Skip to content
Home » প্রেমিকাকে নিয়ে সেরা রোমান্টিক কবিতা

প্রেমিকাকে নিয়ে সেরা রোমান্টিক কবিতা

প্রেমিকাকে নিয়ে সেরা রোমান্টিক কবিতা

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার  পোষ্টের মাধ্যমে প্রেমিকাকে নিয়ে  সেরা রোমান্টিক কবিতাগুলো তুলে ধরব । বর্তমান সমাজের বেশিরভাগ ছেলে মেয়েরাই প্রেম করে থাকে । তাই তারা তাদের প্রেমিকাকে পটাতে নানা ধরনের কৌশল অবলম্বন করে থাকে । আর কবিতা এর মধ্যে একটি শ্রেষ্ঠ কৌশল । কারণ অনেক ছেলেমেয়েরাই আছেন তারা তাদের প্রেমিক-প্রেমিকাকে কবিতা শুনিয়ে তাদের প্রতি আরো বেশি মনোযোগ করে তোলে । তারা তাদের মন পেতে সুন্দর সুন্দর কবিতায় এবং ছন্দ বলে থাকে । এ সকল কবিতা এবং ছন্দ আজকে আমি আমার পোস্টের মাধ্যমে তুলে ধরব । যেন আপনারা খুব সহজে আমাদের পোষ্টের মাধ্যমে প্রেমিকাকে নিয়ে রোমান্টিক কবিতাগুলো পেয়ে যান ।

আর আপনাদের মনের মানুষকে খুব সহজেই আপনাদের কাছে টেনে নিতে পারেন । আর যে সকল ছেলেমেয়েরা রোমান্টিক প্রেমের কবিতা সম্পর্কে জানার জন্য অনলাইনে সার্চ করতেছেন আশা করছি তারা আমাদের পোষ্টের মাধ্যমে খুব সহজেই উপকৃত হতে পারবেন । আর প্রেমিকাকে নিয়ে এই রোমান্টিক কবিতা গুলো পেয়ে যাবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক প্রেমিক নিয়ে সেরা রোমান্টিক কবিতা ।

প্রেমিকাকে নিয়ে রোমান্টিক কবিতা

আপনি কি আপনার প্রেমিকাকে নিয়ে রোমান্টিক কবিতা পেতে চান । তাহলে আমাদের আজকের এই পোস্টটি আপনাকে স্বাগতম । কারণ আজকে আমি আমার  পোস্টের মাধ্যমে প্রেমিকাকে নিয়ে রোমান্টিক কবিতাগুলো তুলে ধরব । যেন আপনারা আমাদের পোস্টের মাধ্যমে খুব সহজেই প্রেমিকাকে নিয়ে রোমান্টিক কবিতা গুলো পেয়ে যান । আর আপনার ভালবাসার মানুষকে আরো বেশি করে আপন করে নিতে পারেন । কারণ ভালবাসার মানুষকে একটু যত্ন নিলে তারা তাদের ভালোবাসা আরো বাড়িয়ে দিবে তাদের ভালোবাসার হাত বাড়িয়ে দেবে । তাই যে সকল প্রেমিক চালাক তারা তাদের প্রেমিকাকে আরো কাছে পেতে নানা ধরনের কবিতা অবলম্বন করে থাকে । সে সকল কবিতা এখন আমি আমার  পোস্ট এর মাধ্যমে তুলে ধরব । তাহলে আসুন জেনে নেয়া যাক প্রেমিকাকে নিয়ে রোমান্টিক কবিতা গুলো সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ।

মেঘ চায় বৃষ্টি
মন্দের মাঝেও ভালো থাকি পেলে তোমার দৃষ্টি।
তোমায় ছাড়া শূন্য ভূবন মহাকাশের মতো,
নেই পাশেও তবু তোমায় ভাবছি অবিরত।

এমন যদি হতো..
একটা প্রেমের গল্প হতো,
দূরে থেকেও ভালবাসা হতো,।
এমন যদি হতো
জীবন অনেক ব্যস্ত হতো,
তবুও হাতে তার হাতটা হতো।

চুপি চুপি বলছি তোমায় কাউকে বলো না।
এত সুন্দর লাগছে তোমায় হয় না তুলনা।
কি সুন্দর ঠোঁট তোমার কি সুন্দর আঁখি।
যে দেখবে সেই বলবে আমি তোমায় ভালোবাসি।

আকাশেতে তুমি মোর সোনালি আলো,
জানিনা তোমায় কেন লেগেছে ভালো।
আমি হলাম সাগর, ‍তুমি হলে ঢেউ।
চুপি চুপি করবো প্রেম জানবে নাতো কেউ।

বিদেশেতে বন্ধু তুমি
আমার প্রীতি নিও,
আমার কথা মনে হইলে
আমায় চিঠি দিও।

এই জীবনে সব পেয়েছি,
পাইনি কারো মন।
জানিনা যে এই জীবনে,
কে হবে আপন জন​।
মনের মত চাই তারে,
চাই তার মন,
হবে কি তুমি আমার কাছের একজন

মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,
বলোনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে।
যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি শুধুই তোমাকে।

নীল আকাশ মেঘলা হলো,
নামবে হয়ত বৃষ্টি
আমার কথা পড়লে মনে,
জানালায় রেখো দৃষ্টি।

প্রেমিকাকে নিয়ে সেরা কবিতা

বর্তমানে প্রেমিক প্রেমিকার অভাব নেই ।তাইতো আজকাল অনলাইনে সার্চ করতে দেখা যায় প্রেমিকাকে নিয়ে সেরা প্রেমের কবিতাগুলো সম্পর্কে । আমরা গুগলে এ ধরনের সার্চ দেখে আজকের এই পোস্টটি সাজিয়েছি । যে সকল প্রেমিক তাদের প্রেমিকাকে নিয়ে এ ধরনের কবিতা পেতে চায় তারা আশা করছে আমাদের পোস্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন । আর আপনার প্রেমিকাকে প্রেমের কবিতা গুলো সম্পর্কে জানিয়ে দিতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক প্রেমীকে কি নিয়ে প্রেমের কবিতা সম্পর্কে বিস্তারিত ।

আকাশের মেঘ তুমি, শ্রাবণের বৃষ্টি।
হৃদয়ের সুখ তুমি, বিধাতার সৃষ্টি।
শরতের ফুল তুমি, হৃদয়ের হাঁসি
মন চায় তোমাকে আরো ভালোবাসি।

এমন যদি হতো
এত সব অনুভূতি কি আমার হতো ?
আজ কি সত্যিই হাতে কলম আর পাশে ডাইরি হতো ?
এমন যদি হতো

তুমি আমার জীবন ,
তুমি আমার মরন,
তোমায় নিয়ে থাকব আমি,
সারাটা জীবন।

ভালোবেসে এই মন,
তোকে শুধু চায় সারাক্ষন।
আছিস তুই আমার মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঝেঁ।

হঠাৎ বৃষ্টি নামলে,
জানলায় বাড়িয়ে দিও তোমার দুটি হাত!
আমি বৃষ্টি হয়ে খুঁজবো….
তোমায় ছোঁয়ার অজুহাত।

যে গান কানে যায় না শোনা।
সে গান কোথায় নিত্য বাজে,
প্রাণের বীণা নিয়ে যাবো,
সেই অতলের সভা মাঝে।

আজ তুমি আছো বলেই ,
আমার অস্তিত্ব বিরাজমান।
আজ তুমি আছো বলেই ,
আমার অস্তিত্বের প্রমাণ।
অভিমানটাই যদি না বোঝে ,
ভালোবাসাটা বুঝবে কি করে।
ভালোবাসে না বলেও ,
ভালোবাসা যায়।

সর্বশেষ কথা,

আমি আমার  পোষ্টের মাধ্যমে প্রেমিকাকে নিয়ে  প্রেমের কবিতা গুলো তুলে ধরেছি । আপনারা যারা  প্রেমিকাকে নিয়ে প্রেমের কবিতা গুলো পেতে চান আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন । এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন ।  আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *