Skip to content
Home » নক্ষত্র পতন কাকে বলে /কিভাবে হয় । What is a star fall? in Bangli 2022.

নক্ষত্র পতন কাকে বলে /কিভাবে হয় । What is a star fall? in Bangli 2022.

  • by
নক্ষত্র পতন কাকে বলে /কিভাবে হয় । What is a star fall? in Bangli 2022.

আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে নক্ষত্র পতন কাকে বলে ? আসলে এটি একটি খুব দারুণ প্রশ্ন?  আমরা হয়তো অনেকে জানিনা যে নক্ষত্র প্রথম কাকে বলে ।  নক্ষত্র পতন হয় এবং কিভাবে পতন হয় সকল বিষয় নিয়ে আলোচনা করব ।  এই প্রশ্নটির উত্তর সবারই জানা দরকার কেননা আপনি যে বিষয়ে লেখাপড়া করুন না কেন এই সকল বিষয়ে  খুঁটিনাটি জানা খুব জরুরী ।  তাই আসুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক নক্ষত্রগুলো পতন হয় কেন?

নক্ষত্র কাকে বলেঃ

 নক্ষত্র অর্থ হচ্ছে – তারা  । নক্ষত্র বলতে আমরা সাধারণত রাতের আকাশে  যেগুলো তারাকে দেখে থাকি  সাধারণত বিজ্ঞানীদের ভাষায় এগুলোকে নক্ষত্র  বলে। 

নক্ষত্র পতন কাকে বলে

আরও পড়ুন

নক্ষত্র পতন কাকে বলেঃ

নক্ষত্র পতন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন হতে পারে?  আর নক্ষত্র বিষয়ে যে সকল প্রশ্নগুলো রয়েছে সামান্য কিছু তুলে ধরার চেষ্টা করেছি । আপনাকে আগে জানতে হবে যে নক্ষত্র কাকে বলে  এবং এর বিষয়বস্তু অতি জরুরী ।  নক্ষত্র পতন হলো, আমরা হঠাৎ করেই রাতের আকাশের দেখতে পাই, যে একটি নক্ষত্র হঠাৎ করেই এক যে স্থান থেকে অন্য স্থানে ছুটে যাচ্ছে বা খসে পড়ছে  ।  আরে ছুটে যাওয়া বা খসে যাওয়া ঘটনাকেই আমরা নক্ষত্র পতন বলি ।  

নক্ষত্র পতন কেন হয়ঃ

 নক্ষত্র পতন হওয়ার ক্ষেত্রে মহাকাশ বিজ্ঞানীদের মতে, মহাকাশে বিভিন্ন ধরনের ছোটখাট মহাকাশীয় বস্তু  ভেসে বেড়ায় ।  যখন সেই বস্তুটি কোন গ্রহ নক্ষত্র কাছাকাছি চলে আসে তখন এদের আকর্ষণের কারণে বস্তুগুলি  এক দিক থেকে অন্য দিকে সরে যায় ।  আর এই কারনেই আমরা বলি নক্ষত্রের পতন হচ্ছে বা ঝরে পড়ছে ।  আসলে নক্ষত্র পতনের কারণ শুধু একটাই । আরে এটা ভেবেই  বিচলিত হয়ে পড়ি যে  এই তারাটি কোথায় গিয়ে পড়ে  কিভাবে করে ইত্যাদি বিষয় ।  কিন্তু আসলে তারা নাকি অন্য কোন স্থানে ঝরে পড়ে না তারা স্থান পরিবর্তন করে । 

নক্ষত্র কয় ধরনেরঃ

 সাধারণত অনেক অনেক বিজ্ঞানীরাই  তাদের গবেষণায়,  বলেছেন যে তারা মূলত তিন ধরনের হয়ে থাকে । 

নক্ষত্র পতন কাকে বলে

আরও পড়ুন

তারা বড় না পৃথিবী বড়ঃ

সৌরজগতে ছোট্ট একটি নক্ষত্র হলো পৃথিবী যার নিজস্ব কোন আলো নেই ।  পৃথিবীর অন্যান্য নক্ষত্র দিয়ে চলে ।  তাহলে চিন্তার বিষয় হলো যে পৃথিবী একটি ছোট নক্ষত্র এবং পৃথিবীর আশেপাশে যেগুলো নক্ষত্র রয়েছে সেগুলো  আলো দিয়ে পৃথিবীতে  চলে । বিজ্ঞানীরা বলেছেন, পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড় সূর্য ।  সূর্য থেকে আরো অনেক বড় বড় নক্ষত্র কথা রয়েছে । 

তারা কত বড়?

তারা বা নক্ষত্র হচ্ছে আমাদের পৃথিবী থেকে ১৩লক্ষ গুণ বড় । সূর্য হতে পৃথিবীর সবচেয়ে নিকটতম তারা । সৌরজগতে এমন অসংখ্য তারা রয়েছে যেগুলো সূর্য থেকে অনেকগুলো বড় ।  তাহলে চিন্তা করে দেখুন  সামান্য   সূর্য পৃথিবী থেকে ১৩ গুন বড় । আবার সেই সূর্যের থেকে আরো অনেকগুণ বড় হতে পারে একটি তারা ।  আর আমরা খুশকি থেকে যখন আকাশের দিকে লক্ষ্য করলে দেখা যায় সামান্য ছোট  মনে হয় হাতের মুঠোয় নেওয়া যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *