Skip to content
Home » ভৈরব বাজার থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা

ভৈরব বাজার থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা

ভৈরব বাজার থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা

ভৈরব বাজার থেকে চট্টগ্রাম প্রত্যেকদিন অনেক মানুষ যাতায়াত করে থাকে । আর মানুষ যাতায়াতের জন্য বেশি ট্রেন পছন্দ করেন । যেহেতু ভৈরব বাজার থেকে চট্টগ্রাম ট্রেন চলাচল করে সেহেতু মানুষ তাদের সুবিধার্থে ট্রেন চলাচল করতে বেশি চায় । বাসের তুলনায় ট্রেনের  ভাড়া অনেক কম । বাস যেখানে সেখানে দাঁড়ালেও ট্রেন তাদের নিজস্ব প্ল্যাটফর্ম ছাড়া দার হয় না । এজন্য বেশিরভাগ মানুষ ট্রেনের চলাচল করতে বেশি পছন্দ করে । ট্রেনের ভ্রমণ হচ্ছে অনেক নিরাপদ এবং আরামদায়ক  । গ্রামের ভেতর দিয়ে গ্রামের দৃশ্য দেখতে দেখতে শহরে যাওয়া যায় । অ্যাকসিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে  । সবদিক থেকে মানুষ ট্রেনে যাতায়াত করতে অনেক বেশি পছন্দ করে থাকেন  ।

তাই আপনারা যারা ভৈরব বাজার থেকে চট্টগ্রাম যেতে চান তাদের জন্যই আজকে আমরা আমাদের এই পোস্টটি  করেছি  । ভৈরব বাজার থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে 243 কিলোমিটার  । আপনারা যারা ভৈরব বাজার থেকে চট্টগ্রাম যেতে চান তারা আমাদের সাথেই থাকুন আমরা আমাদের পোস্টের মাধ্যমে সকল তথ্য আপনাদের দিয়ে দিব  ।

ভৈরব বাজার থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী

আপনি কি ভৈরব বাজার থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন  । কারণ এখন আমি আমার পোষ্টের মাধ্যমে ভৈরব বাজার থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবে  । যা থেকে আপনারা খুব সহজেই ভৈরব  থেকে চট্টগ্রাম ট্রেনের বিস্তারিত জানতে পারবেন । ভৈরব বাজার থেকে চট্টগ্রাম যেতে মোট চারটি ট্রেন চলাচল করে। ভৈরব থেকে চট্টগ্রাম যাতায়াত করতে যে ট্রেনগুলো চলাচল করে সেগুলো হলো: মহানগর প্রভাতী,  মহানগর এক্সপ্রেস, তূর্ণা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস। এই ট্রেন গুলোর মধ্যে মহানগর প্রভাতী ও তুর্ণ এক্সপ্রেস ছুটি নেয় না । আর মহানগর এক্সপ্রেস ট্রেনটি শনিবার বন্ধ থাকে এবং বিজয় এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার বন্ধ থাকে ।

ট্রেনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
মহানগর প্রভাতী (৭০৪) নাই ০৯ঃ১৮ ১৪ঃ০০
মহানগর এক্সপ্রেস (৭২২) শনিবার ২৩ঃ০৫ ০৪ঃ৫০
তূর্ণা এক্সপ্রেস (৭৪২) নাই ০১ঃ১৫ ০৬ঃ২০
বিজয় এক্সপ্রেস (৭৮৬) মঙ্গলবার ০০ঃ০৫ ০৫ঃ৩০

ভৈরব বাজার থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস)

ভৈরব বাজার থেকে চট্টগ্রাম যাওয়ার সময় যে সকল মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করে আমরা এখন সেগুলো  তালিকা সহ আপনাদের জানিয়ে দেবো । এবং কোন কোন রুটে ভৈরব বাজার থেকে চট্টগ্রাম ট্রেনগুলো যায় সেসব  রুটের  নাম আমরা আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো । ভৈরব বাজার থেকে চট্টগ্রাম রুটে মেল এক্সপ্রেস ট্রেন চলাচল করে সেগুলো হলো :চট্টগ্রাম মেইল, কর্ণফুলী এক্সপ্রেস, ময়মনসিংহ এক্সপ্রেস, চাতলা এক্সপ্রেস । তাহলে আসুন জেনে নেয়া যাক ভৈরব বাজার থেকে চট্টগ্রাম যাওয়ার সময় মেল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে ।

ট্রেনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
চট্টগ্রাম মেইল(০২) নাই ০০ঃ৫৭ ০৭ঃ২৫
কর্ণফুলী এক্সপ্রেস(০৪) নাই ১১ঃ২৯ ১৮ঃ০০
ময়মনসিংহ এক্সপ্রেস(৩৮) নাই ১২ঃ২২ ২১ঃ০০
চাটলা এক্সপ্রেস(৬৮) মঙ্গলবার ১৪ঃ৫৪ ২০ঃ৫০

ভৈরব থেকে চট্টগ্রাম ট্রেন ভাড়া

আপনারা যারা ভৈরব বাজার থেকে চট্টগ্রাম যাওয়ার সময় ট্রেনের ভাড়া সম্পর্কে জানেন না তাদের কথা চিন্তা করেই এখন আমরা আমাদের পোস্টের মাধ্যমে ভৈরব থেকে চট্টগ্রাম যাওয়ার ট্রেনের ভাড়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরব  । যাতে করে আপনারা আমাদের এই পোস্টটি থেকে উপকৃত হতে পারেন আর ট্রেনের ভাড়া নিয়ে কোনো প্রকার ভোগান্তির শিকার হতে না হয়  । তাহলে আসুন জেনে নেয়া যাক ভৈরব বাজার থেকে চট্টগ্রাম যাওয়ার ট্রেনের ভাড়ার তালিকা সম্পর্কে  ।

আসন বিভাগ টিকিটের মূল্য
শোভন ২২৫ টাকা
শোভন চেয়ার ২৭০ টাকা
প্রথম আসন ৩৬০ টাকা
প্রথম বার্থ ৫৩৫ টাকা
স্নিগ্ধা ৫১৮ টাকা
এসি ৬১৬ টাকা
এসি বার্থ ৯৬২ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *