Skip to content
Home » টেডি ডে কবে 2023 | teddy Day 2023 Kobe

টেডি ডে কবে 2023 | teddy Day 2023 Kobe

  • by
টেডি ডে কবে 2023

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । অনেকেই জানেন না টেডি ডে কবে সে সম্পর্কে । তাইতো সবাই টেডি ডে কবে এই সম্পর্কে জানার জন্য অনলাইনে সার্চ করে থাকেন । টেডি ডে তে  অনেকেই তার ভালোবাসার মানুষকে টেডি বিয়ার উপহার দিয়ে থাকেন । তাই আপনারা যারা আপনাদের ভালোবাসার মানুষকে টেডি বিয়ার উপহার দিতে চান আশা করছি তারা আমাদের এই পোষ্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন । আজকে আমি আমার প্রশ্নের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো টেডি ডে কবে বা টেডি ডে কবে পালন করা হয় সে সম্পর্কে । তাহলে আসুন জেনে নেয়া যাক টেডি ডে কবে সে সম্পর্কে বিস্তারিত ।

টেডি ডে কবে পালন করা হয়

আপনি কি টেডি ডে কবে সে সম্পর্কে জানার জন্য এসেছেন । তাহলে আমাদের আজকের এই পোস্টটি শুধু আপনার জন্য । কারণ আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে টেডি ডে কবে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব । আপনারা যারা টেডি ডে কবে সে সম্পর্কে জানেন না তারা আমাদের পোস্টের মাধ্যমে টেডি ডে সম্পর্কে জানতে পারবেন । প্রতিবছর ফেব্রুয়ারি মাসের ১০ তারিখের টেডি ডে পালন করা হয় । তাই এ বছরেও টেডি ডে ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে পালন করা হবে । ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের শুক্রবার এবারের টেডি ডে পালন করা হবে। আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে জানতে পেরেছেন টেডি ডে কবে পালন করা হয় সে সম্পর্কে ।

ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে টেডি ডে পালন করা হয়

টেডি ডে তে  কি করতে হয়

টেডি ডে তে কি করতে হয় সে সম্পর্কে যারা জানেন না তারা আমাদের পোষ্টের মাধ্যমে তা জানতে পারবেন ।  টেডি ডে তে  সাধারণত ভালোবাসার মানুষকে টেডি বিয়ার উপহার দেওয়া হয় । প্রতিবছর ১০ ফেব্রুয়ারি টেডি ডে পালন করা হয় সেই উপলক্ষে ভালোবাসার মানুষকে প্রতিবছর 10ই ফেব্রুয়ারি সবাই টেডি বিয়ার উপহার দিয়ে থাকেন । তাই আপনাদের যদি প্রেমিক অথবা প্রেমিকা থেকে থাকে তাহলে আপনি দশই ফেব্রুয়ারি তা উপহার দিতে পারবেন । আশা করছি আপনারা বুঝতে পেরেছেন টেডি ডে তে মানুষ কি করে ।

টেডি ডে পিকচার

টেডি ডে পিকচার

টেডি ডে কেন পালন করা হয়

টেডি ডে কেন পালন করা হয় সে সম্পর্কে অনেকেই জানার আগ্রহ প্রকাশ করে । সেজন্য তারা অনলাইনে সার্চ করে থাকেন  সে সম্পর্কে জানার জন্য । তাই আজকে আমি আমার পোস্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব টেডি ডে সম্পর্কে । আমেরিকার প্রেসিডেন্ট থিওডর টেডি রুজভেল্ট পশু হত্যা রুখতে ভাল্লুকের আকৃতি একটি পুতুল বানান । সে বছর  তিনি ভ্রমণ করতে গিয়েও কোন পশু হত্যা করেননি।

টেডি ডে পিকচার

টেডি ডে পিকচার

পশু প্রেমি থিওডর এর অনুরোধেই প্রতিবছর টেডি দিবস পালন করা হয় । তাইতো ভালবাসা শুধু মানুষের প্রতি নয় সকল প্রাণীর উপরেই ভালোবাসা প্রকাশ করা যায় ।  আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন প্রতিবছরই  টেডি দিবস পালন করা হয় ।

টেডি ডে এসএমএস

আমি এখন আমার পোস্টের মাধ্যমে টেডি ডে নিয়ে এসএমএস তুলে ধরবো । অনেকেই আছেন যারা টেডি ডে নিয়ে এসএমএস সম্পর্কে জানতে চান তারা আমাদের পোষ্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক টেডি ডে নিয়ে কিছু এসএমএস ।

আমি তোমাকে ভালবাসার জন্য সেখানে নাও
থাকতে পারি তবে আমি তোমাকে এই উষ্ণ
ধরে দেওয়ার জন্য এই টেডিটি প্রেরণ করছি
তোমাকে ভালবাসি! …. শুভ টেডি দিবস

কে বলেছিল টেডি বাস্তব নয়
মানে তুমি কেবল তাকান
তুমিই সবচেয়ে আদরের টেডি,
আমার ভালবাসা! …শুভ টেডি ডে

ভালবাসার উষ্ণতা সর্বদা তোমার সাথে থাকুক
এবং এখানে তোমাকে ভালবাসায় উষ্ণ রাখার জন্য টেডিটি পাঠাচ্ছি।
শুভ টেডি দিবস

তুমিই আমার সুখ ও আনন্দের কারণ।
তোমাকে অনেক খুশির টেডি ডে কামনা করছি।

আমি তোমাকে কতটা ভালোবাসি তা
দেখানোর জন্য এই সুন্দর টেডিটি
আমার কাছ থেকে একটি উপহার।
শুভ টেডি দিবস!

তুমি আমার লম্বা চাবি পুতুল
এবং আমি তোমার টেডি বিয়ার
মিস বেবি ….. হ্যাপি টেডি ডে

সর্বশেষ কথা,

আমি আমার  পোষ্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছি টেডি দিবস কেন পালন করা হয় । টেডি দিবসের ইতিহাস সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছি  । আশা করছি আপনারা যারা টেডি দিবসের ইতিহাস সম্পর্কে জানেন না তারা আমাদের  পোষ্টের মাধ্যমে তা জানতে পেরেছেন । আমাদের ওয়েব সাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ  ।

টেডি ডে পিক

টেডি ডে পিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *