Skip to content
Home » বিকাশ কাস্টমার কেয়ার নম্বর, ইমেল, কেন্দ্রের অবস্থান ও লাইভ চ্যাট

বিকাশ কাস্টমার কেয়ার নম্বর, ইমেল, কেন্দ্রের অবস্থান ও লাইভ চ্যাট

বিকাশ কাস্টমার কেয়ার নম্বর

প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম,আজকে আমি আপনাদের বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার, ইমেইল এড্রেস, লাইভ চ্যাট, সবগুলো বিষয়ে সুন্দরভাবে ধারণা দিব ।বিকাশ হচ্ছে ব্র্যাক ব্যাংকের একটি ডিজিটাল লেনদেন মাধ্যম ।আমরা বিকাশের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠিয়ে থাকে ।তাইতো বিকাশের জনপ্রিয়তা আমাদের দেশে সবার শীর্ষে স্থান লাভ করেছে ।এ কারণে আমাদের দেশে বিকাশে গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি ।এখন আবার ব্যাংক থেকে সরাসরি টাকা বিকাশে নেওয়া যায় । আপনি যদি চান ব্যাংক থেকে টাকা ক্যাশ এ না নিয়ে বিকাশে রাখবেন সেটাও আপনি করতে পারবেন । ডিজিটাল লেনদেনটি সারা বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে ।

সুতরাং গ্রাহকরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে ।এ কারণে তাদের বিকাশ হেল্পলাইন সেন্টারে কল করে তাদের সমস্যা সমাধান করতে হয় ।অনেকেই আছে যারা এ বিষয়ে ঠিকমত জানেনা ।সাধারণ জনগণরা অনেক সময়ই পিন ভুলে যায়  বা বারবার ভুলপিন দেওয়ায় একাউন্ট ডিজেবল হয়ে যায় ।আপনারা যারা এরকম সমস্যায় ভুগতেছেন তাদের জন্য আজকে আমাদের এই পোস্ট ।আশা করছি আমাদের পোস্টের মাধ্যমে আপনাদের সমস্ত বিষয়ে সমাধান দিতে পারবো ।

Table of Contents

কিভাবে বিকাশ কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবেন

যেহেতু অনেকেই আছে যারা প্রত্যেকদিন বিকাশের নানা ধরণের সমস্যায় ভুগতেছেন ।এজন্য তাদের বিকাশ কাস্টমার কেয়ারের সাথে কথা বলা খুবই দরকার ।সেজন্য তাদের কে 16247  নাম্বারে কল করে কথা বলতে পারবেন এবং আপনার সমস্যা সমাধান করে নিতে পারবেন । 16247 নাম্বারে কল করলে বিকাশের একজন কাস্টোমার কেয়ার প্রতিনিধির আপনার সঙ্গে কথা বলে আপনার সমস্যা জানতে চাবেন ।এবং আপনি কোন আইডি নাম্বার দিয়ে একাউন্ট খুলেছেন সে তথ্যটি চাবেন ।আপনি যদি সবগুলো তথ্য সঠিক মধ্য দিয়ে থাকেন তাহলে বিকাশের কাস্টমার কেয়ার প্রতিনিধির আপনার সকল সমস্যা সমাধান করে দিবেন ।

কোন নাম্বারে ডায়াল করে বিকাশ একাউন্ট দেখবেন

অনেকেই আছেন যারা জানেন না কোন নাম্বারে ডায়াল করে বিকাশ একাউন্টে টাকা চেক করতে হয় । তাই এখন আমি আপনাদের জানিয়ে দেবো কোন নাম্বারে ডায়াল করে বিকাশ একাউন্টে টাকা চেক করবেন । তাহলে আসুন দেখে নেয়া যাক বিকাশ ডায়াল নাম্বার টি ।

বিকাশ ডায়াল নাম্বার টি হল *247#

বিকাশ কাস্টমার কেয়ার নম্বর

বিকাশের হেলপ্লাইন সেন্টার নাম্বার হচ্ছে 16247 ।এর পাশাপাশি তাদের নিজস্ব একটি টেলিফোন নাম্বার রয়েছে ।যে নাম্বারে কথা বলে আপনি আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন ।সুতরাং রিভার্স জেনে নিন বিকাশে যোগাযোগ করার জন্য টেলিফোন নাম্বার টি +880255663001 ।

বিকাশ গ্রাহক পরিষেবা ইমেইল ঠিকানা

এখন আমি আপনাদের বিকাশ এর  ইমেইল ঠিকানা কিভাবে যোগাযোগ করবেন সে সম্পর্কে জানাবো ।আপনারা খুব সহজেই বিকাশের  ইমেইল এড্রেসে গিয়ে যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান করে নিতে পারেন ।তাহলে জেনে নিন কিভাবে বিকাশের ইমেইল এড্রেসে গিয়ে যোগাযোগ করবেন ।বিকাশের ইমেইল এড্রেস টি হল

bKash Customer Service Email: suport@bkash.com

বিকাশের লাইভ চ্যাট পরিষেবা

বিকাশের কয়েকটি পরিষেবার মধ্যে অন্যতম একটি পরিষেবা হচ্ছে অনলাইন চ্যাট  পরিষেবা ।এই পরিষেবায় যোগাযোগ করার জন্য আপনাকে আপনার কম্পিউটার থেকে যে কোন একটি ওয়েব ব্রাউজার বেছে নিতে হবে তারপর লাইভ   চ্যাট  এ অংশগ্রহণ করতে হবে ।এবং বিকাশের লাইভ চ্যাট প্রতিনিধির সাথে কথা বলে সমস্যার সমাধান করতে হবে ।বিকাশ লাইভ চ্যাট অপশন টি হল

livechat.blesh.com

 

বিকাশ কেন্দ্র তালিকা

এখন আমি আপনাদের বিকাশের সমস্ত কাস্টমার কেয়ারের তালিকা সম্পর্কে জানাবো ।আপনার জন্য বাংলাদেশের সকল জায়গায় বিকাশের কাস্টমার কেয়ারের ঠিকানা সম্পর্কে জানতে পারেন ।এবং সেগুলোতে যোগাযোগ করে আপনারা খুব সহজেই আপনাদের সমস্যার সমাধান করতে পারেন ।তাই আর দেরি না করে জেনে নিন বাংলাদেশের সকল বিকাশ কাস্টমার কেয়ারের ঠিকানা সম্পর্কে ।

বিকাশ কাস্টমার কেয়ার মহাখালী-ঢাকা

  • ঢাকা মহাখালী গ্রাহক সেবা কেন্দ্র – এসকেএস টাওয়ার, নীচ তলা, ৭ ভি আই পি রোড, মহাখালী, ঢাকা-১২০৬

বিকাশ কাস্টমার কেয়ার বাংলামোটর-ঢাকা

  • ঢাকা বাংলামোটর গ্রাহক সেবা কেন্দ্র – নাসির ট্রেড সেন্টার, দ্বিতীয় তলা, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক, ঢাকা-১২০৫।

বিকাশ কাস্টমার কেয়ার যাত্রাবাড়ী-ঢাকা

  • ঢাকা যাত্রাবাড়ী গ্রাহক সেবা কেন্দ্র – রোহামা কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, ৩১৪/এ/৬, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

বিকাশ কাস্টমার কেয়ার গাজীপুর-ঢাকা

  • গাজীপুর গ্রাহক সেবা কেন্দ্র – বাতেন ভবন, দ্বিতীয় তলা, ৪৯৪ বশির সড়ক, জয়দেবপুর, গাজীপুর

বিকাশ কাস্টমার কেয়ার টাঙ্গাইল -ঢাকা

  • টাঙ্গাইল গ্রাহক সেবা কেন্দ্র – বাছেদ খান টাওয়ার, দ্বিতীয় তলা, হোল্ডিং নং ০১১৭-০০, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল

বিকাশ কাস্টমার কেয়ার ময়মনসিংহ

গ্রাহক সেবা কেন্দ্র     – রিভার এজ, দ্বিতীয় তলা, ১০/এ, বিশ্বেশরী দেবী রোড, ময়মনসিংহ (বুড়া পীরের মাজার এর বিপরীতে).

বিকাশ কাস্টমার কেয়ার চট্টগ্রাম আগ্রাবাদ

  • চট্টগ্রাম আগ্রাবাদ গ্রাহক সেবা কেন্দ্র – আগ্রাবাদ সেন্টার, ২৪৭০/এ, চৌমুহনী, নিচ তলা, শেখ মুজিব রোড, চট্টগ্রাম

বিকাশ কাস্টমার কেয়ার চট্টগ্রাম মুরাদপুর

  • চট্টগ্রাম মুরাদপুর গ্রাহক সেবা কেন্দ্র – ইসলাম টাওয়ার, নীচতলা, ৫৯ সিডিএ এভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম

বিকাশ কাস্টমার কেয়ার সিলেট

  • সিলেট গ্রাহক সেবা কেন্দ্র – জে আর টাওয়ার, দ্বিতীয় তলা, ২৩ আবাস, জেল রোড, সিলেট- ৩১০০

বিকাশ কাস্টমার কেয়ার খুলনা

  • খুলনা গ্রাহক সেবা কেন্দ্র – ইসরাক প্লাজা, দ্বিতীয় তলা, প্লটঃ ৪৩-৪৪, মজিদ সরণী, শিব বাড়ী মোড়, খুলনা

বিকাশ কাস্টমার কেয়ার বরিশাল

  • বরিশাল গ্রাহক সেবা কেন্দ্র – রহমত মঞ্জিল কমপ্লেক্স, দ্বিতীয় তলা, গোরাচাঁদ দাস রোড, বটতলা, বরিশাল

বিকাশ কাস্টমার কেয়ার রংপুর

  • রংপুর গ্রাহক সেবা কেন্দ্র – এ জেড টাওয়ার, দ্বিতীয় তলা, ৩৪-৩৫ ষ্টেশন রোড, রংপুর সদর, রংপুর

বিকাশ কাস্টমার কেয়ার বগুড়া

  • বগুড়া গ্রাহক সেবা কেন্দ্র – ৩২৪ ঝাউতলা, বড়গোলা, কাজী নজরুল ইসলাম রোড, বগুড়া সদর, বগুড়া

বিকাশ কাস্টমার কেয়ার রাজশাহী

  • রাজশাহী গ্রাহক সেবা কেন্দ্র – ৬১ চাঁদ সন্স শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা, নিউ মার্কেট, বোয়ালিয়া, রাজশাহী

বিকাশ কাস্টমার কেয়ার যশোর

  • যশোর গ্রাহক সেবা কেন্দ্র – হাসান ম্যানশন, দ্বিতীয় তলা, এম এম আলি রোড, মাইক পট্টি, যশোর

বিকাশ কাস্টমার কেয়ার কুমিল্লা

  • কুমিল্লা গ্রাহক সেবা কেন্দ্র – রয় কমপ্লেক্স, নীচ তলা, ১১৫/২ নজরুল এভিনিউ, কান্দিরপাড়, কুমিল্লা

বিকাশ কাস্টমার কেয়ার ফরিদপুর

  • ফরিদপুর গ্রাহক সেবা কেন্দ্র – হোল্ডিং নং: ৪৬/খ, দ্বিতীয় তলা, থানা রোড, ঝিলটুলি, ফরিদপুর

সাপ্তাহিক ছুটি (এলাকাভিত্তিক)

গ্রাহক সেবার নাম সাপ্তাহিক ছুটি সার্ভিসের সময়
ঢাকা বনশ্রী সোমবার সকাল ১০টা – বিকাল ৩:৩০ পর্যন্ত।
ঢাকা মোহাম্মদপুর বৃহস্পতিবার সকাল ১০টা – বিকাল ৩:৩০ পর্যন্ত।
বাগেরহাট মোড়েলগঞ্জ শনিবার সকাল ১০টা – বিকাল ৩:৩০ পর্যন্ত।

প্রিয় ভিউয়ার্স আশাকরি আমাদের আজকের এই পোস্টটি থেকে আপনারা উপকৃত হবেন ।আপনার জন্য উপকৃত হন সেজন্যই আজকে আমাদের এই পোস্ট ।আমাদের এই পোস্টটি যদি আপনাদের কাজে আসে তাহলে আমরা ধন্য হব ।আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *