Skip to content
Home » জীবনে বড় হওয়ার গল্প | একজন আত্মবিশ্বাসী মানুষের সফলতার গল্প

জীবনে বড় হওয়ার গল্প | একজন আত্মবিশ্বাসী মানুষের সফলতার গল্প

একজন আত্মবিশ্বাসী মানুষের সফলতার গল্প

জীবনে সফল হতে কে না চায়,  প্রত্যেকের জীবনে সফলতা আসে কেউ সফলতা অর্জন করতে পারে আর কেউ পারেনা । কারণ সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রমের দ্বারাই আপনি সফলতা অর্জন করতে পারবেন । পরিশ্রম ছাড়া কখনো জীবনে সফলতা অর্জন করা সম্ভব না । পরিশ্রম কখনো বৃথা যেতে পারে না । যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি সফলতা অর্জন করতে পারবে । পরিশ্রমই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি । জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পরিশ্রমের বিকল্প আর কিছুই নেই ।

যারা জীবনে পরিশ্রম করে তারাই সফলতা অর্জন করতে পারে আজ যারা পরিশ্রম করতে পারে না তারা কখনো সফলতা অর্জন করতে পারে না । সফল মানুষ কে সবাই ভালবাসে । আর যারা অলস অপদার্থ তারা কখনোই জীবনে সফল হতে পারেনা অলসতায় তাদের জীবনকে ভঙ্গুর করে তোলে । মানুষের দিকে তাকিয়ে থাকা ছাড়া তাদের কোনো উপায় নেই । তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে একজন সফল ব্যক্তির জীবনী সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব ।

কারন অনেকেই আছেন যারা সফল ব্যক্তির গল্প শুনতে চান এ থেকে তারা অনুপ্রেরণা লাভ করতে পারেন জীবনে সফল হওয়ার জন্য । তাই আপনারা যারা অনুপ্রেরনা লাভ করতে চান আমাদের আজকের এই পোস্ট থেকে তারা আমাদের সম্পূর্ন পোস্ট পড়ুন । এখন আমি আমার পোস্টের মাধ্যমে জীবনে সফল হওয়ার গল্প টি আপনাদের সামনে তুলে ধরব ।

একজন আত্মবিশ্বাসী মানুষের সফলতার গল্প

আজকে আমি আমার সম্পর্কে কিছু কথা বলব । আমি সর্বপ্রথম যখন লেখাপড়া শুরু করি তখন থেকেই ছিল আমাদের অভাবের সংসার । বাবা-মা কষ্ট করে ক্লাস এই পর্যন্ত লেখাপড়া করিয়েছে তারপর থেকে তারা আমাকে লেখাপড়া করাতে  চাইনি । তবুও আমি কষ্ট করে বাহিরে কাজ করে আমার লেখাপড়া চালিয়ে যাই । এভাবেই আমি এসেছি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে এসএসসি পরীক্ষায় পাশ করি । তারপর থেকেই আমি এলাকায় দুই-চারটা প্রাইভেট পড়ে নিজের খরচ  যোগাতাম ।

এরপর ইন্টারমিডিয়েট পরীক্ষা 4.80 নিয়ে  পাস করি । তারপর ঢাকা ভার্সিটিতে এডমিশন পরীক্ষা দেই আল্লাহর রহমতে সেখানেও টিকে যায় ।  প্রথম যখন সেখানে যাই নতুন হিসেবে কেউ আমাকে চিনতো না প্রাইভেট পড়াতে পারতাম না খুব কষ্ট হতো নিজের খরচ যোগাতে এবং লেখাপড়া চালাতে । তখন কিছুদিন আমি রিকশা চালিয়ে নিজের লেখাপড়ার খরচ  চালাতাম । তারপর এক বড় ভাই এর মাধ্যমে সেখানে প্রাইভেট পড়ানো শুরু করি । তার পর থেকে আমাকে আর রিকশা চালাতে হয় নি প্রাইভেটের টাকায় আমি আমার খরচ চালাতাম

। ভার্সিটিতেও ভালো একটা রেজাল্ট করলে পাশ করি । তখন ইচ্ছে ছিল ছোটখাটো একটা কোম্পানিতে জব করা কারোর টাকার খুবই প্রয়োজন ছিল । তবুও লেখাপড়া বাদ দেই বিসিএস এর প্রস্তুতি নিয়ে  চলেছি চাকরির পাশাপাশি । এভাবেই জীবন যুদ্ধে আমি অনেক পরিশ্রম করে বিসিএস ক্যাডার হয় । এই সফলতার পিছনে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে । যা আমি কখনোই ভুলতে পারবো না মুখের কথায় আপনাদের বোঝাতেও পারবো না । আমি আমার কথার মাঝে এটাই বলতে চাই আপনারা জীবনে কষ্ট করুন দেখবেন সফলতা আপনারা অবশ্যই অর্জন করতে পারবেন । তাই হেলায় হেলায় সময় নষ্ট না করে জীবনে পরিশ্রম করতে শিখুন দেখবেন সফলতা অর্জন করতে পারবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *