Skip to content
Home » পহেলা বৈশাখ নিয়ে ফেসবুক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, শুভেচ্ছা বার্তা এবং পিকচার

পহেলা বৈশাখ নিয়ে ফেসবুক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, শুভেচ্ছা বার্তা এবং পিকচার

পহেলা বৈশাখ নিয়ে ফেসবুক স্ট্যাটাস

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার পোস্টটি সাজিয়েছি পহেলা বৈশাখ সম্পর্কে । পহেলা বৈশাখ হচ্ছে বাঙ্গালীদের প্রথম মাস বা হ্যাপি নিউ ইয়ার । তাইতো প্রত্যেক বাঙালি এই মাসটিতে অনেক আনন্দ করে থাকে। পহেলা বৈশাখ আসলেই প্রতিটি দোকানে দোকানে হালখাতার আয়োজন করা হয় । পহেলা বৈশাখে প্রতিটি স্কুল কলেজে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানে স্টল সাজিয়ে ছাত্র-ছাত্রীরা দোকান ধরে এবং সেই দোকানে  পান্তা ইলিশ সহ বাঙ্গালীদের  পছন্দের খাবার বা বাঙ্গালীদের ঐতিহ্যের খাবার গুলো তুলে ধরে । তারা বাঙ্গালীদের সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য  এ সকল অনুষ্ঠানের আয়োজন করে থাকে । প্রতিটি ঘরে ঘরেই পান্তা ইলিশ সেদিনটিতে দেখা যায় ।

পহেলা বৈশাখ আসলেই প্রতিটি বাঙালির মনে খুশির জ্বর নিয়ে আসে । রমনার বট মূলে পহেলা বৈশাখে রবীন্দ্র সংগীত নজরুল সংগীত সহ আরো  নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই দিনটিতে প্রতিটি বাঙালি তাদের দর্শনীয় স্থানগুলোতে ঘুরতে যায় । পহেলা বৈশাখের শাড়ি পরে মেয়েরা ঘুরে আর ছেলেরা ঘুরে পহেলা বৈশাখের পাঞ্জাবি পড়ে । একেক ভাবে এই দিনটিতে সেজে থাকে । প্রতিটি স্কুল কলেজে নানা ধরনের সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় । তবে করুণা মহামারীর কারণে গত বছর এই দিনটিতে তেমন কেউ আনন্দ করতে পারেনি ।

তবে এবারও রমজানের কারণে এই দিনটিতে মানুষ তেমন একটা আনন্দ করতে পারবে না । কারণ সকলেই রোজা থেকে ঘুরতে যাবে না । তাই অনেকেই অনলাইনে এই দিনটিকে উদযাপন করে থাকবে । তাই তাদের কথা চিন্তা করে আজকে আমরা আমাদের পোষ্টের মাধ্যমে পহেলা বৈশাখ সম্পর্কে ফেসবুক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, এবং কবিতা তুলে ধরেছি । আশা করছি আপনারা আমাদের আজকের এই পোস্টটি থেকে উপকৃত হতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক পহেলা বৈশাখ সম্পর্কে ফেসবুক স্ট্যাটাস গুলো ।

পহেলা বৈশাখ নিয়ে শুভেচ্ছা স্ট্যাটাস

বহুদিন ধরেই বাঙালিরা পহেলা বৈশাখ উদযাপন করে আসছে । তাইতো এ বছরেও তারা এই পহেলা বৈশাখেও উদযাপন করবে । অনেকেই আছেন পহেলা বৈশাখ সম্পর্কে শুভেচ্ছা স্ট্যাটাস গুলো তাদের ফেসবুক অথবা টুইটারে শেয়ার করার জন্য অনলাইনে খুঁজে থাকেন । তাই তাদের কথা চিন্তা করে আজকে আমরা আমাদের পোষ্টের মাধ্যমে পহেলা বৈশাখ নিয়ে শুভেচ্ছা স্ট্যাটাস গুলো তুলে ধরব । আমরা আমাদের  পোস্টের মাধ্যমে সুন্দর সুন্দর  শুভেচ্ছা স্ট্যাটাস গুলো তুলে ধরেছি। যেন আপনারা এই স্ট্যাটাস গুলো আপনাদের বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন । আর আপনাদের পহেলা বৈশাখের উদযাপন কি আরো আনন্দময় করতে পারেন । তাহলে আসুন জেনে নেয়া যাক পহেলা বৈশাখ নিয়ে শুভেচ্ছা স্ট্যাটাস ।

নতুন পোশাক নতুন সাজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন, মিষ্টি হাসি, শুভেচ্ছা জানাই রাশি রাশি”।
—– শুভ নববর্ষ—-

তুমি সুন্দর, সুন্দর তোমার মন, তার চেয়ে সুন্দর হোক তোমার জীবন,পাশে থাকুক তোমার সকল আপনজন।
—-শুভ নববর্ষ —–

জাগুক হৃদয়েতে নব আনন্দ, সঙ্গীতে দাও নতুন ছ্ন্দ, দুর করে দিয়ে সকল দুঃখ, আস হে নতুন আস।
—-শুভ নববর্ষ—-

তোমার জন্য সকাল-দুপুর, তোমার জন্য সন্ধা, তোমার জন্য সকল গোলাপ এবং রজনীগন্ধা। তোমার জন্য সব সুর তোমার জন্য ছন্দ। নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ। –
—–শুভ নববর্ষ——

কাটবে রাত, আসবে প্রভাত। যাক পুরাতন, যাক মুছে যাক সব দুঃখ। নতুন বছর, নতুন আশা, সঙ্গে থাকুক ভালবাসা।
—–শুভ নববর্ষ—-

নীলিমার নীলে, হেমন্তের সোনালি ধানের শীষে। সারাবেলা মাতাল হাওয়া যেমন করে ভাসে তেমনি করে সবার জীবন কাটুক আনন্দ আর উচ্ছাসে ।
—— শুভ নববর্ষ—

নীল আকাশের মেঘের ভেলায়, ঘাসের উপর শিশির কনায়, প্রজাপতির রঙ্গীন ডানায়, ফালগুনের ফুলের মেলায়, একটা কথা তোমাকে জানাতে চাই শুভ ১ লা বৈশাখ ।

আম পাতা জোড়া জোড়া, নতুন সব দিচ্ছে সাড়া , ভাল থেকো , সুখে থেকো , আর আমার কথাটি মনে রেখ।
——-শুভ নববর্ষ—

বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর এসেছে, তাকে যত্ন করে রেখো, স্বপ্ন গুলো সত্যি করে খুব ভাল থেকো। *
——-শুভ নববর্ষ—–

নিশি যখন ভোর হবে। সুখ তারা নিভে যাবে, আসবে একটা নতুন দিন, দুঃখ হতাশা যাও ভুলে, হাসি আনন্দ নিও তুলে, বছরটা হোক অমলিন।
——*শুভ নববর্ষ*—–

বিদায় নিল আজ পুরনো বছরের সূর্য। আসবে নতুন সকাল, নতুন দিন, নতুন স্বপ্ন, নতুন আসা। আর নতুন হোক আজকের ভালবাসা।
—-শুভ নববর্ষ—-

যেটুকু ভুল ছিল সুধরে নিব, না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব, সবারে বাসবো ভাল, এ প্রত্যয়ে শুরু হোক নতুন বছর।
—– শুভ নববর্ষ—–

পহেলা বৈশাখ নিয়ে  মেসেজ

এখন আমি আমার পোস্টের মাধ্যমে পহেলা বৈশাখ নিয়ে মেসেজ তুলে ধরব । আপনারা যারা পহেলা বৈশাখের মেসেজ সম্পর্কে জানতে চান আশা করছি তারা আমাদের পোস্টের মাধ্যমে খুব সহজেই পহেলা বৈশাখ সম্পর্কে এই মেসেজগুলো পেয়ে যাবেন আর আপনাদের প্রিয়জনদের সাথে এই মেসেজগুলো শেয়ার করতে পারবেন । তাই আপনারা যারা সবার আগে আপনাদের প্রিয়জনদের পহেলা বৈশাখের এসএমএস দিতে চান আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টটি থেকে উপকৃত হতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক পহেলা বৈশাখ সম্পর্কে মেসেজ ।

পুরনো বছরটা তোমার
যতোই খারাপ কাটুক না কেন,
নতুন বছর তোমার জীবনে
সব খুশী নিয়ে আসবে
—শুভ নববর্ষ—

সব খারাপ স্মৃতিকে
পুরনো দুঃখ হিসেবে ভুলে যাও,
নতুন বছর শুরু করো
নতুন আশা আর প্রতিজ্ঞা দিয়ে,
—শুভ নববর্ষ—

কি আর লিখবো
লিখার কিছু নাই,
সকাল হলে পহেলা বৈশাখ
জলদি মেলায় যাই।
—শুভ নববর্ষ—

নীল আকাশের খামে ভরে,
সাদা মেঘের কাগজে করে,
রামধনুর রঙে লিখে,
দখিনা বাতাস কে দিয়ে
আমার মনের কথা পাঠালাম
—শুভ ১লা বৈশাখ—

কামনা করি নতুন বছরের আগমনে
প্রতিবারের মতন শুধু
ক্যালেন্ডার না বদলে
মানুষের চিন্তাভাবনাটাও বদলায়
—শুভ নববর্ষ —

মুছে যাক সকল কলুষতা
শান্তির বার্তা নিল খামে পাঠালাম,
সুদিনের সুবাতাস তোমায় দিলাম
—শুভ নববর্ষ—

ভগবান তোমায় চিরকাল সুখে রাখুক
আগামী সবকটি বছর যেন
ভগবান তোমায় দুহাত ভরে আনন্দ দেয়
—পহেলা বৈশাখের শুভেচ্ছা—

তুমি হয়ে ওঠো সূর্যের মতো উজ্জ্বল,
জলের মতন শীতল,
মধুর মতন মিষ্টি,
আশা করি এই নতুন বছরে
তোমার সব ইচ্ছা যেন পূর্ণ হয়
—শুভ ১লা বৈশাখ—

চৈত্রের রাত্রি শেষে, সূর্য আসে নতুন বেসে,
সেই সূর্যের রঙ্গিন আলো, মুছে দিক তোমার জীবনের সকল কালো ।
—শুভ পহেলা বৈশাখ—

নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো
—শুভ নববর্ষ—

পহেলা বৈশাখ সম্পর্কে উক্তি

আপনি কি পহেলা বৈশাখ সম্পর্কে উক্তি জানতে চান । তাহলে আমাদের আজকের এই পোস্টটি শুধু আপনার জন্য । কারণ আজকে আমি আমার পোস্টের মাধ্যমে পহেলা বৈশাখ সম্পর্কে উক্তি তুলে ধরেছি । আপনারা আমাদের পোস্টের মাধ্যমে খুব সহজেই পহেলা বৈশাখের উক্তিগুলো পেয়ে যাবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক পহেলা বৈশাখ নিয়ে উক্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ।

  • বছর ঘুরে এলো আরেক প্রভাতী ফিরে এলো সুরের মঞ্জুরী পলাশ শিমুল গাছে লেগেছে আগুন এ বুঝি বৈশাখ এলেই শুনি মেলায় যাইরে, মেলায় যাইরে বাসন্তী রঙ শাড়ী পরে ললনারা হেটে যায়–
    মাকসুদ
  • অপেক্ষা – একটি রাত্রিশেষের অপেক্ষা – একটি সূর্যোদয়ের আকাঙ্ক্ষা – চিরন্তন নতুনত্বের সময় যখন – একটি নববর্ষের–
    সংগৃহীত
  • বৈশাখের প্রথম জলে, আশুধান দ্বিগুণ ফলে।
    ক্ষণা
  • ভীষণ, তোমার প্রলয়সাধন প্রাণের বাঁধন যত যেন হানবে অবহেলে। হঠাৎ তোমার কণ্ঠে এ যে আশার ভাষা উঠল বেজে, দিলে তরুণ শ্যামল রূপে করুণ সুধা ঢেলে॥
    রবীন্দ্রনাথ ঠাকুর
  • চৈত্রে দিয়া মাটি বৈশাখে কর পরিপাটি।
    ক্ষণা
  • ভীষণ, তোমার প্রলয়সাধন প্রাণের বাঁধন যত যেন হানবে অবহেলে। হঠাৎ তোমার কণ্ঠে এ যে আশার ভাষা উঠল বেজে, দিলে তরুণ শ্যামল রূপে করুণ সুধা ঢেলে॥
    রবীন্দ্রনাথ ঠাকুর

পহেলা বৈশাখ নিয়ে কবিতা

বর্ষবরণ
––এ কে দাস মৃদুল – হৃদয়ের অন্তরীক্ষে নৃত্যময়ী

বৈশাখ
এলো রে
ঝড়ো হাওয়া বয়ে
বৃক্ষের ডালে নব পল্লবে,
ঘরে ঘরে আনন্দ ধারা নিয়ে;
পুরাতন ধুয়ে মুছে বৈশাখ এলো রে।

জীর্ণতা
পিছু ফেলে
যা ছিলো অনাদরে
নতুন দিনের তরুণ আলোয়,
হাটে মাঠে সার্বজনীন বরেণ্য উৎসবে;
পান্তা ইলিশের সুবাসে বৈশাখ এলো রে।

আগামীর
চলার পথে
সুনিপুণ স্বপ্ন বুকে
হাজার বছরের ঐতিহ্য লালনে,
বাঙালির ঘরে ঘরে শান্তির বারতায়;
হালখাতার নববর্ষ বরণের বৈশাখ এলো রে।

আনন্দ
মেলার মিছিলে
বাঁশরীয়ার বাঁশির সুরে
মানব মানবীর নব উল্লাসে,
ঢোল ডুগডুগির বাউল সঙ্গীতের নৃত্যে;
মনুষ্যত্বের মিলন মেলার বৈশাখ এলো রে।

পহেলা বৈশাখ নিয়ে পিকচার

আপনি কি পহেলা বৈশাখ নিয়ে পিকচার সম্পর্কে জানতে চান । তাহলে আমাদের আজকের এই পোস্টটি আপনার জন্য । আমি আমার পোষ্টের মাধ্যমে সুন্দর সুন্দর পিকচার গুলো তুলে ধরেছি । আশা করছি আপনারা আমাদের আজকের এই পোস্টটি থেকে সুন্দর পিকচার গুলো সংগ্রহ করতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক পহেলা বৈশাখ নিয়ে সুন্দর এই পিকচারগুলো । আর সকলেই আনন্দের সাথে উপভোগ করুন পহেলা বৈশাখ ।

পহেলা বৈশাখ সম্পর্কে পিকচার

পহেলা বৈশাখ সম্পর্কে পিকচার

পহেলা বৈশাখ নিয়ে ইমেজ

পহেলা বৈশাখ নিয়ে ইমেজ

পহেলা বৈশাখ নিয়ে ছবি

পহেলা বৈশাখ নিয়ে ছবি

সর্বশেষ কথা,

আমি আমার  পোষ্টের মাধ্যমে পহেলা বৈশাখ নিয়ে  ফেসবুক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন এবং কবিতা তুলে ধরেছি। আপনারা যারা  পহেলা বৈশাখ সম্পর্কে সকল তথ্য পেতে চান তারা খুব সহজেই আমাদের  পোষ্টের মাধ্যমে  এ সকল তথ্য পেয়ে যাবেন । এবং এগুলো আপনাদের বন্ধুবান্ধব অথবা সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারবেন । এ ধরনের পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন । আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *