Skip to content
Home » নিজের ভুল স্বীকার নিয়ে উক্তি, স্ট্যাটাস, বাণী ও ক্যাপশন

নিজের ভুল স্বীকার নিয়ে উক্তি, স্ট্যাটাস, বাণী ও ক্যাপশন

  • by
নিজের ভুল স্বীকার নিয়ে উক্তি

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার পোস্টটি সাজিয়েছি একটি শিক্ষামূলক বিষয় নিয়ে । আর্টিকেল দেখেই হয়তো বা বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয়ে পোস্ট করব । হ্যাঁ বন্ধুরা আজকে আমার পোস্টের বিষয় হচ্ছে নিজের ভুল স্বীকার নিয়ে উক্তি, স্ট্যাটাস ক্যাপশন ও কবিতা সম্পর্কে । মানুষ মাত্রই ভুল । পৃথিবীতে সব মানুষই প্রত্যেকটি বিষয় উপর অভিজ্ঞতা কখনোই রাখতে পারবে না কোনো না কোনো বিষয়ে তার ভুল হবেই । আর ভুল থেকে মানুষ শিক্ষা নিতে পারে । আপনি যদি আপনার ভুল থেকে শিক্ষা নিতে চান তাহলে অবশ্যই আপনার ভুল আপনাকে স্বীকার করতে হবে ।

তা না হলে ভুল থেকে শিক্ষা নিতে পারবেন না আপনার ভুল ভুলেই থেকে যাবে । কখনোই আপনি একজন সৎ ব্যক্তি হয়ে উঠতে পারবেন না যদি আপনি আপনার ভুল স্বীকার না করেন বা জ্ঞানী ব্যক্তিও হতে পারবেন না । কারণ জ্ঞানী ব্যক্তিরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করে তারা ভুলকে স্বীকার করে । যে ব্যক্তি ভুল স্বীকার করে ক্ষমা চাইল মহান আল্লাহতালা তাকে মাফ করে দেন । সে ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার ভুল স্বীকার করে এবং তার জন্য ক্ষমা চায় ।

তাই আমরা সর্বদাই নিজের ভুলকে স্বীকার করার চেষ্টা করব ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব । ভুল স্বীকার করে নিজেকে শুধরে নেয়ার চেষ্টা করব । তাহলেই আমরা প্রত্যেকের কাছে প্রিয় হয়ে উঠতে পারবো ।আপনারা যারা নিজের ভুল স্বীকার নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন এবং কবিতা খুজতেছেন আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টটির মাধ্যমে উপকৃত হতে পারবেন  ।

নিজের ভুল স্বীকার নিয়ে উক্তি

 অনেকেই আছেন স্বীকার করতে চান না । যে সকল ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে চান না তারা হচ্ছেন অহংকারী ব্যক্তি কারন যারা অহংকার করে তারা কখনো ভুল স্বীকার করে না তারা ভুল করেও বড় হতে চায় । নিজেকে খুব জ্ঞানী ভাবে এ সকল ব্যক্তিকে কেউ পছন্দ করে না । তাই আমরা ভুল করে ভুল স্বীকার করার চেষ্টা করব । বিভিন্নজন ব্যক্তি বিভিন্ন ভাবে ভুল স্বীকার করা নিয়ে উক্তি করে গেছেন । সে সকল উক্তি এখন আমি আমার পোস্টের মাধ্যমে তুলে ধরব । তাহলে আসুন জেনে নেয়া যাক ভুল স্বীকার নিয়ে উক্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ।

ভুল এমন একটি শক্ত বৃক্ষ যে, তা যত কঠিন মাটিই হােক না কেন; তাতে রােপণ করা যায়।
মারটিন এফ টুপার

জাতির নেতা একটি ভুল করলে, ছােট বড় সকলেই তার ফল ভােগ করে।
শেখ সাদী

খারাপ লােকেরা তাদের ভ্রান্তিকে বারবার ক্ষমা করে, আর ভালো লােকেরা তা পরিত্যাগ করে।
বেন জনসন

প্রথমেই যা ভুল মনে হয়, তা সবসময় ভুল নাও হতে পারে।
রবাট সাউদি

যে ব্যক্তি ভুল করে না, বস্তুত সে কিছুই করে না।
এডওয়ার্ড জে ফিলিপস

মানুষের জীবনটাই অগণিত ভুলের যােগফল।
হােমার

আমি আমার নিজের ভুল ছাড়া, অন্য সবার ভুল ক্ষমা করতে পারি।
ফ্রান্সিস সিজার

মানুষ মাত্রই ভুল করে, আর বােকারা সে ভুলকে সংশােধন করতে চেষ্টা করে না।
বাৰ্নস

যার জীবনে যত ভুল, তার জীবনে তত মঙ্গল। অন্ধকারের অলিগলি পার হয়েই তাে আমরা আলাের সন্ধান পাই।
শেখ সাদী

অনেক মারাত্মক ভুলের জন্য অহংকার দায়ী থাকে।
রাস্কিন

ভুল করা কোনাে সমস্যা নয়, কারণ যে ভুল করে না; সে মানুষ নয়।
ডেল কার্নেগি

নিজের ভুল স্বীকার নিয়ে ফেসবুক স্ট্যাটাস

অনেকেই আছেন যারা নিজের ভুল শিক্ষা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস অনলাইনে খুঁজে থাকেন   । তাদের কথা চিন্তা করে আজকে আমরা আমাদের পোস্টটি সাজিয়েছি  । যেন আপনারা খুব সহজেই আমাদের  পোস্ট এর মাধ্যমে নিজের ভুল স্বীকার নিয়ে facebook স্ট্যাটাস গুলো পেয়ে যান  ।  আর এস সকল ফেসবুক স্ট্যাটাস আপনারা টুইটারে অথবা ফেসবুকে শেয়ার করতে পারেন  । বা জাদের সাথে ভুল করবেন  তাদেরকে এ সকল স্ট্যাটাস পাঠাতে পারবেন  । তাহলে আসুন জেনে নেয়া যাক নিজের ভুল শিকার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস  ।

মানুষ কখনাে কখনাে এমন ভুল করে। ফলে তার অতীত, বর্তমান, ভবিষ্যতের সব সৌন্দর্য ম্লান হয়ে যায়।
জেমস মন্টগোমারি

যদি তুমি উন্নতি করতে চাও তাহলে ভুল করার ভয় দূর করতে হবে।
জন সি. ম্যাক্সওয়েল

ভুল হলো তোমার চেষ্টার বহিঃপ্রকাশ।
সংগৃহীত

সবসময় নতুন কোনো ভুল কর।
এস্থার ডাইসন

ভুল বা ব্যার্থতা বলতে কিছুই নেই সবই শিক্ষা।
ডেনিস ওয়াটলি

অন্যের ভুল খুঁজে তুমি কখনোই নিজের ভুল সংশোধন করতে পারবেনা।
সংগৃহীত

আমরা যতটুকু স্মরণ রাখি, তার চেয়ে বেশিরভাগই ভুলে যাই।
টমাস ফুলার

অতিরিক্ত উচ্চাভিলাসী ব্যক্তিরাই ভুল করে বেশি।
জর্জ বার বেকার

নিজের ভুল স্বীকার নিয়ে ক্যাপশন

অনেকেই আছেন নিজের ভুল স্বীকার নিয়ে ক্যাপশন পাওয়ার জন্য অনলাইনে সার্চ করে থাকেন । কারণ এ সকল ক্যাপশন তারা তাদের সোশ্যাল মিডিয়ায়  নিজের ছবির সঙ্গে লাগিয়ে পোস্ট করবেন সে কারণে তারা অনলাইনে খোঁজ করে থাকেন । আশা করছি আপনারা যারা নিজের ভুল শিকার নিয়ে ক্যাপশন গুলো এতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন তাহলেই আমাদের পোস্টের মাধ্যমে আপনারা নিজের ভুল স্বীকার নিয়ে ক্যাপশন গুলো পেয়ে যাবেন ।

সত্যকে ভালবাসাে এবং ভুলকে ক্ষমা করতে শেখ।
পি, জে, বেইলি

যারা বিচ্ছিন্ন থাকে, তারাই ভুল করে বেশি।
হাবার্ট হুব্বার

যে ভুল স্বীকার করে, তার মহত্ত্ব বেশি প্রমাণিত হয়।
ডেল কার্নেগি

তুমি যদি একজনের ভুল সংশােধন করতে চাও, তবে তাকে যে ভালােবাসে তার শরণাপন্ন হও।
জ, সি, হেয়ার

জীবনে এমন একটা সময় আসে, যখন সমগ্র হৃদয় আবেগপূর্ণ থাকে; মানুষ ভুল তথনই বেশি করে।
সিসেরো

ভুল তোমার শিক্ষক হওয়া দরকার, আক্রমণকারী নয়।
সংগৃহীত

মানুষ মাত্রই ভুল, দান পবিত্র।
আলেকজান্ডার পোপ

আমরা ব্যার্থতা থেকে শিখি, সাফল্য থেকে নয়।
ব্রাম স্টোকার

বুদ্ধিমান মানুষ নিজের ভুল থেকে শেখে, তবে সত্যিকারের তীক্ষ্ণ মানুষ অন্যের ভুল থেকে শেখে।
ব্রান্ডন মুল

মনে রেখ, জীবনের সেরা শিক্ষা সাধারণত আসে সবচেয়ে বড় ভুল থেকে।
সংগৃহীত

ভুলভ্রান্তি নিয়েই মানুষের জীবন। সেই ভুলকে প্রাধান্য দিয়ে, বাকি জীবনে অশান্তি ডেকে আনার কোনাে মানে হয় না।
লাওসি

জ্ঞানী লােকেরা যা বলবে তাই সত্য নয়, তাঁদেরও ভুলভ্রান্তি হতে পারে।
জেমস কাফহিল

যদি ভুল কর, তবে তা সংশােধনের জন্য বিলম্ব করো না এবং লজ্জা বােধ করো না।
কনফুসিয়াস

নিজের ভুল স্বীকার নিয়ে কবিতা

অনেকেই আছেন কবিতা পড়তে ভালোবাসেন  । তাই তারা নানা ধরনের কবিতা অনলাইনে অনুসন্ধান করে থাকেন  । অনেকেই আছেন আবার নিজের ভুল সম্পর্কে জানার জন্য অনলাইনে কবিতা অনুসন্ধান করে থাকেন  । তাই আপনারা যারা নিজের ভুল স্বীকার নিয়ে কবিতা অনুসন্ধান করতেছেন আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টটির মাধ্যমে সে সকল কবিতা পেয়ে যাবেন  । কারণ অনেক কবি আছেন যারা নিজের ভুল স্বীকার নিয়ে কবিতা লিখে গেছেন সে সকল কবিতাই এখন আমি আমার  পোস্টের  মাধ্যমে তুলে ধরব  । তাহলে আসুন জেনে নেয়া যাক নিজের ভুল শিকার নিয়ে কবিতা  ।

ভুল
– মোঃ জুন্নুন সরকার

আয়নার সামনে দাঁড়িয়ে তুমি
দেখে নিজের মুখ
মুখ তোমার অপরিষ্কার রইলো
আয়না মুছে পাও সুখ ।

নিজের ভুল দেখ সদা
অন্যের ভুলের মাঝে
অন্যের ভুল ধরিয়ে বেড়াও
সকাল, দুপুর আর সাঁঝে।

অন্যের ভুল ধরিয়ে দিয়ে
নিজেকে ভাবলে সাধু
ভুলযে তোমার নিজেরও ছিল
ভেবে দেখেছো কি কভু ?

ভুলে ভরা জগৎ মাঝে
হবেই তোমার ভুল
ভুল থেকেই শিক্ষা পাবে
মিথ্যে নয় এক চুল।

এই ধরণীর সকল মানব
হৃদয়ে রাখে তারে
ভুল থেকে শিক্ষা নিয়ে
যে নিজেকে শুধরাতে পারে।

অন্যের ভুল ধরার আগে
নিজেকে কর শুদ্ধ
ভালবাসা পাবে সকল মানুষের
হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ।

❤❤❤❤❤💕💕💕💕💕

ভুল

কিছু ভুল ছিল তোমার
কিছু আমার
তুমি করোনি স্বীকার বন্ধু
আমি করেছি
একসাথে চলতে
কথা বলতে
কত ভুল বোঝাবুঝি হয় স্বাভাবিক
তুমি বোঝনি
যদি স্বীকার করতে বন্ধ
তুমি হতে জয়ী
আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম
তুমি জয়ী…
এই ছন্নছাড়া অগোছালো জীবনে
কেন এসেছিলে সব সাজাতে
হায় কে জানে
সব গড়েছো তুমি
আবার ভেঙ্গেছো নিজেই
রেখে গেছো আমাকে বিস্মৃতির অবগাহনে
যদি স্বীকার করতে বন্ধ
তুমি হতে জয়ী
আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম
তুমি জয়ী…
কিছু ভুল ছিল তোমার
কিছু আমার
তুমি করোনি স্বীকার বন্ধু
আমি করেছি

সর্বশেষ কথা,

 আমি আমার পোষ্টের মাধ্যমে ভুল স্বীকার নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশনও কবিতা তুলে ধরেছি । আপনারা যারা নিজের ভুল স্বীকার নিয়ে স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন এবং কবিতা পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন । আশা করছি তাহলে আপনারা আমাদের আজকের এই পোস্টটির মাধ্যমে উপকৃত হতে পারবেন । এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন । আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *