আমাদের বাড়ির আশেপাশে চারিদিকে কত রকমের ঔষধি গাছ রয়েছে তা আমরা জানিনা । বিভিন্ন কারণে অকারণে আমরা কেটে ফেলি । কিন্তু আমরা এটা জানি না যে আমাদের আশেপাশে ঝোপেঝাড়ে যেসব গাছ জন্ম নেয় সে সব গাছ আমাদের জন্য কতটা উপকারী । আজকে আমি আপনাদের সামনে এমন একটি গাছের পাতার নাম ও এর ঔষধি গুনগুলো জানি শুনে চমকে উঠবেন আর হতবাক হয়ে দেখবেন । সেই গাছটির নাম হচ্ছে পাথরকুচি । পাথর কুচি পাতার উপকারিতা কি ?। এই গাছটি আমাদের কত উপকারে আসে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি । তাই কথা না বাড়ি এই গাছের গুনাগুন জেনে সম্পর্কে জেনে নেওয়া যাকঃ
পাথরকুচি পাতার গুনাগুনঃ
পাথরকুচি পাতা আমাদের শরীরের জন্য বিভিন্ন রোগ সারাতে কাজ করে । যেমন, শিশুদের পেটে ব্যাথা, সর্দি, ত্বকের যত্নে, কাটাছেঁড়ায়, পাইলস, জন্ডিস নিরাময়, শরীর জ্বালাপোড়া, পোকার কামড়, উচ্চ রক্তচাপ, কিডনি পাথর অপসারন, পেট ফাঁপা ইত্যাদি । আপনারা একটু ভাবুন দেখুন সামান্য একটি গাছের পাতা দিয়ে কতগুলো রোগের চিকিৎসা করা যায় । আর আমরা অযথা এসব গাছ উপড়ে বা কেটে ফেলি । আজ থেকে জেনে নেব পাথরকুচি পাতা দেখতে কেমন এবং এর গাছ কি রকম ।
পাথরকুচি পাতার রস খাবার নিয়ম
আপনার যদি পেটে ব্যথা হয় তাহলে আপনি পাথরকুচি পাতার রস ভালো করে বাটনায় পিসে ৪০-৫০ ফোটা রস খেলে আপনার পেটের ব্যথার অনেক উপকারে আসবে ।
পেট ফাঁপাঃ
আপনার যদি পেট ফাঁপা হয় ,পায়খানা করতে সমস্যা হয় ,বারবার বায়ুত্যাগ করতেছেন তাহলে আপনি পাথরকুচি পাতার রস দু থেকে তিন চামচ রস গরম করে শিকনি দিয়ে এক কাপ পানির সাথে মিশিয়ে খান । এতে আপনার মূত্র তরল হবে,বায়ুর পথ নিঃসরণ হবে এবং পেট ফাঁপা কমে যাবে ।
ত্বকের যত্নঃ
আপনি যদি আপনার ত্বকের যত্ন নিতে চান বা ব্রণ বা ফুসকুড়ি আপনার মুখে উঠে থাকে তাহলে পাথরকুচি পাতার রস বেটে ত্বকে লাগাতে পারেন । পাথরকুচি পাতার রস ত্বকে লাগালে ত্বক মসৃণ হয় এবং এই সকল সমস্যা সমাধান হয় । পাথরকুচি পাতা প্রচুর পরিমাণে পানি থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী ।
কেটে / থেতলে গেলেঃ
আপনার শরীরের যে কোন অংশ যদি কেটে যায় বা থেতলে যায় তাহলে পাথরকুচির পাতা এর জন্য অনেক উপকারী । কেটে যাওয়া থেতলে যাওয়া স্থানে পাথরকুচির পাতা হালকা তাপ দিয়ে সেই স্থানে সেক দিলে অনেক আরাম পাওয়া যায় ।
জন্ডিস নিরাময়ঃ
আপনি যদি জন্ডিস রোগে আক্রান্ত হন বা লিভারের যেকোন সমস্যার ক্ষেত্রে আপনি পাথরকুচির পাতা প্রতিদিন জুস করে খেলে অনেক উপকার পাবেন ।
আমাদের আরও পোষ্ট পড়তে নিচের লিংকে ক্লিক করুন
১। সেক্সে রসুনের উপকারিতা কি /খাবার নিয়ম/শারীরিক সমস্যা/গুনাগুন/ভিটামিন-Best-Info
২। কালোজিরার উপকারীতা ও খাবার নিয়ম সব রোগের নিরাময়ের ওষুধ – (Black seed in bangli 2022)
৩। ১০ দিনে উজ্জল চেহারা ঘরোয়া পদ্ধতিতে ।
৪। ওষুধ ছাড়াই স্বাস্থ্যবান হন ৫টি খাবারে | আগের থেকে অনেক উন্নতি হন গেরান্টি সহকারে
পোকার কামড়ঃ
আপনাকে যদি কোন বিষাক্ত পোকা কামড় দেয় । আর আপনি যদি দ্রুত সেই ব্যথা কমাতে চান তাহলে পাথরকুচির পাতা আগুনে হালকা শেখ দিয়ে সেই স্থানে লাগালে অনেক আরাম পাবেন ।
উচ্চ রক্তচাপঃ
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও মূত্রথলির যেকোন সমস্যার সমাধানে পাথরকুচির পাতার রস অনেকটা উপকারে আসে । তাই আপনি পাথরকুচি পাতা খাবে আপনার শরীরকে সুস্থ রাখবে এবং সকল জটিল ও কঠিন রোগ থেকে আপনাকে রক্ষা করবে ।
পানি জনিত রোগঃ
আপনার পেটের সকল পানি জনিত রোগ যেমন কলেরা ডায়রিয়া রক্ত আমাশা সকল রোগের ক্ষেত্রে পাথরকুচি পাতার রস অনেক বেশি উপকারী । তিন মিলিমিটার পাথর কুচির পাতার রস জুসের সাথে ৩ গ্রাম জিরা এবং ৬ গ্রাম ঘি মিশিয়ে কয়েকদিন থেকে উপকার পাওয়া যায় ।
অনেক বিশেষজ্ঞই বলেছেন আগেকার মানুষ এত বেশি দিন বেঁচে তার একমাত্র কারণ হচ্ছে তারা সবাই গাছান্ত ঔষধ ফোন করতো । আর তারা অনেক পরিশ্রম করতে তারা অনেকদিন বেঁচে থাকতো । গাছ আমাদের পরম বন্ধু আমাদের শরীরের প্রতি তাড়াতাড়ি কাজ করে । তাই অনেক লোক এখন পর্যন্ত গাছন্ত ঔষধ সেবন করে । আর গাছান্ত ঔষধ এর ফলাফল সব সময় ১০০% কার্যকর হয় ।
কাথরকুচি পাতা সম্পর্কে আরও জানতে ক্লিক করুন
পরিশেষেঃ
আমরা তো দেখলামই পাথরকুচি পাতার রস দিয়ে কতগুলো রোগের রোগ নিরাময় করা যায় । তাই অযথা বাড়ি আশেপাশে থাকা যে সকল ঔষধি গাছ রয়েছে ওগুলো না কেটে ওগুলোর পরিচর্যা করুন এবং সঠিক নিয়মে নিজের শরীরের বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করুন । ৫০০ বছর পূর্বের মানুষেরা বিভিন্ন গাছের ছাল বাকল লতাপাতা দিয়ে ওষুধ বানানো । আর সেগুলো খেয়েত তারা রোগ নিরাময় করত । আপনি কিভাবে বুঝবেন যে এসকল গাছ ওষুধি গাছ? আপনি আপনার এলাকার বৃদ্ধ মানুষদের জিজ্ঞাস করলে তারা আপনাকে বলে দেবে । আরেকটা উপায় আছে সেটা হল আপনি যদি গাছের নাম জানেন তাহলে গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন এর উপকারিতা ।
বিশেষ দ্রষ্টব্যঃ
সম্মানিত ভিজিটরগন আমাদের পেজে আসার জন্য আপনাকে স্বাগতম । আমরা প্রতিনিয়ত এখানে বিভিন্ন ক্যাটাগরির পোষ্ট করে থাকি । আপনি চাইলে আমাদের আপনি যদি আমাদের অন্যান্য পোস্টগুলো করতে চান তাহলে উপরে দেওয়া লিংকে ক্লিক করে পড়ে নিতে পারেন । পোস্টটি পড়ে যদি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ।