Skip to content
Home » বিষাক্ত গ্যাস স্পেনের লা পামা আগ্নেয়গিরিতে ২০২১ । Toxic gas in Spain La Pama volcano bangla news .

বিষাক্ত গ্যাস স্পেনের লা পামা আগ্নেয়গিরিতে ২০২১ । Toxic gas in Spain La Pama volcano bangla news .

প্রায় ১০ দিন হয়ে গেল কমছে না লা পামা দিপের আগ্নেগিরির লাভার স্রোত । আগ্নেগিরি থেকে যে গ্যাস বা ধোয়া বের হচ্ছে তা এখন বিষাক্তে পরিনত হয়েছে ।

স্পেনের ভূ বিষেশজ্ঞরা বলছে এই গ্যাস এখন জন সাধারনের জন্য ক্ষতিকারক হয়ে উঠেছে , গ্যাস ৭ কিলো উপরে উঠে গেছে । এখন পর্যন্ত ৬০০ বাড়ি ঘর পুড়ে গেছে । লোনা পানিতে পড়ছে আগ্নেগিরির লাভা । নিরাপত্তার জন্য ৭ হাজার বাসিন্দারদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে । কয়েক দিনের মৃদ ও মাঝারি ভূমিপম্পের পর ১৯ সেপ্টেম্বার সক্রিয় হয় এই আগ্নেগিরিটি ।

আগ্নেগিরির লাভার স্রোতে ধ্বংস হয়েছে বেশ কিছু বাড়ি ঘর সেতু ও রাস্তাঘাট । মানুষের ঘর বাড়ি না ছেড়ে কোন উপায় নেই যে ভাবে লাভার স্রোত ধেয়ে আসছে সব কিছু পুড়িয়ে ছারকার করে দিচ্ছে । এখন মানুষের সব থেকেও কিছুই নেই । স্পেনের ফায়ার সারভিসের কর্মীরাও কিছুই করতে পারছে না লাভা আটকে রাখার চেষ্টায় তারা সফল হয়নি । লাভা গুলো বন্যার পানির মত ধিরে ধিরে ধেয়ে আসতেছে লোকালয়ে । আগ্নেগিরির লাভার তাপে ও বিসাক্ত গ্যাসে  আসে পাশে কেউ থাকতে পারছে না । কয়েক দিন আগে মানুষ লা পামা দিপের আগ্নেগিরি দেখতে অনেক পর্যটক আসত এখন তা মোটই দেখা যাচ্ছে না । লা পামা দিপের লাভার তাপে মমের মত সব কিছু গলে যাচ্ছে । স্পেনের  বিজ্ঞানিরা বলতেছে যে এই আগ্নেগিরি বেশ কিছু দিন থাকতে পারে ৯০ দিনের ধারনা দিয়েছে । তারা বলতেছে  ৯০ দিনের মধ্যে এই আগ্নেগিরির তান্ডব কমতে পারে । এখন দেখা যাচ্ছে যে লা পামা দিপের আগ্নেগিরি যেন মতেই থামতেই চাচ্ছে না । লা পামা দিপ থেকে সাগরের পানিতে লাভা বরফের মত গোলে পড়ছে । লা পামা দিপের বাসিন্দাররা নিজের অস্থিত্য ও ভবিষ্যত নিয়ে চিন্তিত তারা । আগ্নেগিরির লাভার স্রোত না থামায় তাদের জীবন জীবিকা হুমকির মুখে । স্থানীয় বাসিন্দারা জানান তাদের নিজেদের অর্থনীতি মাছ ধরা ও পর্যটন নির্ভর হাওয়ার বিপাকে পড়ছে তারা । স্থানীরা বলছে তাদের  দিপে ১৫% অর্থনীতি আসে কলা থেকে, কিন্তু আগ্নেগিরির ছোয়ায় সব ধ্বংসের পথে । স্পেনে মূল ভূখন্ডে আক্রান্তের আশঙ্কা কর্তৃপক্ষ । এ পর্যন্ত কয়েক হাজার ্টন লাভা উদ্গিরন করেছে আগ্নেগিরিটি । আসে পাশের বান্দাদের ঘরের বাহিরে বেড়াতে নিষেধ করেছে । স্পেন সরকার জানান এ এলাকা গুলোর ক্ষয় ক্ষতি এ পর্যন্ত ৪৭ কোটি ডলার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *