Skip to content
Home » ভাগ্য নিয়ে উক্তি ও বাণী

ভাগ্য নিয়ে উক্তি ও বাণী

  • by
ভাগ্য নিয়ে উক্তি ও বাণী

ভাগ্য  কপাল কে বলা হয় । কেউ বলে কপালে থাকলে ঘি ঠকঠকালে হবে কি । যার ভাগ্য ভাল থাকে তার অল্পতেই অনেক কিছু হয় আর যার ভাগ্য খারাপ থাকে সে সারা জীবন তপস্যা করলেও কিছু পায় না । ভাগ্য  সে তো মহান আল্লাহতালা নির্ধারণ করে থাকেন । কিন্তু তিনি বলেছেন পরিশ্রমের দ্বারা তা পরিবর্তন করা সম্ভব । আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারে । অলস ভাবে ঘরে বসে থাকলেই চলবে না যদি আমরা ঘরে বসে থেকে বনে আমাদের ভাগ্য খারাপ কপাল কে দোষ দেই তাহলে সেটা বোকামি মাত্র । কারণ পরিশ্রম দ্বারা অনেকেই জীবনে সফলতা অর্জন করেছে বারবার এক জিনিসে ফেল হওয়ার পরেও পরিশ্রম দ্বারা তারা সফল হয়েছে ।

রবার্ট ব্রুস সাত বারের মাথায় প্রেসিডেন্ট হন । একটি মাক্রোসা বারবার জাল বুনতে গিয়ে পড়ে গিয়ে সেজাল  বুনতে পারে  তাহলে একজন মানুষ হয়েও কেন আমরা জীবনে সফলতা অর্জন করতে পারব না । আসলে জীবনে পরিশ্রম করলে ছোট থেকে অনেক বড় হওয়া সম্ভব আর পরিশ্রম না করলে বড় থেকে ছোট হয়ে যাব । এ কারণেই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে । কোথায় আছে পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি ।

তাই আজকে আমি আমার পোস্টের মাধ্যমে ভাগ্য নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো । আপনারা যারা ভাগ্য নিয়ে উক্তি ও বাণী খুঁজছেন তারা আমাদের পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন । তাহলে আসুন জেনে নেওয়া যাক ভাগ্য নিয়ে উক্তি এবং বাণী গুলি ।

ভাগ্য নিয়ে উক্তি

  1. ভাগ্যের লিখন না যায় খন্ডন
  2. অলস ভাবে বসে থেকে ভাগ্য কে কখনো দোষ দেওয়া যাবে না, পরিশ্রম করতে হবে
  3. পরিশ্রম সফলতার চাবিকাঠি, তাই পরিশ্রমের বিকল্প আর কিছুই নেই
  4. পরিশ্রম দ্বারা ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব
  5. আপনার ভাগ্য পরিবর্তনের জন্য পৃথিবীতে আসেনি, আমরা ভাগ্য পূরণ করার জন্য পৃথিবীতে এসেছি
  6. জন্মের 50 বছর আগেই মহান আল্লাহতালা মানুষের ভাগ্য নির্ধারণ করেছেন
  7. জীবনে খারাপ সময় আসবে তাই বলে ভাগ্যকে দোষারোপ করা যাবে না
  8. আপনি সঠিক সিদ্ধান্ত নিন দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে
  9. ভাগ্য পরিবর্তনের জন্য পরিশ্রম ই যথেষ্ট
  10. দোয়া দ্বারা ভাগ্য পরিবর্তন করা সম্ভব
  11. মানুষের কাছ থেকে দোয়া পাওয়া একপ্রকার ভাগ্য
  12. যদি কখনো ভাগ্যের সাথে পরাজিত হন, তাহলে তার সাথে লড়াই করুন
  13. সৎ পথে থাকুন দেখবেন ভাগ্য পরিবর্তন হয়ে গেছে
  14. নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না । আপনার একান্ত একটি গন্তব্য এবং লক্ষ্য রয়েছে যা কেবলমাত্র আপনিই অর্জন করতে পারেন ।
    ———————–মেরিয়ান পার্ল
  15. ভালবাসা আমাদের আসল নিয়তি । আমরা একা জীবনের কোন অর্থ খুঁজে পাই না – আমরা এটি অন্যের সাথে খুঁজে পাই
    ————————— টমাস মার্টন
  16. আমরা কতবার হোঁচট খেয়েছি সেটা নয়, আমরা কতবার উঠে দাড়িয়েছি, কত ধুলা বালি লাগিয়েছি তারপর কত বার এগিয়ে চলেছি তার উপর আমাদের ভাগ্য নির্ধারিত হয় ।
    ————————ডিয়েটার এফ উচ্টডর্ফ
  17. তুমি নিজেই তোমার ভাগ্যের আবিষ্কারক ।
    ————————- স্বামী বিবেকানন্দ
  18. আপনার চিন্তাগুলো আপনার ভাগ্যের স্থপতি ।
    ————————ডেভিড ও ম্যাককে
  19. একজন ব্যক্তি প্রায়শই তার চলার পথে ভাগ্যের দেখা পায়, কিন্তু সে তা এড়িয়ে যায় ।
    ————————–জিন ডি লা ফন্টেইন
  20. এটি আপনার পছন্দ, সুযোগ নয় – যা আপনার ভাগ্য নির্ধারণ করে

সর্বশেষ কথা,

 আমরা কখনোই ভাগ্যকে দোষ দিবোনা, আর অলস ভাবে বসে থাকব না পরিশ্রম করব । দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে । মানুষের সুখে সুখি থাকবেন তাহলেই প্রকৃত সুখ অনুভব করতে পারবেন আর আল্লাহতালা আপনাদের ভাগ্য খুলে দেবে । তাই আজ থেকে সবাই পরিশ্রম করার চেষ্টা করব তাহলেই আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে । আমাদের ওয়েবসাইট পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *