Skip to content
Home » বাবা তুমি কেমন আছো লিরিক্স | baba tumi kmn aco lyrics

বাবা তুমি কেমন আছো লিরিক্স | baba tumi kmn aco lyrics

  • by
বাবা তুমি কেমন আছো লিরিক্স

পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পর্ক হচ্ছে বাবা ছেলের সম্পর্ক । একমাত্র বাবাই তার সন্তানকে নিঃস্বার্থভাবে লালন পালন করে থাকেন । তিনি নিজে না খাইয়া তার সন্তানকে খাওয়ান । প্রত্যেকটি বিপদে-আপদে সর্বপ্রথম বাবাই এগিয়ে যায় । সন্তান যত বড়ই হোক না কেন বাবাই সেই সন্তানকে বুকে টেনে নেয় । একটি সন্তান সারাজীবন পিতার কাছে ছোট থেকে যায় । বাবার মতো করে পৃথিবীতে আর কেউ ভালবাসতে পারবে না । বাবা আমাদের সর্বদা বটবৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে । বাবার ছায়ার তলে আমরা ছায়া পাই । যার বাবা নেই সেই বোঝে বাবা না থাকার কি যন্ত্রনা ।

বাবার মত করে কেউ কখনো ভালোবাসবে না । বাবা ছাড়া আমাদের সারা পৃথিবী অন্ধকার । যার পৃথিবীতে বাবা আছে সেই নিশ্চিন্তভাবে ঘুমাতে পারে । কারণ আমাদের সকল চিন্তা ভাবনা ভাবাই করে থাকে । তাই এই বাবাকে আমরা কখনো অবহেলা করবো না । জীবনে যতদিন বেঁচে থাকব বাবার পায়ের নিচে মাথা নত করে বেঁচে থাকে । পৃথিবীতে বাবার মত আর আদর্শ শিক্ষক কেউ হতে পারে না । প্রত্যেক বাবার জন্যই জানাই লাখো কোটি সালাম ।

বাবা  তোমাকে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি । তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে বাবা তুমি কেমন আছো গজল আপনাদের সামনে তুলে ধরব । আপনারা যারা বাবাকে নিয়ে এই গজলটির  লিরিক্স খুঁজতেছেন আশা করছি তারা আমাদের এই পোস্টটি থেকে উপকৃত হতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক বাবাকে নিয়ে অসাধারণ এই গজল এর লিরিক্স সম্পর্কে ।

বাবা তুমি কেমন আছো লিরিক্স

আপনি কি বাবা তুমি কেমন আছো গজল লিরিক্স খুঁজতেছেন । তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন । কারণ এখন আমি আমার পোষ্টের মাধ্যমে বাবা তুমি কেমন আছো গজল লিরিক্স টি আপনাদের সামনে তুলে ধরব ।আশা করছি আপনারা যারা বাবা তুমি কেমন আছো গজল লিরিক্স খুজতেছেন তারা আমাদের এই  পোষ্ট টি  থেকে উপকৃত হতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক বাবা তুমি কেমন আছো গজল ইন  লিরিক্স সম্পর্কে।

বাবা তুমি কেমন আছো==ছোট্ট মাটির ঘরে..
তোমার কথা হৃদয় মাঝে==পড়ছে বারে বারে..।
বাবা তুমি কেমন আছো==ছোট্ট মাটির ঘরে..
তোমার কথা হৃদয় মাঝে==পড়ছে বারে বারে..।

বাবা—গো—ও— ও— বাবা———-4 বার

কত আদর কত স্নেহ, তোমার কাছে পেলাম..
সব কিছু হারিয়ে আজকে,নিঃস্ব হয়ে গেলাম।
কত আদর কত স্নেহ== তোমার কাছে পেলাম..
সব কিছু হারিয়ে আজকে,নিঃস্ব হয়ে গেলাম..।

ভালোবাসি তোমায় বাবা=বুকটা যে যায় ছিঁড়ে
তোমার কথা হৃদয় মাঝে=পড়ছে বারে বারে..।

বাবা—গো—ও— ও— বাবা———-4 বার

তোমার মত আপন কেহ,পাই না তো আর খুঁজে
তাইতো আজই ঘুমের ঘোরে,অশ্রুতে যায় ভিজে

তোমার মত আপন কেহ=পাই না তো আর খুঁজে
তাইতো আজই ঘুমের ঘোরে=অশ্রুতে যায় ভিজে
সুখে থেকো পরম সুখে== জান্নাতের ভিতরে..।
তোমার কথা হৃদয় মাঝে= পড়ছে বারে বারে..।

বাবা—গো—ও— ও— বাবা———-4 বার

বাবা তুমি কেমন আছো=== ছোট্ট মাটির ঘরে..
তোমার কথা হৃদয় মাঝে===পড়ছে বারে বারে..।
বাবা তুমি কেমন আছো=== ছোট্ট মাটির ঘরে..
তোমার কথা হৃদয় মাঝে=== পড়ছে বারে বারে..।

বাবা—গো—ও— ও— বাবা———-4 বার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *