মহান আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য । তাই আমরা প্রত্যেকেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব । অনেকেই আছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে ভালো করে জানেন না । জানেন না নামাজের ফরজ, সুন্নত ওয়াজিব গুলো সম্পর্কে । নামাজের ফরজ কয়টি সে বিষয়েও তাদের সঠিক ধারণা নেই । তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে নামাজের ফরজ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দিব । যাতে করে আপনারা নামাজের ফরজ গুলো আদায় করতে পারেন এবং সঠিকভাবে সালাত আদায় করতে পারেন । নামাজের ফরজ 13 টি । আহকাম সাতটি আর আরকান কয়টি । এখন আমি আমার পোস্টের মাধ্যমে এই 13 টিচার সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো যাতে করে আপনারা নামাজের ফরজ গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারেন ।
Table of Contents
নামাজের ফরজ সমূহ
আপনি কি নামাজের ফরজ সমূহ সম্পর্কে জানার জন্য এসেছেন তাহলে আমাদের আজকের পোস্টে আপনাকে স্বাগতম । কারণ এখন আমি আমার পোস্টের মাধ্যমে নামাজের ফরজ সমূহ সম্পর্কে বিস্তারিত তুলে ধরব । যাতে করে আপনারা সঠিকভাবে নামাজ আদায় করতে পারেন । সালাত আদায় করতে হলে অবশ্যই সালাতের ফরজ গুলো সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ । কারণের মধ্যে একটি ছুটে গেলে নামাজ হবে না । তাই আসুন জেনে নেওয়া যাক নামাজের ফরজ সমূহ সম্পর্কে ।
নামাজের ফরজ সমূহ আহকাম
নামাজের আহকাম বলতে যেটাকে আমরা বুঝি নামাজ পড়ার আগে যে সকল ফরজ কাজ গুলো করা হয় তাকে বলা হয় আহকাম । এই আহকাম গুলো আমাদের সুন্দরভাবে পালন করতে হবে তা না হলে আমাদের সঠিকভাবে নামাজ আদায় হবে না । নামাজের এই ফরজ কাজ গুলোর মধ্যে একটি যদি বাদ পড়ে তাহলে আমাদের নামাজ আদায় হবে না । তাহলে আসুন জেনে নেয়া যাক নামাজের আহ্বান সম্পর্কে ।
- শরীর পাক হওয়া
- কাপড় পাক হওয়া
- নামাজের জায়গা পাক
- সতর বা শরীর ঢাকা
- কিবলামুখী হওয়া
- ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া
- নামাজের নিয়্যাত করা
নামাজের ফরজ আরকান সমূহ
নামাজ শুরু করার পর যেসব নিয়ম পালন করা হয় তাকে নামাজের আরকান বলে । নামাজের আরকান মোট কয়টি । আপনারা যারা নামাজের আরকান সমূহ সম্পর্কে জানেন না তারা এখন নামাজের আরকান সমূহ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের পোস্টের মাধ্যমে । তাহলে আসুন জেনে নেয়া যাক নামাজের আরকান সমূহ সম্পর্কে ।
- তাকবিরে-তাহরিমা বলা
- দাঁড়িয়ে নামাজ পড়া
- ক্বেরাত পড়া
- রুকু করা
- সিজদা করা
- শেষ বৈঠক করা
নামাযের ওয়াজিব সমূহ
আমরা অনেকেই আছি যারা নামাজ পড়ি কিন্তু নামাযের ওয়াজিব সমূহ সম্পর্কে আমাদের ধারণা নেই । ওয়াহিদ শব্দের অর্থ হচ্ছে আবশ্যক । নামাজের মধ্যে কিছু ওয়াজীব আছে তা আমাদের মেনে চলতে হবে তার মধ্যে যদি কোন ওয়াজিব ছুটে যায় ভুলক্রমে তাহলে আমাদের শাহ সেজদা দিতে হবে । আর সাহু সিজদা না দিলে পুনরায় নামাজ পড়তে হবে । আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাযের ওয়াজিব সমূহ বাদ দেয় তাহলে তাকে পুনরায় নামাজ পড়তে হবে । তাহলে আসুন জেনে নেয়া যাক নামাযের ওয়াজিব সমূহ সম্পর্কে বিস্তারিত ।
- প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা।
- সূরা ফাতিহার পর অন্য একটি সূরা মিলিয়ে পড়া।
- নামাজের রুকন গুলি ঠিক রাখা । অর্থাৎ রুকু সেজদা করা এবং তারতীবের প্রতি লক্ষ্য রাখা।
- প্রথম বৈঠক
- রুকু’থেকে সোজা হয়ে দাঁড়ানো
- সিজদা থেকে সোজা হয়ে বসা
- আত্তাহিয়াতু পড়া
- সালাম ফিরান
- দুই সিজদার মধ্যখানে বসা।
- দু’আ কুনুত পাঠ করা
- দুই ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবীর বলা।
- ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সুন্নত ও নফল নামাজে সকল রাকাতে সূরা ফাতিহার শহিত অন্য একটি সূরা পড়া।
- নামাজের ও রোকন গুলো আস্তে আস্তে আদায় করা ।
- যে নামাজে উচ্চস্বরে পড়তে হয় তাহা উচ্চস্বরে পড়া এবং যে নামাজে আস্তে আস্তে পড়া হয় তাহা আস্তে আস্তে পড়া।
নামাজের সুন্নত সমূহ
- তাকবীর বলিয়া দুই হাত কর্ণের লতি পর্যন্ত উঠানো।
- হাতের আঙ্গুল পরস্পর পৃথক রাখা ।
- ইমামের জন্য নামাজ আরম্ভের তাকবীর উচ্চস্বরে পড়া ।
- ছানা পাঠ করা।
- আউযুবিল্লাহ পাঠ করা।
- বিসমিল্লাহ পাঠ করা।
- সূরা ফাতিহা পাঠ করার পর ইমাম-মুক্তাদীগণ এর মৃদুস্বরে আমিন বলা ।
- পুরুষের জন্য নাভির উপরে হাত বাধা স্ত্রীলোকের জন্য সিনার উপর হাত বাধা।
- রুকুর তাকবীর বলা।
- রুকুতে দুই হাটু ধরা ও আঙ্গুলসমূহ পরস্পর পৃথক রাখা।
- রুকুর ভিতরে তিনবার, পাঁচবার, ব সাতবার তাজবিহ বলা।
- রুকু হইতে উঠে সোজা হয়ে দাঁড়ানো।
- রুকু হতে উঠার সময় ইমামের সামি আল্লাহু হুলিমান হামিদাহ ও মুক্তাদীগণ এর রব্বানা লাকাল হামদ বলা।
- সিজদায় গিয়ে দুই হাটু ও তাকবীর বলিয়া বসা।
- সিজদায় তাজবিহ পড়া।
- পুরুষের জন্য সেজদা হইতে উঠিয়া ডান পা খাড়া রেখে বাম পায়ের উপর বসা ।আর স্ত্রীলোকের উভয় পা ডান দিকে বাহির করিয়া সতরের এর উপর বসা ।
- সিজদা থেকে উঠে এক তাসবিহ পরিমাণ সময় বসিয়া থাকা।
- দরুদ শরীফ পাঠ করা।
- দোয়া মাসুরা পড়া সূরা।
- দুই দিকে সালাম ফিরানো
পুরুষ এবং স্ত্রীলোকের নামাজের পার্থক্য
পুরুষ এবং স্ত্রী লোকের নামাজের মধ্যে পার্থক্য রয়েছে । অবশ্যই আমাদের সে নিয়মগুলো মেনে চলতে হবে । অনেকেই আছেন যারা পুরুষ এবং স্ত্রীলোকের নামাজের মধ্যে পার্থক্য সম্পর্কে জানেন না । তাই আপনারা যারা এ বিষয়ে অবগত নন তারা আমাদের পোস্টের মধ্যে বিস্তারিত জানতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক পুরুষের স্ত্রী লোকের মধ্যে নামাজের পার্থক্য । এবং অবশ্যই আপনার এই নিয়মগুলো মেনে চলবেন ।