Skip to content
Home » টেলিটক সিমের সকল কোড ২০২২ | টেলিটক সিমের এমবি কেনার কোড

টেলিটক সিমের সকল কোড ২০২২ | টেলিটক সিমের এমবি কেনার কোড

টেলিটক সিমের সকল কোড ২০২২

হ্যালো বন্ধুরা, আশা করছি ভালই আছেন ।আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব টেলিটক সিমের সকল প্রয়োজনীয় কোড সম্পর্কে ।অনেকেই আছেন যারা টেলিটক সিমের সকল কোড সম্পর্কে জানেন না । আপনি একজন টেলিটক মোবাইল অপারেটর গ্রাহক ।সুতরাং অবশ্যই আপনাকে এ বিষয়ে জানতে হবে,আর আপনি যদি এ বিষয়গুলো না জানেন তাহলে কোন কিছুই চেক করতে পারবেন না  ।

অনেক গ্রাহক আছে যারা টেলিটক সিমের অফার কোড, এসএমএস কোড, ব্যালেন্স চেক কোড, ইন্টারনেট ব্যালেন্স কোড, মিনিট চেক কোড ইত্যাদি সম্পর্কে জানেন না ।এ বিষয়ে জানার জন্য তাদের অন্য জনের কাছে যেতে হয়, বা অনলাইনে সার্চ করে খোঁজাখুঁজি করতে হয়  ।তাই আপনাদের আর ভোগান্তির শিকার হতে হবে না যারা টেলিটক সিমের সকল কোড 2022 সম্পর্কে জানেন না তাদের জন্যই আজকে আমাদের এই পোস্টটি ।আপনি যদি টেলিটক সিমের সকল কোড সম্পর্কে জানতে চান তাহলে পোষ্টটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ।তাহলেই আপনি জেনে নিতে পারবেন টেলিটক সিমের সকল কোড সম্পর্কে  ।

      টেলিটক সিমের সকল কোড ২০২২

অনেকেই আছেন যে টেলিটক সিমের কোড গুলো জানার জন্য অনেক খোজাখুজি করেন  ।কিন্তু ইন্টারনেটে খুঁজে পান না  অনেক ভোগান্তির শিকার হন  ।তাইতো টেলিটক গ্রাহক দের জেনারেল ভোগান্তির শিকার হতে না হয় সেজন্যই আজকে আমাদের এই অবস্থা  ।আপনারা খুব সহজেই এখন জেনে নিতে পারবেন টেলিটক সিমের সকল প্রয়োজনীয় কোড সম্পর্কে  ।তাহলে আর দেরি না করে জেনে নিন টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড  ।টেলিটক সিমের সকল কোড জানার জন্য আমাদের পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন  ।

  1. টেলিটক সিমের নাম্বার চেক করতে ডায়াল করুন *৫৫১#
  2. কিভাবে টেলিটক ব্যালেন্স চেক করবেন
  3. টেলিটক ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *১৫২#
  4. কিভাবে টেলিটক মিনিট চেক করবেন
  5. টেলিটক সিমের মিনিট চেক করার জন্য ডায়াল করুন *১৫২#
  6. কিভাবে টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক করবেন
  7. টেলিটক সিমের ইন্টারনেট এমবি চেক করার জন্য ডায়াল করুন *১৫২#
  8. টেলিটক সিমের এসএমএস চেক করতে ডায়াল করুন *১৫২#
  9. টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১১২২#

টেলিটক সিমে  অপ্রয়োজনীয় কোড বন্ধ করার নিয়ম

আমাদের মোবাইল ফোনে হঠাৎ করেই ও প্রয়োজনীয় কিছু কোড চালু হয়ে যায় ।তখন আমাদের ফোন থেকে টাকা কেটে নিয়ে যায় ।আমরা অনেকেই আছি যারা এই কোড গুলো বন্ধ করতে পারিনা ।যতবারই ফোনে টাকা ভরি না কেন মূল ব্যালেন্সে টাকা শেষ হয়ে যায় ।তাই যাতে সহজেই এই কোড গুলো বন্ধ করতে পারেন সেজন্যই আমরা এই পোস্টটি করেছি  ।যাতে করে আমাদের এই পোস্টটি থেকে আপনারা উপকৃত হতে পারেন।

  • টেলিটক সিমের টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করতে মেসেজ করুন: টাইপ করুন Stop All পাঠিয়ে দিন 335 এই নাম্বারে
  • ইন্টারনেট চালু করতে মেসেজ করুন: Type Set পাঠিয়ে দিন 738 নাম্বারে
  • মিসকল এলার্ট চালু করতে মেসেজ করুন: Type REG পাঠিয়ে দিন 2455 নাম্বারে
  • মিসকল এলার্ট বন্ধ করতে মেসেজ করুন: Type REG পাঠিয়ে দিন 245 নাম্বারে
  • টেলিটক সিমের caller টিউন চালু করতে মেসেজ করুন:TT-start পাঠিয়ে দিন 5000 নাম্বারে এবং বন্ধ করতে মেসেজ করুন: stop পাঠিয়ে দিন 5000 নাম্বারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *