আজকে আমি আপনাদের এমন একটি সহজ প্রক্রিয়া দেখাবেন যে প্রক্রিয়ায়মাধ্যমিক আপনি খুব সহজে আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন ঘরে বসেই । শুধুমাত্র একটি অ্যাপস এর মাধ্যমে আপনার এনআইডি কার্ড বা আইডি কার্ড টি ডাউনলোড করে নিতে পারবেন । মাত্র ৫ মিনিটে আপনার নিজের ভোটার আইডি কার্ড আপনার ফোনে ডাউনলোড করে নিতে পারবেন । তাই চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক আজকের প্রক্রিয়াগুলো-
এনআইডি ওয়ালেট এপপ্স / NID WALLET
আপনি যদি আপনার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড টি ডাউনলোড করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট এপপ্সটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে । এই এনআইডি ওয়ালেটের কি কাজ পোস্টটি পড়লে পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন ।
এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড ডাউনলোডঃ
আপনি যদি আপনার নিজের ভোটার আইডি কার্ড বা অন্য ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে চান তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন –
১ । ( ধাপ) =প্রথমে আপনাকে আপনার ফোনে যেকোন একটির ব্রাউজার ওপেন করে নিতে হবে । ব্রাউজারের সার্চ বারে লিখতে হবে এনআইডিবিডি /NID BD । সার্চ করার পরে প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে সেই সাইটটিতে ক্লিক করবেন । আপনাদের সুবিধার্থে আমি এই সাইটটি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে সরাসরি চলে যেতে পারবেন-=এনআইডিবিডি সাইট / NID BD site Click/চাপুন
২। ( ধাপ) = এরপর লেখা দেখাবে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগইন করতে বলবে । আর যদি একাউন্ট না থাকে তাহলে লেখা দেখাতে অ্যাকাউন্ট নেই। তাহলে আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করে নিতে হবে । রেজিস্ট্রেশন ক্লিক করার সাথে সাথে আপনাকে একটু ফর্ম দেওয়া হবে সেই ফরমটি আপনাকে পূরণ করতে হবে । ফর্মটিতে কি কি থাকবে? প্রথমে আপনাকে জাতীয় পরিচয় পত্র নম্বর দিতে হবে , এরপর আপনার জন্ম তারিখ দিতে হবে’ দিন , মাস , বছর এখন নিচে একটি ক্যাপচা হবে সেই ক্যাপচাটি পূরণ করতে হবে । ক্যাপচাটিপুরণ হয়ে গেলে সাবমিট এ ক্লিক করতে হবে ।
অনুসরন করুনঃ
৩ । ( ধাপ) = সাবমিটেড ক্লিক করার সাথে সাথে আপনার আরেকটি ফর্ম দেওয়া হবে । সেই ফর্মটিরে কি কি থাকবে? প্রথমে আপনার বর্তমান ঠিকানা দিতে হবে , এর উপজেলা , জেলা , স্থায়ী ঠিকানা , সবকিছু হয়ে গেলে নিজে দেখতে পাবেন পরবর্তী । আপনাকে পরবর্তীতে ক্লিক করতে হবে ।
৪ । ( ধাপ) = পরবর্তীকালে ক্লিক করার পর আপনি ভোটার আইডি কার্ড তোলার সময় যেই নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটি আপনাকে দেখানো হবে । সম্পূর্ণ দেখাবেনা প্রথম তিন অক্ষর এবং শেষের তিন অক্ষর । আপনি শেষের তিন অক্ষর আপনার মোবাইল নাম্বারের সাথে মিলিয়ে নিবেন । যদি ঠিক থাকে তাহলে দুইটি অপশন থাকবে । প্রথমে বার্তা পাঠান , এরপর মোবাইল পরিবর্তন । মোবাইল পরিবর্তন মানে আপনার নাম্বারটি যদি সঠিক না হয় তাহলে আপনি মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে পারেন । আর যদি ঠিক থাকে তাহলে বার্তা পাঠান অপশনে ক্লিক করুন । ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি এসএমএস এর মাধ্যমে একটি কোড দেওয়া হবে । সেই কোডটি আপনাকে পরের অপশনে বসাতে হবে ।
৫। ( ধাপ) = কোডটি সাবমিট হওয়ার পর নিচে লাল বৃত্তের মাঝে লেখা থাকবে , TAP TO OPEN NID WALLET । এটা কিন্তু আমরা শুরুতেই ইনস্টল করে রাখছি । সেই লাল বৃত্তটি তে ক্লিক করলে সেখানে আপনাকে এনআইডি ওয়ালেটে যে অ্যাপসটি ইন্সটল করেছেন সেই অ্যাপসটি দেখাবে । সেই অ্যাপটি তে ক্লিক করে অলওয়েজ করে চাপুন । চাপ দেওয়ার পরেই একটু নিচে দেখবেন যে START FACE SCAN । এর মানে আপনার চেহারাটি কে স্কান করতে হবে । স্কান করা হয়ে গেলে সাথে সাথে এখন আর নতুন বা পুরাতন ছবি এনআইডি কার্ড টি রয়েছে সেটি বের হবে । একটু নিচে গিয়ে দেখবেন যে ডাউনলোড লেখা রয়েছে । ডাউনলোড লেখাতে ক্লিক করলে আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড ডাউনলোড হয়ে যাবে ।