হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করছি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার পোস্টের মাধ্যমে বিজয় দিবসের কবিতা তুলে ধরব। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পাই আমাদের স্বাধীনতা । এই মুক্তিযুদ্ধে প্রায় ৩০ লক্ষ বাঙালি তার বুকে তাজা রক্ত ঢেলে দেয় নিজের জীবনের বিনিময়ে হলেও তারা স্বাধীনতা অর্জন করে । বাংলাদেশকে স্বাধীন করে । এই মহান মুক্তিযুদ্ধের অনেক মা-বোনেরাও তাদের জীবন দিয়েছে সাথে দিয়েছে তাদের ইজ্জত । তাই স্বাধীনতার কখনো আমরা ভুলবো না । তাইতো প্রতিবছর বিজয় দিবসে আমরা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে থাকি ।
শহীদদের আত্মার মাগফিরাত করে থাকি । আর এই বিজয় দিবসের প্রত্যেকটি স্কুলে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় । তাই তারা বিজয়ী উপলক্ষে সে সকল অনুষ্ঠানে কবিতা আবৃতি করে থাকে । আপনারা যারা বিজয় দিবসের এই কবিতা গুলো সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করতেছেন । আশা করছি আপনারা আমাদের পোষ্টের মাধ্যমে বিজয় দিবসের সুন্দর সুন্দর এই কবিতা গুলো পেয়ে যাবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক বিজয় দিবস সম্পর্কে কবিতা ।
Table of Contents
বিজয় দিবস নিয়ে কবিতা
আপনি কি বিজয় দিবস সম্পর্কে কবিতা জানার জন্য এসেছেন । তাহলে আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম । কারণ আজকে আমি আমার পোস্টের মাধ্যমে বিজয় দিবস সম্পর্কে কিছু কবিতা তুলে ধরব । আপনারা যারা বিজয় দিবস সম্পর্কে এই কবিতাগুলো পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্ট পড়ুন । আশা করছি তাহলেই আপনারা আমাদের পোস্টের মাধ্যমে বিজয় দিবস সম্পর্কে এই সুন্দর কবিতাগুলো পেয়ে যাবেন ।
শাহনেওয়াজ চৌধুরী
দেশ আমার, মাটি আমার
এখানে মাটির মায়ায় ঘুমিয়ে আছে শহীদের প্রাণ
হাজারো পাখি ডাকে, বুকে রাখা ফুলের ঘ্রাণ,
এখানে নদীরা ছোটে বুকে তার নীল নীল ঢেউ
কত যে সুখের সুর, খালি হাতে ফেরে না তো কেউ।
এখানে সগৌরবে কন্যা চায় জনকের চোখে
সম্ভ্রম হারানো নারী বেঁচে আছে সহস্র শোকে,
শোক আসে, শোক যায়; বেঁচে থাকে মাটির মায়া
দেশ আমার, মাটি আমার মমতার অপার ছায়া।
জামসেদ ওয়াজেদ
পিঁপড়া কাহিনী শেষে
বিমূর্ত সকাল এক বয়ে আনে শীত আর অতীত কাহিনী
তখনও বারুদ ঘ্্রাণে কেঁপেছিল এ ভূমির শতত পরত
পিঁপড়া কাহিনী শেষে জেগে ওঠে ঘোড়াশালা আর ঐরাবত
আরো জাগে এ ভূমিতে কৃষাণ যুবক বৃদ্ধা আমার বাহিনী
পিতার পায়ের ছাপ দেখে দেখে কত বীর দিয়ে গেছে প্রাণ
দেখবে দেখবে বলে কেবলি একটি ফুল সাজানো বাগান
ফুটেছিল সেই ফুল গেয়েছিল শুকপাখি বিজয়ের গান
ভূমিতে রক্তের দাগ সোঁদা মাটি এঁটেলে তো তারই প্রমাণ
আমার শহর থেকে আজকাল চুরি হয় দিনের আলোরা
আমাদের হস্তরেখা বোঝে না তো বিশেষজ্ঞ জ্যোতিষী প্রখর
সম্মানিত চোরগণ বিজয় শরাব খায় ঠিক অতঃপর
তফাত বোঝে না আজো এ ভূমিতে বাস করা সাদা ও কালোরা
তবুও বিজয় তুমি বারবার ফিরে এসো আমাদের হাতে
আমরা তোমাকে চাই সাহস ও বস্ত্রহীন শীতের প্রভাতে.
বিজয় দিবস নিয়ে ছোট কবিতা
অনেকেই আছেন বিজয় দিবস সম্পর্কিত ছোট কবিতা গুলো দেখার জন্য গুগলে সার্চ করে থাকেন । তাই আপনারা যেন বিজয় দিবসের ছোট্ট কবিতা গুলো খুব সহজেই পেয়ে যান সেজন্য আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে বিজয় দিবসে ছোট কবিতাগুলো তুলে ধরবো । আশা করছি আপনারা আমাদের পোষ্টের মাধ্যমে খুব সহজেই বিজয় দিবসের ছোট কবিতা গুলো পেয়ে যাবেন । আর আপনাদের সোনামণিদের খুব সহজেই এ সকল ছোট কবিতা আবৃত্তি করাতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক বিজয় দিবস উপলক্ষে কিছু ছোট কবিতা ।
১৬ই ডিসেম্বর এলে
মনটা আমার কেমন কেমন করে
সোনার ছেলেরা যে যুদ্ধে গিয়ে
আর ফেরেনি ঘরে।
পাক হানাদারদের ওই হাতে
মরলো মানুষ দিনে রাতে
দেশের জন্য জীবন দিয়ে
শহীদ হলো তারা তাতে।
নয় মাস যুদ্ধ করে
সব হানাদার হলো শেষ
সৃষ্টি হলো এক নতুন দেশের
দেশের নামটি বাংলাদেশ।
এই বিজয়ের মাঝেও যে
অনেক কষ্ট আছে
জীবন দিয়ে লাখো মানুষ
ষোলই ডিসেম্বরে
দেশকে মোরা কী দিয়েছি
দেখি হিসাব করে।
দেশের মানুষ থাকুক ভালো
মিলিয়ে কান্না হাসি
আসো সবাই একটু হলেও
দেশকে ভালোবাসি।
বিজয় দিবসের বিখ্যাত কবিতা
বিজয় দিবস সম্পর্কে কবি বিখ্যাত সব কবিতা লিখে গেছেন । সে সকল কবিতা এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব । আপনারা যেন আমাদের পোস্টের মাধ্যমে খুব সহজেই বিজয় দিবস সম্পর্কে এ সকল কবিতা জানতে পারেন । তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে বিজয় দিবস সম্পর্কে কিছু কবিতা তুলে ধরবো । তাহলে আসুন জেনে নেয়া যাক বিজয় দিবস সম্পর্কে কিছু কবিতা ।
বাঙ্গালীর সেই বিজয়ের হাসি হীরে হয়ে জ্বলবে,
যুদ্ধাপরাধীর বিচারের দাবী দেশজুড়ে চলবে।
যাদের ত্যাগের বিনিময়ে এসেছিল এই বিজয়,
তাদের স্মরণে করবো এবার মোরা বিশ্বজয়।
শাহাবাগের বহু কন্ঠে জেগে ওঠো আমার দেশ,
সবশেষে তাই বলতে চাই
শুভ জন্মদিন, বাংলাদেশ!
আবার এলো ফিরে
ধানসিঁড়িটির তীরে
বাংলার বিজয় ক্ষণ
এসো মাতি আনন্দে
নাচি গাই ছন্দে ছন্দে
ভেসে যাই বিমুগ্ধ সমীরণ।
ভুলিনি কখনো মোরা
দেশসেরা সন্তান,
যারা বিলিয়েছিল প্রান ও মন
উড়েছিল বাংলার পটে
সাগরসম রক্তের তটে
স্বাধীন বাংলার বিজয় নিকেতন।
১৬ই ডিসেম্বর নিয়ে কবিতা আবৃত্তি
আপনারা যারা 16 ডিসেম্বরে কবিতা আবৃতি করতে চান আশা করছি তারা খুব সহজে আমাদের পোস্টের মাধ্যমে ১৬ই ডিসেম্বরের কবিতা গুলো পেয়ে যাবেন । আর 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে এই সুন্দর কবিতা গুলো আপনারা সবার সামনে আবৃত্তি করতে পারবেন । আশা করছি আমাদের দেয়ার কবিতা গুলো আপনাদের ভালো লাগবে । কারণ ১৬ই ডিসেম্বরের এই বিখ্যাত কবিতাগুলো কবি বাংলার বিজয়ের কথা বলে গেছেন । তাই আপনারা যারা 16 ডিসেম্বরে কবিতা আবৃত্তি করতে চান আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টটির মাধ্যমে তা পেয়ে যাবেন ।
ঘুম ভাঙ্গে রোজ
সাজজাদ হোসাইন খান
বেগুন ফুলে প্রজাপতির হাসি
কোথায় আছে এমন মজার বাঁশি
ভর দুপুরে রাখালিয়া বাজায় হেসে হেসে,
ধানের ক্ষেতে টিয়া পাখির মেলা
আসমানে যার নীল ধবলের ভেলা
হেলে দুলে জমায় পাড়ি, পাহাড় ঘেঁষে ঘেঁষে।
জোছনা মাখা চাঁদের সাদা ডিম
রাত নিশীথে ঝরায় কেমন হিম
সিক্ত করে ফুলপরীদের রঙিন যত পাখা,
অনেক ভোরে সূর্যমামা হাঁটে
উদাস করা যোজন যোজন মাঠে
সাতটি রঙের চেরাগ যেন উপুড় করে রাখা।
সরষে ফুলে হলদে হিরণ নাচে
কোন সে দেশের এমন শোভা আছে
রূপেতে যার হাজার কবি শব্দেরই জাল বোনে,
মন উড়ে যায় মাছরাঙাদের ভিড়ে
পাতার ফাঁকে টুনটুনিদের নীড়ে
ঘুম ভাঙে রোজ মুয়াজ্জিনের দরাজ গলা শুনে।
স্বাধীনতার ঋণ
রওশন মতিন
বিজয় রথে আসাদের শার্টে উড়িয়ে নিশান,
দুঃশাসনকে রুখে দিতে প্রতিবাদের ঐক্যতান।
এদেশটা কার, উত্তাল বাংলা জাগ্রত জনতার,
বীর ইসা খাঁ, সূর্যসেন, তিতুমির আর অগ্নিবীণার।
অকুতোভয় বঙ্গবন্ধু মুক্তচিত্ত অটল দীপ্ত,
বজ্রকণ্ঠে মুক্তির দিশা, স্বাধীনতার জন্য ক্ষিপ্ত।
যে রোদ্দুরে দস্যি ছেলে তেপান্তরে উড়ায় ঘুড়ি,
অবাক চোখে তাকিয়ে দ্যাখে, মুক্ত ডানার উড়াউড়ি,
সে কি জানে লাল-সবুজের এগিয়ে চলার বিজয় গাঁথা,
তার বুকে কি মেলছে ডানা লাল-সবুজের স্বাধীনতা।
দিন কি কেবল বদলে যাওয়া দিন বদলের দিন,
এই আলোতে উদ্ভাসিত বিজয় দীপ্ত স্বাধীনতার ঋণ।
সর্বশেষ কথা,
আমি আমার পোস্টের মাধ্যমে বিজয় দিবসের বিখ্যাত সব কবিতা তুলে ধরেছি । আপনারা যারা বিজয় দিবসের বিখ্যাত সব কবিতা পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পরুন । আশা করছি তাহলে আপনারা আমাদের আজকের এই পোস্টটির মাধ্যমে ১৬ ই ডিসেম্বরের বিখ্যাত সব কবিতা সম্পর্কে জানতে পারবেন । এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে সাথেই থাকুন । আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।