আজকে আমি আমার পোস্টের মাধ্যমে বাংলার একজন মহীয়সী নারীকে নিয়ে তুলে ধরবো । বাংলার এই মহীয়সী নারীর নাম হচ্ছে বেগম রোকেয়া । যার জন্ম বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুরে । তিনি না হলে হয়তোবা বাঙালি নারীদের এখনো ঘরে বন্দী হয়ে থাকতে হতো । নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ছিলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক । তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী । তিনি প্রথম বাঙালি নারীদের ঘর থেকে বাহিরে এনেছেন তাদেরকে শিক্ষা দিয়েছেন প্রত্যেক নারীর চাকরির জন্য লড়াই করেছেন এবং তিনি সফল হয়েছে । তার কারণেই বাঙালি নারীরা অন্ধকার থেকে বাহিরে বের হতে পেরেছে ।
তার কারণেই এখন বাঙালি নারীরা মাথা উঁচু করে বাঁচতে পারে বর্তমানে পুরুষের পাশাপাশি নারীরাও প্রতিষ্ঠিত হয় । তিনি না থাকলে হয়তো বা বাঙালি নারীরা এখনো অন্ধকারে থাকতো । তাইতো বাংলায় তাকে এখনো স্মরণ করা হয় সেজন্যই বেগম রোকেয়ার নামে প্রত্যেক বছর বেগম রোকেয়া দিবস পালন করা হয় । তাই আজকে আমি আমার পোস্টের মাধ্যমে বেগম রোকেয়া দিবস কবে এবং বেগম রোকেয়া দিবস সম্পর্কে বিখ্যাত সম্পত্তি আপনাদের সামনে তুলে ধরব । আশা করছি আপনারা আমাদের এই পোস্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন ।
Table of Contents
বেগম রোকেয়া দিবস কবে
অনেকেই আছেন জানেন না যে বেগম রোকেয়া দিবস কবে । যেকোনো পরীক্ষায় সাধারণ জ্ঞান প্রশ্ন হিসেবে এসে থাকে বেগম রোকেয়া দিবস কবে । সে কারণে অবশ্যই আমাদের জানা উচিত বেগম রোকেয়া দিবস কবে সেই সম্পর্কে । বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন ১৯৮০ সালের ৯ই ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর জেলার পায়রা বন্দর গ্রামে । তার পিতার নাম জহীরুদ্দীন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের । রোকেয়ার দুই বোন করিমুন্নেসা ও হুমায়রা, আর তিন ভাই তাদের একজন শৈশবে মারা যায়। তিনি 1952 সালের 9 ডিসেম্বর মাত্র ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন । তিনি যে তারিখে জন্মগ্রহণ করেন ঠিক সে তারিখেই মৃত্যুবরণ করেন । সে কারণেই প্রতিবছর নয় ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করা হয় । আর প্রতিবছর এই দিনে তার বাড়িতে মেলা বসে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ।
বেগম রোকেয়ার উক্তি
তিনি অনেকগুলো বিখ্যাত উক্তি লিখে গেছেন । আপনারা যারা তার লেখা বিখ্যাত সব উক্তিগুলো দেখার জন্য অনলাইনে সার্চ করতেছেন । আশা করছি আপনারা আমাদের এই পোষ্টের মাধ্যমে তা পেয়ে যাবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক বেগম রোকেয়ার বিখ্যাত সব উক্তি ।
- আমরা পুরুষের ন্যায় সাম্যক সুবিধা না পাইয়া পশ্চাতে পড়িয়া আছি।
- কন্যারা জাগ্রত না হওয়া পর্যন্ত দেশমাতৃকার মুক্তি অসম্ভব। (মুক্তিফল গল্প)
- যে শকটের এক চক্র বড় (পতি) এবং এক চক্র ছোট (পত্নী) হয়, সে শকট অধিক দূরে অগ্রসর হইতে পারে না; সে কেবল একই স্থানে (গৃহকোণেই) ঘুরিতে থাকিবে। তাই ভারতবাসী উন্নতির পথে অগ্রসর হইতে পারিতেছে না। (মতিচূর প্রবন্ধগ্রন্থে নারী ও পুরুষকে এক গাড়ির দুই চাকার সাথে তুলনা প্রসঙ্গে।
- মেয়েদের এমন শিক্ষায় শিক্ষিত করিয়া তুলিতে হইবে, যাহাতে তাহারা ভবিষ্যৎ জীবনে আদর্শ গৃহিণী, আদর্শ জননী এবং আদর্শ নারীরূপে পরিচিত হইতে পারে।
- আমরা সমাজের অর্ধাঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কীরূপ? কোনো ব্যক্তি এক পা বাঁধিয়া রাখিলে সে খোঁড়াইয়া খোঁড়াইয়া কতদূর চলিবে? পুরুষের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে। তাহাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য যাহা আমাদের লক্ষ্য তাহাই।
- কার্জক্ষেত্রে পুরুষের পরিশ্রমের মুল্য বেশি, নারীর কাজ সস্তায় বিক্রয় হয়। নিম্নশ্রেণীর পুরুষ যে কাজ করিলে মাসে ২ টাকা বেতন পায় ঠিক সেই কাজ স্ত্রীলোকে করিলে ১ টাকা পায়। চাকরের খোরাকী মাসিক ৩ টাকা আর চাকরানীর খোরাকী ৩ টাকা।
বেগম রোকেয়ার বিখ্যাত উক্তি
- দেহের দুটি চক্ষুস্বরূপ, মানুষের সবরকমের কাজকর্মের প্রয়োজনে দুটি চক্ষুর গুরুত্ব সমান।
- অশিক্ষিত স্ত্রীলোকের শত দোষ সমাজ অম্লান বদনে ক্ষমা করিয়া থাকে। কিন্তু সামান্য
- শিক্ষাপ্রাপ্ত মহিলা দোষ না করিলেও সমাজ কোনো কল্পিত দোষ শতগুণ বাড়াইয়া সে বেচারির দোষ ঐ শিক্ষার ঘাড়ে চাপাইয়া দেয় এবং শত কন্ঠে সমস্বরে বলিয়া থাকে স্ত্রী শিক্ষাকে নমস্কার!
- সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা?
ভগিনী! চুল রগড়াইয়া জাগিয়া উঠুন, অগ্রসর হউন! মাথা ঠুকিয়া বলো মা! আমরা পশু নই; বলো ভগিনী! আমরা আসবাব নই; বলো কন্যে আমরা জড়োয়া অলঙ্কাররূপে লোহার সিন্ধুকে আবদ্ধ থাকিবার বস্তু নই; সকলে সমস্বরে বলো আমরা মানুষ
- না জাগিলে ভারত ললনা, এ ভারত আর জাগিবে না।
- শিক্ষা লাভ করা সব নর-নারীর অবশ্য কর্তব্য।কিন্তু আমাদের সমাজ সর্বদা তাহা অমান্য করেছে।
সর্বশেষ কথা
আমি আমার পোষ্টের মাধ্যমে বেগম রোকেয়া দিবস সম্পর্কে সমস্ত তথ্য তুলে ধরেছি । আপনারা যারা বেগম রোকেয়া দিবস এবং বেগম রোকেয়ার উক্তি সম্পর্কে জানতে চান আশা করছি তারা আমাদের এই পোষ্টের মাধ্যমে সকল তথ্য সম্পর্কে জানতে পারবেন । আপনাদের উপকারের কথা চিন্তা করে আমরা আমাদের এই পোস্টটি সাজিয়েছি । এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন । আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।