Skip to content
Home » জীবনানন্দ দাশের উক্তি, বাণী ও কিছু কথা

জীবনানন্দ দাশের উক্তি, বাণী ও কিছু কথা

জীবনানন্দ দাশের উক্তি

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার পোস্টের মাধ্যমে জীবনান্ত দাসের উক্তি এবং বাণী তুলে ধরব । জীবনানন্দ দাশ ছিলেন একজন প্রকৃতি প্রেমিক কবি । যার কবিতায় মুগ্ধ হয়েছে অনেকেই । তিনি বাংলার গ্রাম অঞ্চল নিয়ে অনেক কবিতা লিখে গেছেন গ্রামের সৌন্দর্য তুলে ধরেছেন তার কবিতায় । তাইতো জীবনানন্দ দাশের সেই কবিতা গুলো আমাদের মন ছুঁয়ে যায় । তার বলা অনেক উক্তি এবং বাণী রয়েছে । অনেকেই আছেন জীবনানন্দ দাশের উক্তি ও বাণী গুলো দেখার জন্য অনলাইনে সার্চ করে থাকেন ।

জীবনানন্দ দাশ বলেছেন আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পউষ সন্ধ্যায়, দেখেছি মাঠের পারে নরম নদীর নারী ছড়াতেছে ফুল কুয়াশার কবেকার পাড়াগাঁর মেয়েদের মতো যেন হায় তারা সব আমরা দেখেছি যারা অন্ধকারে আকন্দ ধুন্দুল জোনাকিতে ভরে, গেছে; যে মাঠে ফসল নাই তাহার শিয়রে চুপে দাঁড়ায়েছে চাঁদ– কোনো সাধ নাই তার ফসলের তরে। আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে জীবন্ত দাসের বলা সেই উক্তি এবং বাণীগুলো তুলে ধরব । আপনারা যারা জীবনানন্দ দাশের উক্তি এবং বাণীগুলো সম্পর্কে জানতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্ট পড়ুন । আশা করছি আপনারা আমাদের আজকের এই পোস্টটি মাধ্যমে উপকৃত হতে পারবেন ।

জীবনানন্দ দাশের উক্তি

জীবনানন্দ দাশ হচ্ছে গ্রাম প্রিয় মানুষ । তাইতো তিনি শহরে না থেকে গ্রামকে নিয়ে ভেবেছেন গ্রামকে নিয়ে নানা ধরনের কবিতা লিখে গেছেন । তার কবিতার মাধ্যমে গ্রাম বাংলার সৌন্দর্য ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে । তাইতো যারা শহরে থাকে তার কবিতা পড়লেই তাদের গ্রামে আসতে মন চায় । মানুষের জীবন সুন্দর করে তুলতে জীবনানন্দ দাশ কিছু উক্তি লিখে গেছেন । আমরা যদি তার দেওয়া উক্তি গুলোর মত চলতে পারি তাহলে আমরা আমাদের জীবনকে আরো সুন্দর করতে পারব । তাই আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে জীবনানন্দ দাশের সেই উক্তিগুলো তুলে ধরব । যাতে করে আপনারা আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে জীবনান্তর দাসের সেই উক্তিগুলো সম্পর্কে জানতে পারেন । তাহলে আসুন জেনে নেয়া যাক জীবনানন্দ দাশের উক্তি সম্পর্কে বিস্তারিত ।

  1. আজো আমি মেয়েটিকে খুঁজি; জলের অপার সিঁড়ি বেয়ে কোথায় যে চলে গেছে মেয়ে।
  2. অপরাজিতার মতো নীল হয়ে- আরো নীল- আরো নীল হয়ে ,আমি যে দেখিতে চাই— সে আকাশ
  3. চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার!
  4. সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়, আমাদের মুখ সারাটি রাত্রি মাটির বুকের’পরে!
  5. প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি?
  6. কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে!
  7. যে নদী হারায়ে যায় অন্ধকারে –-রাতে — নিরুদ্দেশে, তাহার চঞ্চল জল স্তব্ধ হয়ে কাঁপায় হৃদয়!
  8. তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন।
  9. তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন।
  10. শরীর রয়েছে, তবু মরে গেছে আমাদের মন! হেমন্ত আসেনি মাঠে ,- হলুদ পাতায় ভরে হৃদয়ের বন!
  11. পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন; মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে।
  12. সব ছেড়ে দিয়ে আমি তোমারে একাকী ভালোবেসে তোমার ছায়ার মতো ফিরিয়াছি তোমার পিছনে!
  13. সকল কঠিন সমুদ্রে প্রবাল লুটে তোমার চোখের বিষাদ ভৎসনা. প্রেম নিভিয়ে দিলাম, প্রিয়।
  14. অর্থ নয়, র্কীতি নয়, সচ্ছলতা নয়- আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে ,আমাদের ক্লান্ত করে; ক্লান্ত ক্লান্ত করে

জীবনানন্দ দাশের বাণী

জীবনানন্দ দাশ মানুষের উপকারের জন্য অনেক বাণী লিখে গেছেন । যেন মানুষ সঠিক পথে নিজের জীবনকে নিয়ে যেতে পারে । কারণ প্রত্যেক কবি ছিলেন অনেক সহজ সরল । হয়তো তারা তাদের প্রত্যেকটি কবিতার মাধ্যমে মানুষের জীবনকে পরিবর্তন করার কথা বলতেন । যেন তারা তাদের প্রকৃতির সাথে তাল মিলিয়ে বাঁচতে পারে সে কথা বলতে । তাই আপনারা যারা জীবনানন্দ দাশের বাণী সম্পর্কে জানতে চান তারা আমাদের সম্পন্ন পোস্টে পরুন । আশা করছি আপনারা আমাদের  পোস্টে মাধ্যমে জীবন্ত দাসের বাণী সম্পর্কে জানতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক জীবনানন্দ দাশের সেই বাণীগুলো সম্পর্কে বিস্তারিত ।

একদিন দিয়েছিলে যেই ভালোবাসা ,
ভুলে গেছ আজ তার ভাষা!
জানি আমি… তাই
আমিও ভুলিয়া যেতে চাই
একদিন পেয়েছি যে ভালোবাসা
তার স্মৃতি….আর তার ভাষা

তোমার মুখের দিকে তাকালে এখনো
আমি সেই পৃথিবীর সমুদ্রে নীল…
দুপুরের শূন্য সব বন্দরের ব্যথা…
বিকেলের উপকন্ঠে সাগরের চিল…
নক্ষত্র, রাত্রির জল, যুবাদের ক্রন্দন সব–
শ্যামলী, করেছি অনুভব।

পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে,,
পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে,,
পৃথিবীর সব প্রেম আমাদের দু’জনার মনে,,
আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে আকাশে।

জীবনানন্দ দাশের কিছু কথা

আমাকে খোঁজো না তুমি বহুদিন-কতদিন আমিও তোমাকে
খুঁজি নাকো;- এক নক্ষত্রের নিচে তবু-একই আলোপৃথিবীর পারে
আমরা দুজনে আছি;
তুমিও দেখ নি ফিরে – তুমিও ডাক নি আর– আমিও খুঁজি নি অন্ধকারে
আমাকে খোঁজো না তুমি বহুদিন – কতদিন আমিও তোমাকে
খুঁজি নাকো; – এক নক্ষত্রের নিচে তবু – একই আলো পৃথিবীর পারে
আমরা দুজনে আছি; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,

প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।
সব ছেড়ে দিয়ে আমি তোমারে একাকী ভালোবেসে
তোমার ছায়ার মতো ফিরিয়াছি তোমার পিছনে!

প্রেম ধীরে মুছে যায়,
নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়,
হয় নাকি?

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ;পর
হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে , .এতোদিন কোথায় ছিলেন?.
পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন।
তোমার বুকের পরে আমাদের পৃথিবীর অমোঘ সকাল…
তোমার বুকের পরে আমাদের বিকেলের রক্তিল বিন্যাস.;
তোমার বুকের পরে আমাদের পৃথিবীর রাত..
নদীর সাপিনী, লতা, বিলীন বিশ্বাস।

সর্বশেষ কথা,

আমি আমার পোস্টের মাধ্যমে জীবনানন্দ দাশের উক্তি এবং বাণী গুলো তুলে ধরেছি । রাজারা জীবনানন্দ দাশের উক্তি এবং বাণী পেতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন । আরো অন্যান্য পোস্টগুলো পেতে আমাদের ওয়েবসাইটের বাকি পোস্টগুলো পড়ুন ।এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন ।আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *