প্রথম সন্তান জন্ম দেয়া একজন নারীর কাছে যে কতটা আনন্দদায়ক সেটা সেই বুঝে । প্রথমে যখন একজন নারীর পেটে বাচ্চা আসে তখন সে প্রথমে একটু ভয় পেয়ে ওঠে কিন্তু তারপর আস্তে আস্তে কেটে যায় আর যখন একজন নারী একটি সন্তান প্রসব করে থাকে তখন তার আনন্দ অনেক গুণ বৃদ্ধি পায় । সে ভাষায় প্রকাশ করতে পারবে না সে কতটা আনন্দিত একজন নারীর পাশাপাশি একজন পুরুষ যখন বাবা হয় সেও তার আনন্দ ধরে রাখতে পারেনা । অনেকেই তো আনন্দে কান্না করে থাকি আবার অনেকে প্রথম সন্তানের সময় নামাজে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করে হে মহান রাব্বুল আলামিন তুমি আমাকে একটি সুস্থ এবং সুন্দর ছেলে বা মেয়ে দান করেন । মহান আল্লাহতালা সকলের মনের আশা পূরণ করে থাকেন ।
একজন মা দীর্ঘ দশ মাস দশ দিন তার পেটে বাচ্চা নিয়ে ঘোরাফেরা করে অনেক কষ্ট করার পরেও তিনি যেদিন সন্তান জন্ম দেয় সকল দুঃখ-কষ্ট সেদিনই ভুলে যায় তার সন্তানের মুখের দিকে তাকিয়ে কারণে সন্তান এই পেটে থাকা অবস্থায় তাকে কতই না লাথি মেরেছে পিঠে বেথায় মা কাতর হওয়ার পরেও সন্তান পেটে নিয়ে ঘুরে বেরিয়েছে । আর যখন এই সীমা বাচ্চা প্রসব করে থাকে তখনই সে বাচ্চার দিকে তাকিয়ে তার সকল দুঃখ কষ্ট ভুলে যায় । তাইতো আস্তে আমরা আমাদের পোস্টের মাধ্যমে প্রথম সন্তান নিয়ে স্ট্যাটাস উক্তি এবং ক্যাপশনগুলো তুলে ধরবো । আশা করছি আমাদের দেয়া স্ট্যাটাস উক্তি এবং ক্যাপশনগুলো আপনাদের পছন্দ হবে । তাহলে বন্ধুরা আর দেরি না করে জেনে নিন প্রথম সন্তান নিয়ে স্ট্যাটাস উক্তি এবং ক্যাপশনগুলো ।
প্রথম সন্তান নিয়ে স্ট্যাটাস
- প্রথম সন্তান মা-বাবার কাছে শ্রেষ্ঠতম নিয়ামত
- ছেলে মেয়ে যতই বড় হোক না কেন বাবা-মার কাছে সারাজীবনের ছোট থেকেই যায়
- প্রথম সন্তান ছেলে বা মেয়ে যাই হোক না কেন সবাই খুশি থাকে
- নারীর কাছে সন্তান প্রসব এক তৃপ্তিদায়ক শান্তি
- আপনার সন্তান আপনাদের শিক্ষার্থী বেশি আপনাকে দেখে শিখি, তাই আপনাকে সর্বদা ভালো কাজ করার চেষ্টা করতে হবে
- প্রথম সন্তানকে সবার কাছে আদরের হয়
- মা বাবার কাছে প্রত্যেক সন্তান নই সমান
- মা বাবার মতো আরা আপন পৃথিবীতে কেউ হয়না
- প্রথম সন্তানকে নিয়ে প্রত্যেক মা বাবা অনেক স্বপ্ন দেখে থাকে
- প্রথম সন্তানকে লক্ষ করে বাকি সন্তানেরা বড় হয়ে ওঠে
- মানুষের মতো মানুষ হতে পারে একটি সন্তানই যথেষ্ট
প্রথম সন্তান নিয়ে উক্তি
- বাবা হওয়াটা গর্বের বিষয় সকল বাবা হওয়াটা আরো বেশি গর্বের বিষয়
- একশত মূর্খ সন্তানের চেয়ে একজন গুণী সন্তান বরং ভালো। একটি চন্দ্র যতটা অন্ধকার দূর করে, সকল তারা মিলেও তা পারে না।
চাণক্য। - সন্তান হলো প্রভুর দেওয়া উপহারস্বরুপ।
বাইবেল। - আমাদের সন্তানের সুন্দর আগামীর জন্য, আমাদের বর্তমানকে ত্যাগ করতে হবে।
এ পি জে আবুল কালাম আজাদ। - সন্তানদের শেখানো উচিত কীভাবে চিন্তা করতে হয়, কি চিন্তা করবে সেটা নয়।
মার্গারেট মেড। - একজন সন্তান থাকলেই আপনি পিতামাতা হয়ে উঠবেন আর দুজন থাকলে আপনি রেফারি।
ডেভিড ফ্রস্ট। - আপনি আপনার সন্তানদের সবচেয়ে বড় যে উপহার দিতে পারেন সেগুলো হলো দ্বায়িত্বের শেকড় এবং স্বাধীনতার ডানা।
ডেনিস ওযেটলি। - হয় সন্তান জন্ম দিতে হবে নয়তো সন্ন্যাস নিতে হবে। কারণ অবশেষে আপনাকে এমন কিছুর সন্ধান করতে হবে যাকে আপনি নিজের চেয়ে বেশি ভালোবাসেন।
নেভাল রবিকান্ত। - আপনার সন্তানকে যথাযথভাবে লালন করুন। কারণ তারাই সেই পদচিহ্ন, যা আপনি এই পৃথিবীতে রেখে যাবেন।
সর্বশেষ কথা,
আসলেই প্রথম সন্তান জন্ম দেওয়া আমাদের কাছে গর্বের একটি বিষয় ।কারণ যার সন্তান নেই সে বুঝে সন্তান না থাকার কত যন্ত্রনা মনে হয় একটি সন্তান পাশে থাকলেই জীবনের সকল শান্তি । তাইতো অনেকেই অনেক ডাক্তার কবিরাজের কাছে ছুটে একটিমাত্র সন্তানের আশায় । যাদের সন্তান নেই সেই বুঝে সন্তান থাকা কত যন্ত্রনা মানুষের কাছেও তাদেরকে অনেক ছোট হতে হয় একেক জন মানুষ একেক ধরনের কথা বলে থাকে । তাইতো আপনি আমরা আমাদের পোস্টের মাধ্যমে প্রথম সন্তান নিয়ে স্ট্যাটাস মুক্তি এবং ক্যাপশনগুলো তুলে ধরেছে । আশা করছি আমাদের দেয়া স্ট্যাটাস এবং উক্তি গুলি আপনাদের ভালো লাগবে । আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।