Skip to content
Home » দাঁত ও মাড়ি সুস্থ ও মজবুত রাখার উপায়

দাঁত ও মাড়ি সুস্থ ও মজবুত রাখার উপায়

দাঁত ও মাড়ি সুস্থ ও মজবুত রাখার উপায়

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমার  পোষ্টের বিষয় হচ্ছে দাঁতের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় । প্রত্যেক ব্যক্তি সৌন্দর্য প্রকাশ পায় তার দাঁতে । কারণ আপনি যদি হাসতে যান তাহলে সর্বপ্রথম আপনার দাঁত বের হবে । আর যার দাঁত সুন্দর হয় তার হাসিও অনেক সুন্দর হয় । দাঁত যদি সুন্দর না হয় তাহলে তার হাসিও তেমন একটা ভালো লাগে না । দাঁতের সৌন্দর্যের সাথে সাথে শারীরিকভাবে সুস্থ থাকতে গেলে দাঁতের সুরক্ষা গুরুত্বপূর্ণ । কারণ আপনার যদি দাঁত সুস্থ না থাকে তাহলে আপনি নানা ধরনের সমস্যায় ভুগবেন । দাঁত ব্যথা করলে কোন কিছু ভালো লাগে না সারা শরীরকে অসুস্থ করে ফেলে । সে কারণে প্রত্যেক ব্যক্তিকে তার দাঁতের যত্ন নিতে হবে ।

কারণ পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ততদিনই আপনার দাঁতের যত্ন নিতে হবে । কারণ শক্ত জিনিস খেতে হলে অবশ্যই  আপনাকে দাঁতের যত্ন নিতে হবে । তাই আজকে আমি আমার পোস্টটি সাজিয়েছি দাঁতের সুরক্ষায় করণীয় । তাই আপনারা যারা আপনাদের দাঁত কে সুন্দর এবং মজবুত রাখতে চান কিভাবে আপনাদের দাত কে সুন্দর রাখবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরব । তাহলে আসুন জেনে নেয়া যাক কিভাবে আপনারা দাঁত ও মাড়ি সুস্থ রাখবেন।

যেসব খাবার দাঁত ও মাড়ি সুস্থ রাখে

অনেকেই জানতে চায় যেসব খাবার দাঁত ও মারি সুস্থ রাখে সে সম্পর্কে । তাই তাদের কথা চিন্তা করে আজকে আমি আমার  পোষ্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো । যেসব খাবার দাঁত ও মারি সুস্থ রাখে সেসব খাবার সম্পর্কে । তাই আপনারা যারা দাঁতু মারি কোন কোন খাবার খেলে সুস্থ এবং মজবুত থাকবে সেসব খাবারের তালিকা আমাদের পোস্টের মাধ্যমে জানতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক যেসব খাবার দাঁত ও মারি সুস্থ রাখবে সেসব খাবার সম্পর্কে ।

  1. দুধ এবং দুধ জাতীয় খাবার দাঁতের মাড়ি শক্ত ও মজবুত করে । কারণ এসব খাবারে রয়েছে প্রচুর ক্যালসিয়াম যা দাঁতের ক্ষয়রোধ মোকাবেলা করে  । তাই প্রত্যেকদিন দুধ এবং দুধ জাতীয় খাবার খাবেন দাঁতের সুস্থতার জন্য ।
  2. খাবার খাওয়ার পর বেশি করে পানি পান করবেন কারণ খাবার খাওয়ার কারণে দাঁতের কোনায় খাবার কোনা আটকে থাকতে পারে বেশি করে পানি পান করলে এই কোনাগুলো আর আটকে থাকবে না ।
  3. বেশি করে সবজি এবং ফল খেতে হবে । সবজি এবং ফল দাত এবং মারি মজবুত করে ।
  4. কাঁচা পেঁয়াজ  দাঁত এবং মারি সুস্থ রাখে ।  তাই প্রত্যেকদিন কাঁচা পেঁয়াজ খেলে দাঁত এবং মাড়ি সুস্থ থাকবে ।

দাঁত ও মাড়ির স্বাস্থ্য সুরক্ষায়  করণীয়

দাঁত এবং মাড়ি স্বাস্থ্য সুরক্ষায় যা যা করণীয়তা আমাদের জানা উচিত । কারণ দাঁত মানুষের একটি প্রয়োজনীয় অঙ্গ জানা থাকলে মানুষ নানা ধরনের সমস্যায় পরে । যেমন খাবার খেতে, মানুষের সাথে চলাফেরা করতে গিয়ে হাসতে কারণ দাঁত যদি সুন্দর না হয় তাহলে তার হাসিটাও তেমন একটা ভালো লাগে না । তাই আমরা আমাদের  দাঁতের যত্ন নেব যেন আমাদের দাঁতের মাড়ি এবং দাঁত সুস্থ থাকে । তাহলে আসুন জেনে নেয়া যাক দাঁত এবং মারি স্বাস্থ্য সুরক্ষায় যাহা করণীয় সে সম্পর্কে ।

  1. প্রতিদিন সকালে নাস্তার পর এবং রাতে ঘুমানোর আগে টুথব্রাশ ও টুথপেস্ট দিয়ে সঠিকভাবে দুই মিনিট দাঁত পরিষ্কার করবেন ।
  2. প্রতি তিন মাস পরপর টুথব্রাশ পরিবর্তন করা উচিত কেননা ব্রাশের ব্রিসল বেঁকে গেলে মাড়ির ক্ষতি হয়
  3. নিয়মিত ডেন্টাল ফ্লস মারির রোগ প্রতিরোধে সাহায্য করে দুই দাঁতের মধ্যবর্তী স্থান পরিষ্কার করতে ডেন্টাল ফ্লসের বিকল্প নেই।
  4. প্রতি ছয় মাস অন্তর একজন ডেন্টিস্ট দ্বারা মুখ ও দাঁত চেক করানো উচিত ।
  5. কয়লা ছাই লবণ ইত্যাদি দাঁতের মাজন হিসাবে ব্যবহার করলে দাঁত ও মাড়ির ক্ষতি হয় ।.
  6. পান সুপারি তামাক সিগারেট ইত্যাদি মুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ এগুলো সেবন থেকে বিরত থাকুন ।
  7. চকলেট আইসক্রিম কোল্ড রিংস বিস্কুট পাউরুটি মিষ্টি কেক চিপস সকল প্রকার জাঙ্ক ফুড খাওয়ার পর অবশ্যই ভালোভাবে দাঁত পরিষ্কার করতে হবে।
  8. দাঁতের কালো গোত্র গর্ত দাঁত ক্ষয়ের প্রাথমিক লক্ষণ তাই ব্যথা হওয়ার পূর্বে চিকিৎসা নিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *