হ্যালো বন্ধুরা আজকে আমি যে বিষয় নিয়ে পোস্ট করব সেটি হল ভালো মানুষকে নিয়ে স্ট্যাটাস, উক্তি, ছন্দ কিছু কথা নিয়ে ।পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে ।আর খারাপ মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।আমাদের পৃথিবী যতদিন থাকবে ততদিন ভালো মানুষও থাকবে খারাপ মানুষও থাকবে ।ভালো খারাপ মিলেই আমাদের এই পৃথিবী ।তবে ভালো মানুষকে সবাই ভালবাসে ।খারাপ মানুষেরাও ভালো মানুষের গুনো গান গায় ।আর খারাপ মানুষকে কেউ পছন্দ করেনা ।তাই আমরা যেন ভালোভাবে ভালো মানুষ হয়ে চলতে পারি ।অনেকেই আছেন যারা ফেসবুকে স্ট্যাটাস হিসেবে ভালো মানুষ সম্পর্কে লেখা-লেখি করতে চায় কিন্তু তারা কী লিখবে সে বিষয়ে খুঁজে পায়না ।
তাই তারা ভালো মানুষ সম্পর্কে স্ট্যাটাস অনলাইনে খোজাখুজি করেন ।যারা ভাল মানুষ সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করেন তাদের জন্যই আজকে আমাদের এই পোস্ট ।আমাদের এই পোস্টের মাধ্যমে আপনারা ভালো মানুষ সম্পর্কে স্ট্যাটাস পেয়ে যাবেন ।সুতরাং আপনি যদি ভাল মানুষ সম্পর্কে স্ট্যাটাস খুঁজে থাকেন তাহলে আমার এই পোস্টটি থেকে আপনারা উপকৃত হবেন । আরেকটি ভালো মানুষকে নিয়ে স্ট্যাটাস বা উক্তি একজন খারাপ মানুষের অনুপ্রেরণা কারণ হতে পারে ।তাই আমরা বেশি বেশি ভালো মানুষ সম্পর্কে স্ট্যাটাস লেখা চেষ্টা করব ।
প্রিয় মানুষের জন্য কিছু কথা
পৃথিবীতে কে কার প্রিয় সেটা বলা কঠিন ।তবে প্রিয় মানুষকে নিয়ে সবাই ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে লেখালেখি করার চেষ্টা করে ।তারা বুঝাতে চায় যে সে মানুষটা তার কাছে কতটা প্রিয় ।কিন্তু অনেকেই আছে যারা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারেনা তাদের জন্যই আজকে আমাদের এই পোস্ট ।আপনারা যেন আপনাদের প্রিয় মানুষটিকে সুন্দর সুন্দর স্ট্যাটাস উপহার দিতে পারেন সেজন্যই আজকে আমি আমার এই পোস্টটি করেছে ।আশা করছি আমার এই পোস্ট থেকে আপনারা উপকৃত হবেন ।এবং আপনার প্রিয় মানুষটিকে সুন্দর সুন্দর স্ট্যাটাস উপহার দিতে পারবেন ।
বসন্ত গুলো চলে যায়
উত্তপ্ত বালুকায়
বাতাস ঝরা পাতার
শব্দ শোনায় নিরালা
চলে যায় স্বপ্ব গুলো
আশা এবং প্রত্যাশা
পূরণ-অপূরণ, চিহৃ বিচিহৃ
যতো বলা নাবলা ভাবনা,
চলে যায় ভেসে যায়
সমস্ত ব্যাথা-বেদনা।
কিছু, কিছু রাগ থাকে অভিমান ভরা
শক্ত হয় যেন স্বাভাবিক বৃষ্টি -খরা।
কিছু, কিছু দূরত্ব বাড়তে থাকে অবিরাম
কিছু, কিছু ঘনিষ্ঠতা সমুদ্রে হারায়
কিছুু হাত পড়ে থাকে অভিশাপ দেবার।
কতো গুলো কথা জমে যায় বরফের মতো
কতো গুলো শব্দ ছড়িয়ে যায় আকাশে
দিন যায় এমনি করে রাত গুলো
আমিও চলে যাই তোমার মতো করে।
তোমাকে চাইলেও কি
বা নাচাইলেও কি শূন্যই
হয় ফলা ফল,
আমার এই আমিকে
তোমার ভাবনাতেই রাখে
ব্যস্ত ও চঞ্চল ।
আমার সারাটা দিনই
বিফলে যায় তোমার
পিছে, পিছে ঘুরে,
আমি যতটানা আসি
কাছে তুমিযে ততটাই
থেকে যাও দূরে ।
ভালো মানুষকে নিয়ে স্ট্যাটাস
পৃথিবীতে ভালো মানুষ চেনা খুবই দুষ্কর ।ভালো মানুষ পাওয়া বড়ই কঠিন ।তারপরেও পৃথিবীতে ভালো মানুষ অনেক আছে ।আজকের এই পোস্টটি ভালো মানুষকে নিয়ে ।পৃথিবীতে অনেক মানুষ রয়েছে নিজের কথা চিন্তা না করে সমাজ এবং সমাজের মানুষের প্রতিদিন না ।মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে ।মানব সেবায় নিয়োজিত থাকে । এই ধরনের মানুষের প্রতি আমাদের আজীবন কৃতজ্ঞ থাকতে হবে ।কারণ এরা আছে বলেই এই পৃথিবী আছে ।ভালো মানুষ ছাড়া পৃথিবী ঠিক তো না ।তাইতো ভাল মানুষ সম্পর্কে স্ট্যাটাস নিয়েই আজকের এই পোস্টটি ।
১. আঘাত করা মানুষের কাছে শ্বাস – প্রশ্বাসের মতো ব্যাপার।
……..জে.কে. রাউলিং
তোমাদের মধ্যে ভালো মানুষ তারা, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয় ।
……..সুনানে ইবনে মাজাহ ১১৫২
২. মানুষের জীবন একটি সরল অংকের মতো, যতই দিন যাচ্ছে আমরা সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি ।
……..হুমায়ুন আহমেদ
৩. একজন মানুষকে তার উত্তর দিয়ে নয়, তার প্রশ্নের দ্বারা বিচার করুন।
……..ভলতেয়ার
৪. একজন মহান মানুষ নিজের উপর কঠিন ; একটি নীচ মানুষ অন্যদের উপর কঠিন।
…….. কনফুসিয়াস
৫.আল্লাহ তাদের প্রতি দয়া করবেন না যারা মানুষজাতির প্রতি দয়াবান নয়।
……..সহীহ বুখারী
৬. প্রায় সব মানুষই প্রতিকূলতা সহ্য করতে পারে, কিন্তু যদি আপনি একজন মানুষের চরিত্র পরীক্ষা করতে চান, তাহলে তাকে ক্ষমতা দিয়ে দেখুন।
……..আব্রাহাম লিঙ্কন
৭. এমন মানুষদের মধ্যে থাকুন যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দিবে।
……..ড. বিলাল ফিলিপ্স
৮. যদি আমি একটি গাছ হতাম, আমার কোন মানুষকে ভালবাসতে কোন কারণ প্রয়োজন হতো না।
……..ম্যাগি স্টিফভটার
৯. আমি বিশ্বাস করি যে প্রতিটি মানুষের মন অন্যের ভাল করতে পেরে আনন্দ অনুভব করে।
……..থমাস জেফারসন
১০. যত্ন এমন একটি অবস্থা যেখানে সবকিছুই গুরুত্বপূর্ণ; এটি মানুষের কোমলতার উৎস।
……..রোলো মে