধ্যমে মা দিবস নিয়ে কবিতা এবং গজল আপনাদের মাঝে তুলে ধরব । অনেকেই আছেন যারা মা দিবস নিয়ে কবিতা এবং গজল অনলাইনে খুঁজে থাকেন তাদের কথা চিন্তা করেই আজকে আমরা আমাদের এই পোস্টটি করেছে । আমরা প্রত্যেকটি গজল সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে  প্রেরণ করবো । যেন আপনারা এই গজল গুলো থেকে অনুপ্রেরণা লাভ করতে পারেন । তাহলে আসুন জেনে নেয়া যাক মা দিবস সম্পর্কে গজল এবং কবিতাগুলো ।

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মত
গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মত।
মা যে আমার সবার সেরা অনন্তকাল অবিরত।।
হীরা নাকি শুনি সবচে’ দামী সারাক্ষন করে ঝলমল
তাহার চেয়ে অধিক দামী আমার মায়ের আঁচল।
মাকে ছেড়ে চাই না আমি হীরা মানিক কত শত।

আমার মায়ের কথা শুধু মনে পড়ে
মা যে আমার কেমন আছে দূরের মাটির ঘরে
কেমন আছে ছোট্ট আমার খুকু
কেমন আছে মিষ্টি রাঙ্গা বধু
কত ফুল যে এল গেল কাল বৈশাখী ঝরে
মা যে আমার কেমন আছে দূরের মাটির ঘরে

মাগো তুমি আমার আগে যেওনা গো মরে
আমি কেমন করে দেবো মাটি তোমার কবরে
মাগো তুমি আমার আগে যেওনা গো মরে

মায়ের একধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম
পাপোশ বানাইয়া দিলেও শোধ হবে না
এমন দরদী ভবে কেউ হবেনা আমার মা গো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *