Skip to content
Home » মায়াবী চোখ নিয়ে রোমান্টিক কবিতা | চোখ নিয়ে কবিতা

মায়াবী চোখ নিয়ে রোমান্টিক কবিতা | চোখ নিয়ে কবিতা

মায়াবী চোখ নিয়ে রোমান্টিক কবিতা

চোখ নিয়ে রোমান্টিক কবিতা । একজন মানুষের সৌন্দর্য ফুটে ওঠে তার চোখে । ছেলেদের তুলনায় মেয়েদের অনেক মায়াবী এবং সুন্দর হয় । তাইতো বেশির ভাগ ছেলে মেয়েদের চোখ দেখে প্রেমে পড়ে যায় । চোখ মানুষের পঞ্চ ইন্দ্রিয় মধ্যে একটি । তাইতো আমাদের চোখের যত্ন নিতে হবে । চোখ সম্পর্কে  গান, ছন্দ এবং কবিতা অনেক কিছুই রয়েছে । অনলাইনে অনেকেই আছেন যারা চোখ নিয়ে কবিতা খুঁজে বেড়ায় । অনেকেই তাদের প্রিয়জনদের চোখের প্রশংসা করার জন্য চোখ নিয়ে কবিতা তাদেরকে শেয়ার করার জন্য অনলাইনে খোঁজাখুঁজি করে থাকেন আবার অনেকেই চোখ নিয়ে কবিতা তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য গুগলে সার্চ করে থাকেন । তাই আমরা আজকে আমাদের পোস্টের মাধ্যমে চোখ নিয়ে কবিতা আপনাদের সামনে তুলে ধরব ।

কারণ চোখের প্রেমে যেই পড়ে গেছে সে অবশ্যই চোখ সম্পর্কে কবিতা খুঁজবেই । কারণ ভালোবাসার মানুষকে চোখ নিয়ে কবিতা বা চোখ নিয়ে রোমান্টিক কবিতা তাদেরকে বললে তারা আরও তাদের প্রতি বেশী ভালোবাসায় আকৃষ্ট হবে । তাই আপনারা যারা চোখ নিয়ে রোমান্টিক কবিতা সম্পর্কে জানতে চান তারা আমাদের সম্পূর্ণ  পোস্টটি ফলো করুন । তাহলে আসুন জেনে নেয়া যাক চোখ নিয়ে রোমান্টিক কবিতা ।

চোখ নিয়ে রোমান্টিক কবিতা

আপনি কি চোখ নিয়ে রোমান্টিক কবিতা সম্পর্কে জানতে চান । তাহলে আমাদের আজকের এই পোস্ট এ আপনাকে স্বাগতম । চোখ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কবিতা প্রকাশ করেছে । বর্তমানে তো চোখ নিয়ে অনেক রোমান্টিক কবিতা দেখা যায় । আবার অনেকেই চোখ নিয়ে সকল রোমান্টিক কবিতা অনলাইনে খুঁজে বেড়ায় । আশা করছি আপনারা যারা চোখ নিয়ে রোমান্টিক কবিতা গুলো খুঁজে বেড়ান তারা আমাদের আজকের এই পোস্টটি থেকে উপকৃত হতে পারবেন । কারণ আজকে আমি আমার পোস্টের মাধ্যমে চোখ নিয়ে রোমান্টিক কবিতা তুলে ধরব । তাহলে আসুন জেনে নেয়া যাক চোখ নিয়ে রোমান্টিক কবিতা ।

মায়াবী চোখ নিয়ে কবিতা

মায়াবী চোখ কে না ভালোবাসে । সবাই মায়াবী চোখের প্রেমে পড়তে চাই । তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে মায়াবী চোখ নিয়ে কবিতা আপনাদের সামনে তুলে ধরব । আপনারা যারা মায়াবী চোখ নিয়ে কবিতা সম্পর্কে জানতে চান তারা আমাদের সম্পূর্ন পোস্ট পড়ুন । আশা করছি তাহলে আমাদের পোস্টের মাধ্যমে আপনার মায়াবী চোখ নিয়ে কবিতা দেখতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক মায়াবী চোখ নিয়ে কবিতা ।

প্রবীর রায়

মায়াবী চোখ

তোমার ও চোখ বড় মায়াবী,
তোমার ও চোখে আমি হবো সরাবি,
দেখছো আমায় তুমি সদা চুপিসারে,
তোমার নামে প্রেমতরী আনিব চুরি করে।💖💖💕

প্রেমের ভাষা তুমি বলছো আঁখি বুজে,
লুকানো প্রেম ঐ মায়াবী চোখে,
মনি মাঝে আমারে রেখগো গেঁথে,
মাতাল আমি, তোমার ভালবাসা পেতে।💖💖💕

যখনই বুজি আমি আমারো নয়ন,
তোমার মিষ্টি মুখ,আমার প্রিয় ধন,
যখনি চাও তুমি নির্মল আকাশে,
উরি আমি আসমানে,তোমার পোষা পাখি হয়ে।💖💖💕

চোখ নিয়ে ছোট কবিতা

আপনি কি চোখ নিয়ে ছোট কবিতা দেখার জন্য এসেছেন । তাহলে আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম । কারণ আজকে আমি আমার পোস্টের মাধ্যমে চোখ নিয়ে ছোট কবিতা আপনাদের সামনে তুলে ধরব । আপনারা যারা চোখ নিয়ে ছোট কবিতা সম্পর্কে দেখার জন্য অনলাইনে সার্চ  করতেছেন আশা করছি তারা আমাদের এই পোস্টটি থেকে উপকৃত হতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক চোখ নিয়ে ছোট কবিতা ।

প্রিয়র অপেক্ষায়

অক্ষিতে অশ্রুর সঞ্চার ঘটে রোজ,
হিয়া বোঝে না প্রিয়- কোথা পাই খোঁজ?
নয়নে নয়নে বাধা সে প্রনয় বাধন-
আনন্দ বদলে আজ হয়েছে রোদন!💖💖💕

চোখের গভীরতা মিছে কভু হয়?
হে প্রিয় এসো ফিরে, লাগে বড় ভয়।
দিকবিদিকশুন্য আজ চঞ্চল সে চোখ,
আখি আজও নেশাতুর তোমাতেই ঝোঁক।💖💖💕

কেন ফেলে গেলে চলে, হলে চোখের আড়াল?
অনুভূতির ব্যবচ্ছেদ করে ধারালো করাল!
চক্ষু মুদিলে আজও ভাসে সব স্মৃতি,
যেখানেই রও প্রিয় নিও মোর প্রীতি।💖💖💕

বীর সাহসী প্রেমিক নিয়ে কবিতা

অনেক প্রেমিক আছেন যারা প্রেমের জন্য সবকিছু করতে পারে । তাই সে সকল প্রেমিক কে নিয়ে আমি আমার পোস্টের মাধ্যমে একটি কবিতা তুলে ধরব । আপনারা যারা দুঃসাহসী প্রেমিক নিয়ে কবিতা পেতেচান তারা আমাদের সম্পূর্ণ  পোস্ট টি ফলো করুন । তাহলে আসুন জেনে নেয়া যাক দুঃসাহসী প্রেমিক নিয়ে কবিতা ।

দুঃসাহসী প্রেমিক

শোনো হে শোনো কামিনী
ও মায়বী চোখের অধিকারীনি
জেনে নিও ডুবতে চাই আমি ঐ চোখে
দুঃসাহস কার মোরে রুখে?💖💖💕

কাজল কালো রেখো তোমার ঐ আখি,
ভুলেও দিও না মোরে ফাঁকি।
তুমি যে নীল নয়না
তোমাকে না পাবার আছে বড় যাতনা।💖💖💕

ও চোখের গভীরতায় দিবো আমি ডুব
হৃদয়ের প্রতিচ্ছবি দেখা হবে খুব।
নয়নে নয়ন রাখো রূপসী
প্রনয়ের ডোরে বাধবো তোমায়, করবো প্রেয়সী।💖💖💕

প্রেমাতুর নেত্র
নেত্র তাহার কাজল কালো, টানা টানা আখি
মায়াবীনি তনয়াটারে চোখের তারায় রাখি।
দৃষ্টিতে প্রেম ঝরে, হাসিতে স্নিগ্ধতা💖💖💕
যতই দেখি তারে, ঘিরে ধরে মুগ্ধতা।

চঞ্চলা হরিনী- চোক্ষেতে কামনা
তার হতে দূরে থাকা, সে তো বড় যাতনা!
পড়েছি প্রেমে আমি গভীর ঐ দৃষ্টিতে
এমন মোহময়ী আর নেই সৃষ্টিতে।💖💖💕

সঞ্চারিনী ভেবে করো নাকো ভুল
এ প্রেম পেতে ঠিক হবে ব্যাকুল
স্বর্গের অপ্সরাও মেনে যাবে হার
ও চোখের প্রেমেতে পড়বো বারংবার।💖💖💕

অভিমানী দৃষ্টি
দৃষ্টি দিয়ে দংশিবে হায়, মতি বোঝা দায়
চোক্ষে যেন অগ্নি ঝরে- কি করিবো হায়!
অভিমান-অনুযোগের মিশেল চোখের পাতায়
তল হারিয়ে ঠাই না পায় চোখের গভীরতায়।💖💖💕

মায়ার বদলে সেথায় দেখি ক্রোধের তরী
তবুও চোখে জল জমেছে, যেন ঝরবে অশ্রুবারী!
অব্যক্ত কথারা বুঝি ভাসে চোখের কোনে
নির্লিপ্ততা গেলেও দেখা মনটা সবই জানে।💖💖💕

ক্রোধান্বিত চোখের পানে তাকিয়ে থাকা দায়,
উদাসী চাহনীতে ঠিকই তোমায় জড়ায়
চোখের ভাষা ঐ হৃদয়ের আরশি,
হেথায় কোন কপটতা নেই, অক্ষি দুঃসাহসি।💖💖💕

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *