Skip to content
Home » বিজয় দিবসের স্ট্যাটাস 2022 | বিজয় দিবসের শুভেচ্ছা বাণী, উক্তি কিছু কথা ও পিকচার

বিজয় দিবসের স্ট্যাটাস 2022 | বিজয় দিবসের শুভেচ্ছা বাণী, উক্তি কিছু কথা ও পিকচার

বিজয় দিবসের স্ট্যাটাস

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আজকে আমি আমার পোষ্টের মধ্যে বিজয় দিবস সম্পর্কে কিছু কথা, উক্তি এবং স্ট্যাটাস তুলে ধরব। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের কাঙ্খিত এই স্বাধীনতা। মহান মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি অনেক নারী ও শহীদ হন। যা আমরা কখনো ভুলতে পারবো না।

আর ১৬ ডিসেম্বর দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে । তাই এই ১৬ ডিসেম্বর কে বিজয় দিবস বলা হয়। আর আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, বেনার , বাণী, উক্তি এবং কিছু কথা তুলে ধরব। আশা করছি আপনারা সকলেই আমাদের এই পোস্টটি থেকে উপকৃত হতে পারবেন। তাহলে আসুন জেনে নেয়া যাক বিজয় দিবস সম্পর্কে শুভেচ্ছা, স্ট্যাটাস, বেনার, বাণী এবং কিছু কথা।

বিজয় দিবসের স্ট্যাটাস

আপনি কি বিজয় দিবসের স্ট্যাটাস এবং উক্তি সম্পর্কে জানার জন্য এসেছেন। তাহলে আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম । কারণ এখন আমি আমার পোষ্টের মাধ্যমে বিজয় দিবসের স্ট্যাটাস তুলে ধরব। আশা করছি আপনারা যারা বিজয় দিবস সম্পর্কে স্ট্যাটাস খুঁজতেছেন তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়লে উপকৃত হতে পারবেন। তাহলে আসুন জেনে নেয়া যাক বিজয় দিবস সম্পর্কে কিছু স্ট্যাটাস।

  1. লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, পেয়েছি যে বিজয় নিশান । প্রয়োজনে আবার দেবো রক্ত ঠেলে , বজায় রাখতে বিজয়ের মান । মোদের দেহে থাকতে রক্ত , বৃথা যাবেনা শহীদদের দান । মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।
  2. বিজয় আমাকে পথ দেখিয়েছে , দিয়েছে বাচাঁর আশ্বাস । আমি বিজয়ের গান গাই , আমি স্বাধীনতা কে চাই । আমি বিজয়ের পতাকা ধরে , সারাটি পথ পাড়ি দিতে চাই । মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।
  3. তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ। তবুও ভাললাগা-ভালোবাসাময় তুমি, আমার বাংলাদেশ।
  4. ১৬ই ডিসেম্বর তুমি বাঙালির অহংকার। তুমি কোটি জনতার বিজয় নিশান, স্বাধীন বাংলার স্বাক্ষর।
  5. তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ। তবুও ভাললাগা-ভালোবাসাময় তুমি, আমার বাংলাদেশ।
  6. ১৬ই ডিসেম্বর তুমি বাঙালির অহংকার। তুমি কোটি জনতার বিজয় নিশান, স্বাধীন বাংলার স্বাক্ষর।
  7. ১৬ই ডিসেম্বর, তুমি মহা বিজয়ের মহা উল্লাস। তুমি বিধবা মায়ের বন্দী শ্বাসের শান্তির নিঃশ্বাস।
  8. প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
  9. সব কটা জানালা খুলে দাও না! আমি গাইবো, গাইবো বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ
  10. ১টি যুদ্ধ, ৯টি মাস, ৭জন বীরশ্রেষ্ঠ, ১টি দেশ। সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
  11. লাল এর মাঝে ভালবাসা। সাদা এর মাঝে বন্ধুত্ব। নীল এর মাঝে কষ্ট। কালো এর মাঝে অন্ধকার। আর সবুজের মাঝে আমার বাংলাদেশ।

বিজয় দিবসের শুভেচ্ছা বাণী

আপনি কি বিজয় দিবসের শুভেচ্ছা বাণী সম্পর্কে বিস্তারিত জানার জন্য এসেছেন। তাহলে আমাদের পোস্টের সাথেই থাকুন। কারণ এখন আমি আমার পোষ্টের মাধ্যমে বিজয় দিবসের শুভেচ্ছা বাণী গুলো সুন্দরভাবে তুলে ধরব। যা থেকে আপনারা মানুষের সাথে ভালোভাবে উপস্থাপন করতে পারবেন। তাহলে আসুন জেনে নেয়া যাক বিজয় দিবসের শুভেচ্ছা বাণী সম্পর্কে বিস্তারিত।

  1. স্বাধীনতা তোমায় লাখো সালাম
  2. স্বাধীনতার কথা কখনো ভুলতে পারবো না, কারণ ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত আমাদেরই স্বাধীনতা
  3. স্বাধীনতাকে উত্তরই মেলাবার আজই তো সময়- সবাইকে জানাই বিজয় দিবসের
    শুভেচ্ছা ।
  4. একটি বাংলাদেশ তুমি… জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমারঅহংকার। সারা
  5. বিশ্বের বিস্ময় এইবাংলাদেশের জন্য আসুন আমরা সবাইমিলে কাজ করি।
  6. ১৬ই ডিসেম্বর তুমি বাঙালির অহংকার। তুমি কোটি জনতার বিজয় নিশান,
    স্বাধীন বাংলার স্বাক্ষর।
  7. বিজয় মানে একটি লাল পতাকা, বিজয় মানে একটি মানচিত্র, বিজয় মানে গৌরব,
  8. বিজয় মানে আনন্দ বিজয় উল্লাস. স্বাধীনতার ৫০তম উদযাপন উপলক্ষে ,
    সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা
  9. জয় আমাকে পথ দেখিয়েছে , দিয়েছে বাচাঁর আশ্বাস। আমি বিজয়ের গান গাই ,
  10. আমি স্বাধীনতা কে চাই । আমি বিজয়ের পতাকা ধরে , সারাটি পথ পাড়ি দিতে চাই।
    মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
  11. আপনার সম্মান তখন বাড়বে। যখন বিদেশে গিয়ে আপনি নিজের দেশের সম্মান
  12. বাড়াতে পারবে। আর গর্বিতভাবে বলতে পারবেন, আমি বাংলাদেশী।
  13. আমরা লক্ষ কন্ঠে সোনার বাংলায় খুঁজে পাই প্রাণের আশা, তাই প্রশ্নবিদ্ধ

বিজয় দিবসের পিকচার ও ব্যানার

বিজয় দিবস সম্পর্কে অনেকেই বিজয় দিবসের পিকচার এবং ব্যানার খুঁজে থাকেন। তাদের কথা চিন্তা করি এখন আমি আমার পোষ্টের মাধ্যমে বিজয় দিবসের পিকচার এবং ব্যানার তুলে ধরব। যাতে করে আপনারা খুব সহজেই বিজয় দিবসের পিকচার এবং ব্যানার পেয়ে যান এবং এই পিকচার এবং ব্যানার গুলো সোশ্যাল মিডিয়ায় অথবা ব্যানার তৈরি করে সকল জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন। তাহলে আসুন জেনে নেয়া যাক ১৬ই ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসের পিকচার এবং ব্যানার সম্পর্কে।

বিজয় দিবসের পিকচার ও ব্যানার

বিজয় দিবসের পিকচার ও ব্যানার

বিজয় দিবসের পিকচার ও ব্যানার

বিজয় দিবসের পিকচার ও ব্যানার

বিজয় দিবসের পিকচার ও ব্যানার

বিজয় দিবসের পিকচার ও ব্যানার

বিজয় দিবসের পিকচার ও ব্যানার

বিজয় দিবসের পিকচার ও ব্যানার

বিজয় দিবস সম্পর্কে কিছু কথা

এখন আমি আমার পোষ্টের মাধ্যমে বিজয় দিবস সম্পর্কে কিছু কথা তুলে ধরব। আপনারা কি যদি বিজয় দিবস সম্পর্কে কিছু কথা জানতে চান তাহলে আমাদের এই পোস্টটি থেকে উপকৃত হতে পারবেন। তাহলে আসুন জেনে নেয়া যাক বিজয় দিবস সম্পর্কে কিছু কথা।

  1. সমবেদনা আত্মাকে তার সত্যিকারের বিজয়ের মুকুট দেয়। – আবারজানি
  2. পরাজয়ের বিরুদ্ধে জয় রক্ষার জন্য বিজয়ী আইন তৈরি করেন। – টোবা বিটা
  3. প্রতিটি পদক্ষেপ ছিল একটি বিজয়, তাকে এটা মনে রাখতে হবে। – জর্জ স্যান্ডার্স
  4. বিজয় তাদের অন্তর্ভুক্ত যারা এটিকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। – রান্ডাল ওয়ালেস
  5. বিজয় হ’ল সমস্ত স্বপ্ন যা আপনার স্বপ্ন অর্জনে চলেছে তার স্বীকৃতি দেওয়া। – টমি হিলফিগার
  6. যে ব্যক্তি লড়াই বন্ধ করতে অস্বীকার করে তার পক্ষে সর্বদা বিজয় সম্ভব হয়। – নেপোলিয়ন হিল
  7. জীবনে বিজয়ের জন্য, আমাদের লক্ষ্যতে মনোনিবেশ করতে হবে। – ল হোল্টজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *