Skip to content
Home » বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থ গুলোর নাম কি? -Best Info 360

বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থ গুলোর নাম কি? -Best Info 360

  • by
বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থ গুলোর নাম কি? -Best Info 360

আজকে আমরা লিখব বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থ গুলোর নাম  । প্রশ্নটিই অতি সাধারণ হলেও কিন্তু বিভিন্ন পরীক্ষা দেখা যায় যে সকল প্রশ্ন ।সাধারণত আমরা জানি যে তামা বা এলুমিনিয়ামের তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় ।  কিন্তু আমরা কেউ কেউ এটা জানি না যে তার ছাড়াও আরো অন্য কোন পদার্থ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় আজকে আমরা সেটি জানব । আর আমরা এটাও  জানব যে রাবার বা প্লাস্টিক এর মধ্য দিয়ে  বিদ্যুৎ প্রবাহিত হয় না ।  কিন্তু এখানে একটি প্রশ্ন থেকেই যায় যদি প্লাস্টিক বা রাবার পানি দিয়ে ভেজা থাকে তাহলে এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। তাই আসুন এবার জেনে নেয়া যাক বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থ গুলির নাম ।

 

বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থ গুলোর নাম কি? -Best Info 360

 =>আরও পড়ুন

আমরা জানি যে সকল পদার্থ দিয়ে বিদ্যুৎ পরিবাহী হয় সে সকল পদার্থকে আমরা মুক্ত ইলেকট্রন থাকে ।  আর যে সকল পদার্থ দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না সে সকল পদার্থ কে আমরা বিদ্যুৎ অপরিবাহী বলে থাকি । এখন মূল কথা হচ্ছে যে যে সকল  পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় সে সকল পদার্থ নাম গুলো কি কি?

বিদ্যুৎ পরিবাহী পদার্থ

  আসুন জেনে নেয়া যাক সে সকল বিদ্যুৎ পরিবাহী পদার্থ গুলোর নামঃ লোহা, টিন,  অ্যালুমিনিয়াম ,  সোনা , রুপা , তামা , এ সকল পদার্থ মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় বলে সকল পদার্থ কি বিদ্যুৎ পরিবাহী পদার্থ বলা হয় । এরপরে দেখে নেয়া যাক কিভাবে এগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় ।  একটি জিনিস লক্ষ করে দেখুন বিভিন্ন ঝালাই মেশিন দিয়ে যখন কোন কিছু ঝালাই করানো হয়  তখন মেশিন থেকে সরাসরি একটি লোহার মাধ্যম  দিয়ে মেশিন প্রবেশ করানো হয় ।  সেই লোহা দিয়ে সরাসরি বিদ্যুৎ প্রবাহিত এবং কাঠি দিয়ে বিভিন্ন লোহা ঝালাই করে । এছাড়াও একটি জিনিস লক্ষ্য করলে বুঝা যায় যে আমরা বিভিন্ন ক্ষেত্রে শুনতে পারিনি একটি টিনের বাড়ি সম্পূর্ণ টি  বিদ্যুৎ দিয়ে আবৃত ।  যেই ব্যক্তি হাত দিচ্ছি তাকেই শক দিচ্ছে । এতেই আমরা বুঝতে পারি যে এ সকল পদার্থ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় । 

এরপর জেনে নেয়া যাক বিদ্যুৎ পরিবাহী পদার্থের নাম গুলো ।  আমরা জানি যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না সে সকল পদার্থকে আমরা বিদ্যুৎ অপরিবাহী পদার্থ নামে চিনি । 

বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থ গুলোর নাম কি? -Best Info 360

 

বিদ্যুৎ অপরিবাহী পদার্থ

এখন আমরা বিদ্যুৎ অপরিবাহী পদার্থের নাম গুলো জানব যেমনঃ কাঠ,   রাবার , প্লাস্টিক ,  কাচের গ্লাস ,শুকনা বাস ,  শুকনো ডাল পালা  ইত্যাদি প্রবৃত্তির  মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না  তাই তাই এ সকল পদার্থ কে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ নামে অভিহিত করা হয়েছে । আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি যে ইলেকট্রিশিয়ান বা বিদ্যুতের ইঞ্জিনিয়াররা যখন কাজ করে তখন তাদের হাতে যে ক্লাস গুলো থাকে সেগুলোর মধ্যে আমরা রাবার লাগানো থাকে । রাবার লাগা এজন্যই থাকে যেন  তার মধ্যে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেগুলো যেন শরীরের মধ্যে প্রবেশ করতে না পারে এজন্য ক্লাসের মধ্যে রাবার লাগানো । ]

এরপর আরেকটি জিনিস লক্ষ করে দেখা যাক সেটি হচ্ছে আমরা যখন বিদ্যুতের মিটার গুলো লাগাই সেটি একটি কাঠের উপর বসানো হয় বা বোর্ড এর তারগুলো যেখানে সেট করে রাখি এটি একটি প্লাস্টিকের তৈরি ।  আর আমরা ইতিমধ্যে জেনে গেছি যে প্লাস্টিক বা রাবারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না । বিদ্যুৎ এমন একটি জিনিস যা মানুষের জীবনকে কয়েক সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *