Skip to content
Home » জীবন নিয়ে উক্তি/ জীবন পাল্টে যাওয়ার মতো উক্তি ২০২১ । -(Life quoters in bangli)

জীবন নিয়ে উক্তি/ জীবন পাল্টে যাওয়ার মতো উক্তি ২০২১ । -(Life quoters in bangli)

  • by

এগিয়ে যাওয়ার উক্তি গুলো মূল কথা হলো পিছনে না তাকিয়ে জীবনকে সামনে এগিয়ে নেওয়া। শুধু পিছনে ফিরে তাকিয়ে থাকলেই বা এক জায়গায় তুমি থাকলে জীবনে পিছিয়ে পড়বে না। জীবন একটাই আর সফল জীবনের মানে হলো শুধু এগিয়ে যাওয়ার লক্ষ । 

 

আপনার জীবনটা যেন এগিয়ে যাওয়ার সাফল্যের গল্প হয়ে ওঠে- সে কারণেই আমরা আজ কিছু এগিয়ে যাওয়ার উক্তি অথবা এগিয়ে যাওয়ার বাণী নিয়ে এসেছি।  যাতে আপনি অতীতে গ্লানি নসি থেমে না থেকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা পান । 

 

১।“জীবন বাই সাইকেল চালানোর মত একটা ব্যাপার, তুমি দিতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে”

  • =আইনস্টাইন ।
  • ২ । “আগের অধ্যায় বারবার হতে থাকলে পরে রাস্তায় এগিয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেইঃ

– ইংলিশ

৩ । “ভালো কিছু থেকেই ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়,  হয়তোবা তুমি আরও কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছে”

_সংগৃহীত

৪। “যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছে, যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছো, যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ অতীত চলে গেছে, ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাচ্ছ না”

 

-স্টিভ ম্যারাবোলি [বিজ্ঞানী ও মোটিভেটর ]

 

 

৫। “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি,  আমরা নতুন দরজা খুলতে পারি, কারণ আমরা কৌতুহলী। আরে কৌতুহল এই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

-ওয়াল্ট ডিজনি

৬। “গত কালকের দিনটা যেন তোমার আজকের দিনটার ক্ষতি করতে না পারে”

-সংগৃহীত

৭। “তুমি চাইলেও  পিছনে যেতে পারবেনা,  তবে সামনে না এগিয়ে থেমে আছো কেন?”

  • সংগৃহীত ।

৮। “বিশ্বাস হলো সামনে কিছু না দেখিয়ে এড়িয়ে যাওয়া, অতীতের সব কিছুর জন্য কৃতজ্ঞ বোধ করো”

– মাইক রোও (আমেরিকান টিভি ব্যক্তিত্ব )

৯। তখনি বুঝবে যে তুমি সঠিক পথে আসো, যখন দেখবে পিছন ফিরে না তাকিয়ে তুমি সামনে এগিয়ে চলছে” 

-সংগৃহীত 

 

১০। জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের প্রাণ একটি লক্ষ্য ঠিক করো তারপর তার দিকে এগিয়ে যাও 

-জর্জ পিরি ( সর্বকালের সেরা একজন মিক্সড মার্শাল আর্টিস্ট )

১১। অতীতের ভুল নিয়ে আফসোস করো না ।  সামনের কাজগুলো নির্ভুলভাবে করার জন্য তোমার সব শক্তিকে  কাজে লাগেও 

-ডেনিস ওয়েটলি ( মোটভেটর ও পরামশরক)

১২। শুধু সামনে এগিয়ে যাও ।  কে কি বলছে- তাতে কান দিও না । নিজের ভালোর জন্য যা করতে হবে, করতে থাকো” । 

-জনি ডেপ ( ইতিহাসের সফলতম অভিনেতাদের একজন )

১৩ । যদি উড়তে না পার, তবে দৌড়া্‌ও,  যদি দৌড়াতে না পা্‌র , তবে হাটো; হাটতে না পারলে হামাগুড়ি দাও । যে অবস্থায় থাকো সামনে চলা বন্ধ করবে না ।

-মার্টিন লুথার কিং জুনিয়র ( আফ্রিকান আমেরিকান নেতা )

১৪। মানুষ সব সময় ছাত্র, মাস্টার বলে কিছু নেই। এটা যে বুঝবে,সে সব সময় সামনে এগিয়ে যাবে । 

-কনরাড হ্যাল (ফটোগ্রাফি গ্রেট )

১৫ । যারা শুদ্ধ বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায়, তারা একদিন সব কিছুই ঠিক হতে দেখে । 

-গরড্ডন হিংকলি ( আমেরিকান ধর্মীয় বক্তা ও লেখক)

১৬। আমরা যদি নতুনকে গ্রহণ করতে না পারি, তবে সামনেএগিয়ে যেতে পারব না ।

-জন উডেন ( বাস্কেটবল গ্রেট )

১৭। অতীতকে বিদায় জানাতে সাহস লাগে ।  সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে ।

-পাওলো কোয়েলহো (বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান লেখক )

পরিবিশিষ্টঃ 

জীবনে এগিয়ে যাওয়ার উক্তি বা বাণী গুলো আপনাকে অতিথি প্রার্থনীয় দুঃখ কে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে এটাই আমরা আশা করি । 

জীবনে যতই কঠিন সময় আসুক না কেন- মনে যদি সৎ সাহস আর ইচ্ছা থাকে তবে আপনিও যা চান তাই অর্জন করতে পারবেন । 

আর সেই অর্জনের পথে অনুপ্রেরণা খুঁজে নিতে এই এগিয়ে যাওয়া উক্তি ও বাণী গুলো যদি আপনাকে অনুপ্রেরণা দিতে পারে তাহলে  আমাদের প্রচেষ্টা সফল হবে । 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *