হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছে । আসছে আগামী 25 তারিখ যীশু খ্রীষ্ট এর জন্মদিন । যিশুখ্রিস্টের জন্মদিন কে খ্রিস্টানদের বড়দিন বলা হয় । প্রতি বছর ডিসেম্বর মাসের 25 তারিখে এই দিবসটি পালন করা হয় । বিশেষ করে খ্রিস্টান ধর্মালম্বীদের এ দিবসটি পালন করে থাকে । কারণ খ্রিস্ট ধর্মের মহা উৎসব হচ্ছে খ্রীষ্টান এর বড়দিন । তাই আজকের আর টিটির মাধ্যমে আমি খ্রিস্টানদের বড়দিন সম্পর্কে কিছু কবিতা তুলে ধরব । ডিসেম্বর মাসের 25 তারিখে যিশুখ্রিস্টের জন্ম হয়েছিল তাই তো খ্রিস্টান ধর্মের মানুষেরা এই দিনটিকে খ্রিস্টানদের বড়দিন হিসেবে পালন করে থাকে । তারা এই দিনটিকে খিসটানের মহোৎসব বলে আখ্যায়িত করেছে ।
অনেকেই অনেক ভাবে যীশু খ্রীষ্ট কে স্মরণ করে থাকে । কেউ স্ট্যাটাস মুক্তির মাধ্যমে অনলাইনে তা প্রকাশ করে যীশু খ্রীষ্ট কে স্মরণ করে থাকে । আবার কেউবা যিশুখ্রিস্টের স্মরণে কবিতা আবৃত্তি করে যীশু খ্রীষ্ট কে স্মরণ করে থাকে । তাই আপনারা যারা যীশু খ্রীষ্ট কে স্মরণ করে কবিতা আবৃতি করতে চান আশা করছি তারা আমাদের এই পোস্টটি থেকে উপকৃত হতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে কবিতা ।
Table of Contents
বড়দিনের শুভেচ্ছা কবিতা 2023
আপনি কি বড়দিনের শুভেচ্ছা কবিতা সম্পর্কে জানার জন্য এসেছেন । তাহলে আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম । কারণ আজকে আমি আমার পোস্টের মাধ্যমে খিসটানের এর বড়দিনের কবিতা তুলে ধরবো । আপনারা যারা খিসটানের বড়দিনের কবিতা দেখতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি ফলো করুন । তাহলে আসুন জেনে নেয়া যাক খ্রিস্টানদের বড়দিন কবিতা সম্পর্কে বিস্তারিত । আশা করছি আপনারা আমাদের এই কবিতাগুলো থেকে উপকৃত হতে পারবেন ।
উত্তম চক্রবর্তীর বড়দিনের কবিতা
বড়দিন উপলক্ষে অনেকেই অনেক কবিতা লিখেছেন । তাদের মধ্যে উত্তম চক্রবর্তীর একটি কবিতা আজকে আমার পোস্টের মাধ্যমে তুলে ধরব । কারণ উত্তম চক্রবর্তীর এই কবিতাটি অনেকেই অনলাইনে খোঁজাখুঁজি করে থাকেন । আপনারা যেন খুব সহজেই উত্তর চক্রবর্তীর এই কবিতাটি পেয়ে যান সেজন্য আজকে আমি আমার ওটির মাধ্যমে উত্তর চক্রবর্তীর এই কবিতাটি তুলে ধরেছি । তাহলে আসুন জেনে নেয়া যাক উত্তম চক্রবর্তী বিখ্যাত এই কবিতাটি যীশু খ্রীষ্ট কে নিয়ে ।
উত্তম চক্রবর্তী
এই দিনে এলো ভবে প্রভু যীশুখ্রিষ্ট,❤
ধরাধাম পূণ্য হলো মহামানব সৃষ্ট।
মানব রূপেই জন্ম নিলো পৃথিবীতে,
ধরনীর বেথেলহেমে জীর্ণ গোশালাতে।
শান্তি,ন্যায় প্রতিষ্ঠার্থে ব্রতী হন যিনি ,
মানব কল্যাণে তাই যুক্ত রয় তিনি।
অন্যায় করেন যারা ভালো চাও তার,
পীড়িত কাতর দুঃখে সাথী হও ওর।💖💖
মনুষ্য আত্মার তরে শ্রেষ্ঠত্ব আনেন,
তাদেরই দুঃখে কষ্টে পাশেতে থাকেন।
সংযম সহিষ্ণু ত্যাগে বলিয়ান যিনি,
ভালোবাসায় মহানে স্রষ্টাতেই তিনি।
খুশির উৎসবে আজ শুভ বড়দিন,
পবিত্র গির্জাতে তাই প্রার্থনায় লীন।
আনন্দেতে আত্মহারা ছোট বড় সবে,
শান্তাক্লজ আনে সব উপহার তবে।💖💖
বড়দিনের বিখ্যাত কবিতা
এখন আমি আমার পোস্টের মাধ্যমে বড়দিনের বিখ্যাত একটি কবিতা তুলে ধরবো । অনেকেই যীশু খ্রীষ্ট কে স্মরণ করার জন্য নানা ধরনের কবিতা আবৃত্তি করে থাকেন । তাই আজকে আমি আমার পোস্টের মাধ্যমে যীশু খ্রীষ্ট কে স্মরণ করার জন্য বিখ্যাত একটি কবিতা তুলে ধরবো । যাতে করে আপনারা খ্রিস্টানদের বড়দিন ভালো ভাবে উদযাপন করতে পারেন । তাহলে আসুন জেনে নেয়া যাক খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে বিখ্যাত একটি কবিতা ।
বড়দিনের ঐতিহ্য
ক্রিসমাস উপহারের তালিকা,
আমরা সবাই একমত,
একটি বিশাল
কেনাকাটার স্পী প্রয়োজন।💖💖
এটি মোড়ানো,
চকচকে কাগজ এবং ধনুক।
ভিতরে কি আছে
আমরা প্রকাশ করব না!💖💖
তারপর গাছ,
সুগন্ধি এবং সবুজ.
প্রতি বছর এটি
আমাদের দেখা সেরা।💖💖
বাল্ব ঝুলিয়ে রাখুন
অলঙ্কারও।💖💖
এটি আলোকিত করুন,
বলুন আহ, এবং “ওহ!
ভোজের পরিকল্পনা করুন,
একই রেসিপি,
আমাদের সমস্ত প্রিয়,
খুশি করার জন্য প্রস্তুত।💖💖
আনন্দময় প্রদর্শনে বড়দিনের রীতিনীতি ।
এটা সবসময় একই;
আমরা এটা যে ভাবে ভালোবাসি.
তাই এটা সব আনা,
তাই প্রয়োজনীয়,
প্রিয় ঐতিহ্য💖💖
ক্রিসমাস আনন্দময় করুন
খ্রিস্টানের বড়দিনে লক্ষণ ভান্ডারী কবিতা
অনেকেই আছেন খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে যিশুখ্রিস্টের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য লক্ষণ ভান্ডারী কবিতা আবৃতি করে থাকেন । তাই আপনারা যারা নতুন ভান্ডারী কবিতা আবৃতি করতে চান আশা করছি তারা আলমগীর পোস্টের মাধ্যমে খুব সহজেই যীশু খ্রীষ্ট কে স্মরণ করা উপলক্ষে লক্ষণ ভান্ডারী কবিতার পেয়ে যাবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক যীশু খ্রীষ্ট কে স্মরণ করা উপলক্ষে লক্ষণ ভান্ডারী কবিতা ।
লক্ষণ ভান্ডারী
ক্রিসমাস বড়দিন ভারি ধূম হয়,
গীর্জা ঘরে ঘণ্টা বাজে প্রভাত সময়।
যীশুর প্রার্থনা হয় প্রথমে প্রভাতে,
প্রার্থনা সঙ্গীত সবে গাহে একসাথে।💖💖
ক্রিসমাস বড়দিন ভারি ধূমধাম,
হাসে খেলে নাচে গায় নাহিক বিরাম।
স্যান্টাক্লজ সবাকারে দেন উপহার,
সুমিষ্টান্ন কেক আদি বিবিধ প্রকার।
ক্রিসমাস বৃক্ষ এক শোভিত অঙ্গনে,
ফুলমালা সুসজ্জিত আবাস ভবনে।
শিশু বৃদ্ধ যুবা সবে উত্সবে মাতে,
কেক কাটি সকলেই খায় একসাথে।
রাতে কত জ্বলে আলো বিবিধ প্রকার,
ক্রিসমাস উত্সবে আলোর বাহার।💖💖