Skip to content
Home » বাংলাদেশ বিশ্বকাপের আগের কঠোর প্রস্তুতি নিচ্ছে ২০২১ । BD cricket news

বাংলাদেশ বিশ্বকাপের আগের কঠোর প্রস্তুতি নিচ্ছে ২০২১ । BD cricket news

  • by

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ মাঠে নামবে রোববার । তার আগে আজ  আয়ারল্যান্ড এর বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশে । আগামী বুধবার থেকে আবারো ওমানে ফিরবে মাহমুদুল্লাহ । শ্রীলংকার  বিপক্ষে প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারলো বিশ্বকাপ এর আগের দলপুর পুস্তত হয়ে যাবে বলে ধারণা প্রধান বিচারক মিনহাজুল আবেদিন । তিনি বলেন আমরা আগেভাগেই ওমানের দল পাঠিয়েছি সবকিছু ঠিকঠাক চলছে । আমরা আত্মবিশ্বাসী যে 10  তারিখের আগে ভালো অবস্থানে চলে আসবে । আমরা 17 তারিখে আমাদের মিশন ভালোভাবে শুরু করতে পারব । তিনি বলেন প্রস্তুতি ম্যাচ অনেক আগে কিছু দেখা হয় । আমরা ভালো সুযোগ পেয়েছি ।  পরপর ম্যাচ খেলছি  । এত বেশি ম্যাাই সব সময় পাওয়া যায় না । এখন প্রয়োগ করতে পারলেই ভালো । তিনি বলেন ভালো করতে হলে টি-টোয়েন্টি ক্রিকেটের সবাইকে ভালো খেলতে হবে । সেরাটা দিতে হবে, অল্প সময়ের খেল্‌ ঘাড় ঘোরাতে সমুদ্র চলে যাবে । তাই প্রতিটি মুহুর্ত,প্রতিটি  সেকেন্ড গুরুত্বপূর্ণ । আমার বিশ্বের দল ভালো খেলবে।  মিনহাজুল বলেন, এখন পর্যন্ত বড় কোন ইনজুরি রিপোর্ট আমাদের কাছে নেই। একটু হালকা এদিক-ওদিক আছে । আশা করছি 15 তারিখের মধ্যে সবাই সুস্থ হয়ে যাবে ।  ফিজিওর কোন রিপোর্টে গুরুত্বপূর্ণ মন্দির খবর নেই পিঠে হালকা চোট পাওয়া যায় ওমানে দল ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেননি অধিনায়ক মাহমুদুল্লাহ তবে সেটা  বাড়তি সতর্কতা হিসেবে ।  খেলা নিয়ে কোন অনিশ্চয়তা নেই বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য প্রথম রাউন্ডে গুরুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভ এর টিকিট নিশ্চিত করা । 

বাংলাদেশ  বিসিবি  এসব খেলোয়াড়দের ভালো কিছু দেখাতে হবে ।  সব প্লেয়ার আত্মবিশ্বাস পারে ম্যাচটিকে হাতে আনতে । তাই তাদের সব সময় সজাগ থাকতে হবে । একজন ভালো  খেললে  হবে না সবাইকে ভালো খেলতে হবে তাহলে সবাই একসাথে খেললে বিশ্বজয় করা সম্ভব ।  বাংলাদেশ ক্রিকেট টিম  কে আরো শক্তিশালী করতে কঠোর পরিশ্রম করতে হবে । বিশ্বকাপের  সব প্লেয়ারকে চাঙ্গা হতে হবে । বাংলাদেশ টিমকে   নির্ভয় নির্দ্বিধায় সৎ সাহস নিয়ে মাঠে খেলতে হবে তাহলেই  বিশ্বকাপ জয় করা  সম্ভব ।  বাংলাদেশের সব জনগণ  তাকিয়ে আছে বাংলাদেশ টিমের দিকে, কি হবে বিশ্বকাপ ক্রিকেটে । প্রধান নির্বাচক মিনহাজুল  আবেদিন নেতৃত্বে বাংলাদেশ টিমকে আরো শক্তিশালী চাঙ্গা করতে কঠোর পরিশ্রমে নামতে হবে।  বাংলাদেশের সব জনগণ তাকিয়েছে বাংলাদেশ   টিমের দিকে ।  প্রধান নির্বাচক মিনহাজুল বলেন বিশ্বকাপের আগেই বাংলাদেশের টিম  সম্পূর্নভাবে  প্রস্তুত হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *