Skip to content
Home » “মানিকে মাগে হিতে” গানটি বলিউডের মুভিতে হিন্দিতে

“মানিকে মাগে হিতে” গানটি বলিউডের মুভিতে হিন্দিতে

  ইয়োহানিকে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই । এক  গান দিয়ে ভাইরাল শ্রীলঙ্কান এই র‍্যাপার এখন অনলাইন তারকা । শুধু শ্রীলঙ্কা নয় বাংলাদেশ ও ভারতের রাতারাতি জনপ্রিয়তা অর্জন করে ।” মানিকে মাগে হিথে ‘ সেই গানটি এবার হিন্দিতে হচ্ছে । ‘থাকবে থ্যাংকস গড’ ‘ছবিতে । আমি পরিচালক পরিচালক  ভুষণ কুমার ,অভিজিৎ ইন্দ্রকুমার , ও ছবির পুরো দলকে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই । আমি খুব শিগ্রই ভারতে আসবো এক বিবৃতিতে জানায় ইয়োহানি । কিছুদিন আগেই অবশ্য ঘুরে গেছেন ইয়োহানি । ইয়োহানি এই গানটি সবার মনে লেগেছে । ভাষাটা কিন্তু বোঝা যায় না কিন্তু গানের যে একটা সুর, সুরের টান সেই টানে সবার মন কেড়েছে । যেই দিকেই যাই শুনি ‘মানিকে মাগে হিথে’ মানুষ যেমন রাতা রাতি কোটিপতি হয় তেমনি হছে এই গানটি । ইয়োহানি বলেন যে, গান এত তারা তারি দেশে বিদেশে ভাইরাল হয়ে যাবে তিনি কল্পনাও করতে পারেন নি । গানটি যখন ভাইরাল হয় তখন তিনি খুশিতে আত্যহারা হয়েছিলেন খুশিতে কান্না করে ফেলেছিলেন । এ রকম হাওয়ারি কথা কেননা এক রাতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসা চাট্টেখানি কথা না । গানটি একেক জন একেক ভাষায় বলছে , কেউ হিন্দিতে আবার কেউ বাংলায় আবার কেউ ফানিতেও দাবিং করছে । সবার মুখে মুখে গানটি সঠিক ভাবে বলতে না পারলেও যে ,যেভাবে পাচ্ছে বলে যাচ্ছে ।

বিগ বস ১৫ রিয়েলিটি শো এর মঞ্চে সালমান খানের সঙ্গে গানটি গিয়েছিলেন তিনি  ।রণবীর সিং এর  ‘দ্য বিগ পিকচার’এ  তাকে দেখা গেছে । এই সফরেই ‘শিদ্দত’ ছবির  আবহসংগিত (নারী ভার্শন  ) গিয়ে বলিউডেও তখন তার অভিষেক হয়ে গেছে । হিন্দি গানটা গাওয়ার জন্য বেশ কসরতও করতে হয়েছিল । 

২০২০ সালে ‘মনিকে মাগে হিথে’ এতে প্রথম গিয়েছিলেন সতিশন রন্তায়েক, সঙ্গীত পরিচালনায় ছিলেন চামাথ সংগীত । তখন গানটি তেমন একটা জনপ্রিয়তা পায়নি ইয়োহানি এর কভার করার পরে এটি রাতারাতি দর্শকপ্রিয় হয়ে যায় । গানটি বেরোনোর পর পরই শ্রীলংকা ভারত ও বাংলাদেশের বেশ জনপ্রিয়তা পায় ।  কভার করা হয় বেশ কয়েকটি ভাষায় ।  সেই সূত্র ধরে বলিউডে জায়গা করে নেন এই গায়িকা ।গানটি হিন্দিতে রূপান্তর করতে আর তর সইছেনা নির্মাতা ইন্দ্র কুমারের। ইয়োহানির গান দারুন জনপ্রিয় । আমি খুবই কৃতজ্ঞ ভূষন কুমারের কাছে “থ্যংস গড” ছবিতে এই জনপ্রিয় রাখার জন্য । আমরা সবাই এই ভার্সনের জন্য তাকিয়ে আছি । খুব তারা তারি এর শুটিং শুরু হবে । শৈশব থেকে গান করেন ইয়োহানি ডী সিল্ভা । শৈশব থেকেই বিভিন্ন ভাষার সঙ্ঘে পরিচিত হন তিনি । মায়ের উৎসাহে গানের চর্চা করেন । কখনোই পেশাদার সংগিত শিল্পি হাওয়ার পরিকল্পনা  ছিল না । র‍্যাপার হিসেবে অবশ্য বেশ জনপ্রিয় । শ্রীলংকা “র‍্যাপ প্রিন্সেস’ হিসেবে পরিচিত । দেশের মধ্যে নিয়মিত স্টেজ শো করেন ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *