Skip to content
Home » পুতুল নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা ও পিকচার

পুতুল নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা ও পিকচার

পুতুল নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা ও পিকচার

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করছি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার পোস্টের মাধ্যমে পুতুল নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও বাণী তুলে ধরব । ছোটবেলায় পুতুল নিয়ে খেলা করেনি এমন ছেলেমেয়ে খুব কম আছে । ছোটবেলায় আমরা সকলেই পুতুল নিয়ে খেলা করেছি । পুতুলের বিয়ে দিয়েছি । পুতুল দিয়ে বর বউ খেলেছি । ছোটবেলায় পুতুল নিয়ে খেলার দিনগুলি ছিল খুবই মজার । বর্তমান সময়ের ছেলেমেয়েরা হয়তো বা পুতুল নিয়ে একা একা ঘরে খেলা করে আগের মত আর পুতুলের বিয়ে দেয় না । পৃথিবী যতদিন থাকবে ছোট ছেলেমেয়েরা পুতুল নিয়ে খেলা করবে এটাই নিয়ম । বর্তমানে এখন দোকানে সুন্দর সুন্দর পুতুল কিনতে পাওয়া যায় ।

কিন্তু আগে আমরা কাপড় দিয়ে পুতুল তৈরি করে সেই পুতুলের বিয়ে দিয়ে খেলা করতাম । তাইতো এখন অনেকেরই পুতুল নিয়ে উক্তি , স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা সম্পর্কে জানার ইচ্ছা করে । তাই তাদের কথা চিন্তা করে আজকে আমি আমার এই পোস্টটি সাজিয়েছি পুতুল সম্পর্কে । আপনারা যারা পুতুল নিয়ে এ বিষয়ে জানতে চান তারা আমাদের পোস্টের মাধ্যমে খুব সহজেই এ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন ।

পুতুল নিয়ে উক্তি

পুতুল নিয়ে বিভিন্ন ব্যক্তিগণ বিভিন্ন ধরনের মন্তব্য করে গেছেন । কারণ ছোটবেলায় পুতুল নিয়ে অনেকেই খেলা করছে।তাই বিশিষ্ট ব্যক্তিরা তাদের শৈশবের কথা মনে পড়লে সেই পুতুল খেলার কথা মনে পড়লে নানান ধরনের উক্তি মনে পড়ে গেছে । সে সকল উক্তি তারা করে গেছেন ভবিষ্যতের কথা চিন্তা করে । তাইতো তাদের করা উক্তিগুলো আজকে আমি আমার পোস্টের মাধ্যমে তুলে ধরব । আশা করছি আপনারা আমাদের  পোস্টের মাধ্যমে খুব সহজেই পুতুল সম্পর্কে কিছু উক্তি পেয়ে যাবেন ।

জীবনের খেলাঘরে আমরা সবাই কাঠ পুতুলের মতোই ইশারায় নাচি।
সংগৃহীত

আসলে ছোটবেলার দিনটা ভালো ছিল। ঘুমাতে যাওয়ার সময় পুতুলকেও ঘুম পাড়িয়ে দিতাম। আবার একসঙ্গে জেগে উঠতাম।
সংগৃহীত

শৈশবে পুতুলের বিয়ের অনুষ্ঠানটা ও যেন খুব প্রাণবন্ত ছিল। পুতুলটা প্রাণহীন ছিল কিন্তু আমাদের অনুভূতি গুলো জীবন্ত ছিল।
সংগৃহীত

হাত থেকে পুতুল গড়িয়ে পড়ে গেলে যে মেয়েটা কান্না করে উঠতো, সেই মেয়েটা ও আজকে গম্ভীর হয়ে গেছে।
সংগৃহীত

শৈশবের স্মৃতি রূপকথার দেশ পুতুল খেলার সাথী, খেলনা দিয়ে সাজিয়ে তোলা ছোট্টো একটা জগত, সেই জগৎটাকে ঘিরেই ছিল ছোটোবেলার পড়ন্ত বিকেল।
সংগৃহীত

পুতুল নিয়ে খেলা করা তো ভালো ব্যাপার, কিন্তু কারো মন নিয়ে খেলা করা খুব খারাপ কাজ।
সংগৃহীত

পুতুল যেমন অবুঝ শিশুর খেলার সঙ্গী ঠিক তেমনি মানুষও কারো না কারো হাতের পুতুল, কোন অবুঝ হৃদয়ের খেলার সঙ্গী।
সংগৃহীত

পুতুল নিয়ে স্ট্যাটাস

আপনি কি পুতুল নিয়ে স্ট্যাটাস সম্পর্কে জানার জন্য এসেছেন । তাহলে আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম । কারণ আজকে আমি আমার  পোষ্টের মাধ্যমে পুতুল নিয়ে  কিছু স্ট্যাটাস তুলে ধরব । অনেকেই আছেন পুতুল নিয়ে স্ট্যাটাস গুলো তাদের ফেসবুকে অথবা টুইটারে শেয়ার করতে চায় । তারা খুব সহজেই আমাদের  পোস্টের মাধ্যমে পুতুল নিয়ে এ সকল স্ট্যাটাস পেয়ে যাবেন।

শৈশবের সেই মাটির পুতুলের মত আমরাও যান্ত্রিক পুতুল হয়ে যাচ্ছি।‌
সংগৃহীত

মিছামিছি পুতুল খেলার দিনগুলোর সাথে মিছেমিছি স্বপ্ন দেখার প্রচন্ড মিল রয়েছে।
সংগৃহীত

সাজঘরের পুতুলটা ও কত ভালোবাসা পেতো, অথচ আজ মানুষ হয়ে মানুষের কাছে ভালোবাসা পায় না।
সংগৃহীত

এইটুকুন ছিল সে বুলবুলির মতো রাঙা মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেলে কেঁদে ভাসাইত বুক।
সংগৃহীত

প্রাণহীন পুতুলটার সাথে ও কত আবেগ নিয়ে কথা বলতাম, আর এখন আমার কথায় কোন প্রাণ নেই।
সংগৃহীত

আমরা সবাই পুতুল, হয়তো নিজের হাতের পুতুল না অন্য কারো হাতের পুতুল।
সংগৃহীত

ছেলেবেলার আমার খেলার সাথী ছিল অনেকগুলো পুতুল আর তাদের রং বেরঙের জামাগুলো, এই খেলনাগুলো নিয়েই মেতে থাকতাম সারাদিন, আজও মনে পড়ে সেই দিনগুলো, কত গল্পই না করতাম আমার সেই পুতুলগুলো সাথে।
সংগৃহীত

পুতুল নিয়ে কবিতা

পুতুল নিয়ে জসীমউদ্দীনের একটি অসাধারণ কবিতা রয়েছে । আর অনেকেই পুতুল নিয়ে কবিতা অনলাইনে খোঁজাখুঁজি করে থাকে । তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে পুতুল নিয়ে জসীমউদ্দীনের এই বিখ্যাত কবিতাটি তুলে ধরব আটটি লাইন । আপনারা যারা পুতুল নিয়ে কবিতা সম্পর্কে জানতে চান তারা আমাদের আজকের এই পোস্টটি পড়ুন আশা করছি তাহলে আপনারা পুতুল নিয়ে কবিতা পেয়ে যাবেন ।

পুতুল 

   জসীমউদ্দীন

পুতুল, তুমি পুতুল ওগো — কাদের খেলা-ঘরের ছোট খুকু,
কাদের ঘরের ময়না পাখি — সোহাগ-করা কাদের আদরটুকু।
কার আঁচলের মানিক তুমি– কার চোখেতে কাজললতা হয়ে,
এসেছ এই সোনার দেশে রামধনুকের রঙের হাসি লয়ে।
ভোর বেলাকার শিশির তুমি– কে রেখেছে শিউলী ফুলের পরে,
খোকা-ভোরের হাসিখানি কে রেকেছে পদ্মপাতায় ধরে।

পুতুল! তুমি মাটির পুতুল–নানাজনের স্নেহের অত্যাচার,
হাসিমুখে সইতে পার আপন পরের তাই ধার না ধার।
তাই ত তুমি পুতুল লয়ে সারাটা দিন খেলাও খেলাঘরে,–
তুমি পুতুল, তাই ত পুতুল খেলার সাথী তোমার স্নেহের বরে।

পুতুল নিয়ে ক্যাপশন

অনেকেই আছেন পুতুল নিয়ে ক্যাপশন গুলো তাদের ফেসবুকে  অথবা টুইটারে শেয়ার করতে চায় । তাইতো তাদের কথা চিন্তা করে আজকে আমি আমার পোস্টের মাধ্যমে পুতুল নিয়ে ক্যাপশন তুলে ধরব আপনারা খুব সহজে আমাদের  পোস্টের মাধ্যমে পুতুল নিয়ে ক্যাপশন গুলো পেয়ে যাবেন।তাহলে আসুন জেনে নেয়া যাক পুতুল নিয়ে ক্যাপশন ।

ছোট্ট হাতে পুতুল সাজিয়ে ছোট্ট মেয়ে টা নিজেকে বউ হিসেবে কল্পনা করে, আর মুচকি হাসে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য গুলোর মধ্যে একটা।
সংগৃহীত

হৃদয়হীন মানুষ পুতুলের সমতুল্য। এতো এতো পুতুলরূপী মানুষের ভিড়ে আসল মানুষ খুঁজে পাওয়া টা দুস্কর।
সংগৃহীত

আমার মন কে তো তুমি পুতুল ভেবে বসে আছো, তাই রোজ খেলছো এটা নিয়ে।
সংগৃহীত

পুতুল হলো একজন শিল্পীর সৃজনশীলতার প্রতীক।‌ এক শিল্পী সত্তা তার কল্পনাকে পুতুলে রুপ দেয়।
সংগৃহীত

যেভাবে পুতুলকে সাজিয়ে যত্ন করে সাজঘরের ভিতর রেখে দেওয়া হয়, সেভাবে আমিও তোমাকে পুতুলের মত সাজিয়ে হৃদয় কুঠুরিতে রেখে দিবো।
সংগৃহীত

আমাদের হৃদয় মোমের পুতুলের মতোই কোমল। আগুনের ছোঁয়ায় মোমের পুতুল যেমন গলতে শুরু করে তেমনি আমাদের হৃদয় ও দুঃখের পরশে বিগলিত হয়ে যায়।
সংগৃহীত

বড় হয়েগেছি, তাও পুতুল নিয়ে খেলতে আমি রাজি কিন্তু কখনো কারো বিশ্বাস নিতে খেলতে যাব না।
সংগৃহীত

পুতুলের পিকচার

অনেকেই সুন্দর সুন্দর পুতুলের পিকচার গুগল এ সার্চ করে থাকেন । তাইতো তাদের কথা চিন্তা করে আজকে আমি আমার  পোস্টেরমাধ্যমে কিছু পুতুলের পিকচার তুলে ধরব । আশা করছি আপনারা খুব সহজে আমাদের  পোস্টের মাধ্যমে পুতুলের সুন্দর সুন্দর পিকচার গুলো পেয়ে যাবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক সুন্দর সুন্দর পুতুলের পিকচার সমূহ সম্পর্কে ।

পুতুলের পিকচার

পুতুলের পিকচার

সর্বশেষ কথা,

 আমি আমার  পোষ্টের মাধ্যমে  সুন্দর সুন্দর পুতুলের পিকচার, উক্তি, স্ট্যাটাস এবং ক্যাপশন তুলে ধরেছি । আপনারা যারা পুতুল নিয়ে এ বিষয়গুলো সম্পর্কে জানতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন । আশা করছি তাহলে আপনারা আমাদের পোস্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন । এ ধরনের আরো  পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে সাথেই থাকুন। আমাদের ওয়েব সাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *