Skip to content
Home » পাদের উপকারিতা কি? পাদে গন্ধ হয় কিসের কারণে? । What are the benefits of farting ? 2022

পাদের উপকারিতা কি? পাদে গন্ধ হয় কিসের কারণে? । What are the benefits of farting ? 2022

পাদের উপকারিতা কি? পাদে গন্ধ হয় কিসের কারণে? । What are the benefits of farting ? 2022

আমরা সাধারনত যে সকল খাদ্য খেয়ে থাকি তা থেকে আমাদের পাদের সৃষ্টি হয় । এখন প্রশ্ন হচ্ছে পাদের উপকারিতা কি? পাদে গন্ধ হয় কিসের কারণে? পাদের ইংলিশ হচ্ছে =farting ।    আর পাদ সৃষ্টির মূল কারন হচ্ছে আমাদের আমরা প্রতিনিয়ত যে সকল খাদ্য খেয়ে থাকি তা থেকে হাইড্রোজেন সালফাইট গ্যাস উৎপন্ন হয় । বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের পেট ফেঁপে গেলে পেটের মধ্যে গ্যাস উৎপন্ন হয় এবং তা থেকে তাদের সৃষ্টি হয় এবং এই থেকে পাদের গন্ধ বের হয় । এখন চলুন দেখে নেওয়া যাক যে তাদের পাদের উপকারিতা সম্পর্কে এবং পাদের গন্ধো সম্পর্কে আলোচনা করা যাক

পাদের উপকারিতা কি? পাদে গন্ধ হয় কিসের কারণে? । What are the benefits of farting ? 2022

পাদের উপকারিতা কি?

এটি আমাদের জন্য যতই লজ্জাজনক বিষয় হোক না কেন এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী ।  কেননা  এর গ্যাস বের হওয়ার কারণে আমাদের হার্ট অ্যাটাক ,স্ট্রোক , ও স্মৃতিশক্তি হারানোর ইত্যাদি বিভিন্ন রোগ থেকে রক্ষা করে । গবেষকরা বিভিন্ন গবেষণায় বের করেছে যে  যখন একজন সুস্থ ব্যক্তির শরীরে  হাইড্রোজেন সালফাইড তৈরি করে যার তার শরীরের কোষে কোষ গুলো মাইট্রোকন্ডিয়া  অর্থাৎ যে সকল কোষের কার্যক্ষমতা রয়েছে তা বজায় রাখে । 

পাদের উপকারিতা

আরেকটি গবেষণায় তারা বলেছেন আমাদের  শরীরের মধ্যে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন না হলে দেহের সব কষ্ মারা যেতে পারে । তাই তারা বলেছেন যে হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকার কারণে আপনার শরীরের রোগ ব্যাধি দূর করবে এবং আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে । 

পাদের উপকারিতা কি? পাদে গন্ধ হয় কিসের কারণে? । What are the benefits of farting ? 2022

পাদে গন্ধ হয় কিসের কারণেঃ

আমরা প্রতিনিয়ত যে সকল খাদ্য খেয়ে থাকি তা থেকে আমাদের পাদের উৎপন্ন হয় । আরে সকল খাদ্য থেকে সৃষ্টি হয় হাইড্রোজেন সালফাইড । আর হাইড্রোজেন সালফাইট তৈরি হওয়ার কারণে আমাদের পাদে গন্ধ হয় । এই হাইড্রোজেন সালফাইট সৃষ্টির মূল কারন হচ্ছে অতিরিক্ত পরিমাণে ভাজাপোড়া জাতীয় খাদ্য খেলে পেটের ভিতর এটি তৈরি হয় ।  তাই অতিরিক্ত তেল ও ভাজাপোড়া জাতীয় খাদ্য থেকে বিরত থাকতে হবে । এই দেশ আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী কিন্তু অতিরিক্ত পরিমাণে গ্যাস বের হলে এটি আমাদের জন্যে অনেক বড় ক্ষতি হবে । তাই  যেকোনো জিনিস খাওয়ার আগে আগে ভেবে নেবেন যে এটি আপনার শরীরের জন্য কতটা উপকারী এবং কতটা ক্ষতিকর । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *