Skip to content
Home » বউকে মিস করা নিয়ে স্ট্যাটাস

বউকে মিস করা নিয়ে স্ট্যাটাস

বউকে মিস করা নিয়ে স্ট্যাটাস

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার  পোষ্টের মাধ্যমে বউকে মিস করা নিয়ে  স্ট্যাটাস তুলে ধরব । বউকে মিস করা বলতে বোঝায় বউকে কোথাও রেখে স্বামী দূরে যাওয়া । অনেকেই আছেন বউকে দেশের বাড়িতে রেখে ঢাকায় অথবা দেশের যে কোন প্রান্তে কাজে যায় সে কারণে তারা তাদের বউকে মিস করে । আবার অনেকেই আছেন তাদের বউকে দেশে রেখে বিদেশে চলে যায় ইনকাম করার জন্য । সেক্ষেত্রে তারা তাদের  বউকে  আরো বেশি মিস করে থাকে । কারণ স্বামী স্ত্রী সম্পর্ক হচ্ছে একটি মধুর সম্পর্ক একজন আরেকজনকে ছেড়ে যখন দূরে চলে যায় তখন তাদের মায়া হয় ছেড়ে যেতে ইচ্ছে করে না । কিন্তু জীবিকা অর্জনের তাগিদে তাদেরকে ছেড়ে দূর দেশে পাড়ি দিতে হয় । কারণ বেঁচে থাকতে হলে জীবিকার চাহিদা রয়েছে আর ভালোভাবে বাঁচতে হলে তো টাকার প্রয়োজন অপরিসীম ।

তাইতো টাকা সন্ধানে অনেকেই পরিবারের সকলকে ছেড়ে দূর দেশে পাড়ি দেয় । আর সেখানে গিয়ে তারা তাদের বউকে খুব মিস করে ।একজন পুরুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন তার বউয়ের প্রতি একটি দায়িত্ব চলে আসে আর দায়িত্বের সাথে সাথে তাদের ভালবাসা আরও বেশি বৃদ্ধি পায় । সে কারণে তারা তাদের বউকে ছেড়ে থাকতে খুব কষ্ট পায় । আর দূরে গিয়ে তারা তাদের বউকে খুব মিস করে । অথবা কোন কারনে যদি কোন স্বামী তার বউকে হারিয়ে ফেলে জীবন থেকে তাহলে সে তার বউকে খুব মিস করে । তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে বউকে মিস করা নিয়ে স্ট্যাটাস তুলে ধরব । যাতে করে আপনারা আমাদের  পোস্টের মাধ্যমে খুব সহজেই  বউকে মিস করা নিয়ে স্ট্যাটাস গুলো পেয়ে যান । তাহলে আসুন জেনে নেয়া যাক বউকে মিস করা নিয়ে স্ট্যাটাস ।

বউকে মিস করা নিয়ে স্ট্যাটাস

দূরে গিয়ে বউকে মিস করেনা এমন ব্যক্তি পৃথিবীতে খুব কমই আছে । কারণ বিবাহের পর একজন স্বামী তার বউকে খুব ভালোবাসে । তাইতো সে তাকে ছেড়ে দূরে যেতে চায় না । কিন্তু জীবনে ভালো থাকার লক্ষ্যে টাকা ইনকাম করতে তাদের বাইরে যেতে হয় । তাই বাইরে গিয়ে যে সকল স্বামী তাদের বউকে মিস করতেছেন তাদের কথা চিন্তা করে আজকে আমি আমার এই পোস্টটি সাজিয়েছি । আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে বউকে মিস করা নিয়ে স্ট্যাটাস পেয়ে যাবেন । আরে স্ট্যাটাসগুলো থেকে আপনারা উপকৃত হতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক বউকে মিস করা নিয়ে স্ট্যাটাস ।

মাঝে মাঝে যখন তোমার কথা মনে পড়ে তখন দুই নয়নে অশ্রু ঝরে । আবার যখন তোমার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে তখন আনন্দে বুকটা ভরে ওঠে । ভীষণ মিস করছি তোমায়।

  1. প্রতিক্ষণ প্রতিটি সময় তোমার কথা মনে জাগে আমার ব্যাকুলতা । হারিয়ে যেতে ইচ্ছা করে সেই দূর দেশে । মন চায় তোমার সাথে মিলিত হতে ।
  2. অনেক তারার মাঝে আজও তোমায় খুঁজে ফিরি । মিস ইউ বউ ।💖💖💖
  3. গোলাপ ফুল ছিঁড়তে গেলে যেমন কাটার আঘাত সহ্য করতে হয় তেমনি শত কষ্টের মাঝেও আমি তোমাকে মনে রাখতে চাই ।
  4. কত যে তোমাকে বেসেছি ভালো সেকথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত তবে কি তা মানতে ।
  5. দিন যায় কথা থাকে তোমার কথা মনে পড়ে ।💖💖💖💖
  6. বউকে মিস করার মধ্য দিয়েই ভালোবাসার গভীরতা পরিমাপ করা যায় ।
  7. লিপিকার শুরুতে তোমাকে জানাই একগুচ্ছ রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা । আজ তোমায় ভীষণ মনে পড়ছে ।
  8. তুমি যখন থেকে আমার বউ হয়ে গেলে তখন থেকেই তোমাকে সব সময় মিস করে থাকি ।
  9. আমি যখন তোমায় মিস করি তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি ।💖💖
  10. চাঁদের জোছনায় যখন আলোকিত হয়ে যায় বউ তোমাকে ভীষণ মিস করি তখন।

বউকে নিয়ে উক্তি

আপনি কি বউকে নিয়ে উক্তি সম্পর্কে জানার জন্য এসেছেন । তাহলে আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম । বউকে নিয়ে বিভিন্নজন  মনীষী বিভিন্ন  ধরনের উক্তি করে গেছেন । সেই উক্তি গুলো এখন আমি আমার পোস্টের মাধ্যমে তুলে ধরব । আপনারা যারা বউকে নিয়ে উক্তি সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন আশা করছি তারা আমাদের আজকের এই পোস্ট থেকে সেই উক্তিগুলো জানতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক বউকে নিয়ে এই মনীষীদের করা উক্তি গুলো সম্পর্কে যাবতীয় সফল তথ্য ।

  1. মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি। তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না। তাই স্বামীদের উচিৎ স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো!
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. একটা ভাল স্ত্রী যা করেন, আপনার স্বপ্নগুলো বাঁচিয়ে রাখে এমনকি আপনি যখন বিশ্বাস করেন না তখনও।
    মাইকেল জে সুলিভান
  3. স্বামী বা স্ত্রী হয়ে ওঠা, প্রত্যাশাগুলি যোগ না করে কাঁধ মিলানো ইতিমধ্যে একটি বিশাল দায়িত্ব।
    নাফসাহু হামিদ
  4. আপনি চাইলে একটি গৃহ তৈরিকৃত অবস্থায় কিনতে পারেন। কিন্তু আপনি চাইলে একটি পরিপূর্ণ স্ত্রী লাভ করতে পারবেন না। আপনার স্ত্রীকে আপনার নিজের মত গড়ে নিতে হবে।
    টমাস ফুলার
  5. ধন্য সেই ব্যক্তি, যিনি সত্যিকারের বন্ধুকে খুঁজে পান এবং সবচেয়ে সুখী তিনিই যিনি তাঁর স্ত্রীর মধ্যে সেই সত্য বন্ধুটি খুঁজে পান।
    ফ্রানজ শুবার্ট
  6. স্ত্রী স্বামীকে ঘরে ফিরে আসতে আনন্দিত করুন এবং তাকে ছেড়ে চলে যেতে দেখে তাকে দুঃখ করুন।
    মার্টিন লুথার
  7. ঠিক আছে, আমি আমার স্ত্রীকে মিস করছি, আপনি জানেন। তবে আমি স্বাচ্ছন্দ্য জানি না, জানি না। আপনি যে অনুভূতিটি অনুভব করছেন সেখানে আপনি যে অনুভূতিটি নিয়েছেন বলে মনে করছেন ।
    জন স্কালজি
  8. কারণ একজন পুরুষ ভাল স্ত্রীর চেয়ে ভাল কিছু জিততে পারে না এবং তারপরে খারাপের চেয়ে মারাত্মক আর কিছুই হয় না।
    হেসিয়ড
  9. গৃহিণী হওয়ার জন্য আমার অনেক কল্পনা আছে…। আমি অনুমান করি আমি একটি কল্পনা।
    মেরিলিন মনরো
  10. একটি মেয়ে সবচেয়ে ভাল জিনিস হতে পারে একটি ভাল স্ত্রী এবং মা। এটি একটি মেয়ের সর্বোচ্চ কলিং। আমি প্রস্তুত আমি প্রস্তুত।
    ন্যান্সি ই টার্ন
  11. মন ভালো রাখতে বৌকে ফেসবুক, ফোনবুক, নোটবুক সহ সব ধরণের একাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন।
    মার্ক জুকারবার্গ

বউকে নিয়ে বিখ্যাত কবিতা

বউকে নিয়ে বিভিন্নজন কবি বিভিন্ন ধরনের কবিতা লিখে গেছেন । তাদের লেখা এই সুন্দর সুন্দর কবিতাগুলো এখন আমি আমার পোষ্টের মাধ্যমে তুলে ধরব । আপনারা যারা বউকে নিয়ে কবিতাগুলো দেখার জন্য আগ্রহী আশা করছি তারা আমাদের আজকের এই পোস্ট থেকে বউকে নিয়ে সুন্দর এই কবিতাগুলো পেয়ে যাবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক বউকে নিয়ে সুন্দর সুন্দর কবিতা সমূহ ।

বউ
নির্মলেন্দু গুণ

কে কবে বলেছে হবে না? হবে,বউ থেকে হবে ।
একদি আমিও বলেছিঃ ওসবে হবে না ।
বাজে কথা । আজ বলি,হবে,বউ থেকে হবে ।
বউ থেকে হয় মানুষের পুনর্জন্ম,মাটি,লোহা,
সোনার কবিতা, —কী সে নয়?
গোলাপ,শেফালি,যুঁই,ভোরের আকাশে প্রজাপতি,
ভালোবাসা,ভাগ্য,ভাড়াবাড়ি ইতিপূর্বে এভাবে মিশেনি ।
ছড়িয়ে ছিটিয়ে ছিল,দুইজন্ম এবার মিশেছে,দেখা যাক ।
হতচ্ছাড়া ব্যর্থ প্রেম,গাঁজা,মদ,নৈঃসঙ্গ আমার
ভালোবেসে হে তরুণ,তোমাকে দিলাম,তুমি নাও ।
যদি কোনদিন বড় কবি হও,আমার সাফল্য
কতদূর একদিন তুমি তা বুঝিবে ।
আমি কতো ভালোবাসা দু’পায়ে মাড়িয়ে অবশেষে,
কল্পনার মেঘলোক ছেড়ে পৌঁছেছি বাস্তব মেঘে ।
আজ রাত বৃষ্টি হবে মানুষের চিরকাম্য দাবির ভিতরে ।
তার শয্যাপাশে আমার হয়েছে স্থান, মুখোমুখি,
অনায়াসে আমি তা বলি না, বলে যারা জানে দূর থেকে ।
আমি কাছে থেকে জানি, বিনিময়ে আমাকে হয়েছে দিতে
জীবনের নানা মূল্যে কেনা বিশ্বখানি, তার হাতে তুলে ।
অনায়াসে আমিও পারিনি । ক্রমে ক্রমে, বিভিন্ন কিস্তিতে
আমি তা দিয়েছি, ফুলে ফুলে ভালোবেসে যেভাবে প্রেমিক ।
প্রথমে আত্মার দ্যুতি, তারপর তাকে ঘিরে মুগ্ধ আনাগোনা ।
স্বর্গের সাজানো বাগানে পদস্পর্শে জ্বলে গেছি দূরে, তারপর
পেয়েছি বিশ্রাম । আজ রাত সম্পর্কের ভিতরে এসেছি ।
সবাই মিলবে এসে মৌন-মিহি শিল্পে অতঃপর,
তোমার প্রদত্ত দানে পূর্ণ হবে পৃথিবী আমার ।

বউ নিয়ে ছন্দ

সাগরের টানে যেমন নদী বয়ে যায়
তেমনি করে আমার এই মন তোমায় পেতে চায়
যদি ভুলে যাবে বেদনা নিয়ে
তবে কেন এসেছিলে বেঁধেছিলে হৃদয় দিয়ে
যখন আমি হারিয়ে যাব অনেক দূরের বনে
তখন কি আমার কথা থাকবে তোমার মনে
বেশি ভালোবাসি বলে রাগ তুমি দূরে সেটা আমি বুঝি নাই বেদনার সুরে
অনেক তারার মাঝে একটি তারার লাগি
তোমার আশায় প্রিয়া আমি যে রজনী যায়
পুরনো সেই সুরে কে যেন ডাকে দূরে
আমারে বাঁচাতে যদি সাহেব মন-প্রাণ
তোমার জীবন সুধা করো মোরে দান
বিদায়ের বাণী লিখিলাম আমি বেদনার কালি দিয়ে
দূরে দূরে থাকি বলে যেয়ো নাকো ভুলে
তোমার দেখা পেলাম বলে তাইতো হলাম কবি
হৃদয় মাঝে রাখছি আমি তোমার করুন ছবি
ভালোবাসার ভয়ে তুমি কাঁদালে
মরে চলে যাব তাই আমি চির অভিসারে
আষাঢ়ে আসিবে বন্ধু আশা ছিল মনে
কেমনে কাটাই রাত তোমার বিহনে
চাঁদনী রাতে জোনাক জলে
বন্ধু বাজায় বাঁশি পড়ায়
তখন মনে বসে না মন হয় উদাসী

সর্বশেষ কথা,

 আমি আমার পোস্টের মাধ্যমে বউকে মিস করা নিয়ে স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও কবিতা তুলে ধরেছি । আপনারা যারা  বউকে মিস করা নিয়ে এই স্ট্যাটাস গুলো পেতে চান আশা করছি তারা আমাদের পোস্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন ।  এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন । আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *