একটা মোবাইল ডিভাইস বা একটা কম্পিউটার ডিভাইস এর জন্য অতি গুরুত্বপূর্ণ একটি জিমেইল অ্যাকাউন্ট । আপনি যদি মোবাইল বা ডেস্কটপের কোন ব্রাউজার ওপেন করে কোন সাইটে যেতে চান বা ইউটিউবে মুভি বা গান দেখতে চান তাহলে অবশ্যই একটি ভেরিফাই জিমেইল একাউন্ট লগ ইন করতে বলবে । আর এই জিমেইল অতিগুরুত্বপূর্ণ, কেননা প্রতিনিয়ত আমাদের এই জিমেইল কাজে লাগে । একটা ভেরিফাই জিমেইল একাউন্ট খোলা খুব সহজ । যদি আপনি আমার পোস্টটি ভাল করে পড়েন এবং সে অনুযায়ী কাজ করেন দেখবেন যে এর মতো সহজ আর কিছু হয়না । তাই আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জিমেইল আইডি কিভাবে খুলব । তাই আর আজকে আপনাদের শিখাবো কিভাবে একটি মানসম্মত জিমেইল অ্যাকাউন্ট খুলবেন এবং ধাপে ধাপে ছবির মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেয়ার চেষ্টা করব । আপনাদের সুবিধারতে এই টুকু কষ্ট তো করাই যায়। তাই আর বেশি কিছু আলোচনা করে চলুন দেখা যাক আজকের জিমেইল টা কিভাবে Creat করা হয়ঃ
নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ কিভাবে জিমেইল খুলব
ধাপ (১)
প্রথমেই আপনাকে গুগলের ক্রম ব্রাউজার (Open) করে লিখতে হবে Creat Gmail Account
ধাপ (২)
এরপর গুগল আপনাকে নতুন জিমেইল একাউন্ট খোলার জন্য তাদের একটি সাইটে নিয়ে যাবে । সেখানে হাজার হাজার ওয়েবসাটই পাবে,আপনি কোনটিতে ক্লিক করবেন? আপনাকে দ্বিতীয় যেই ওয়েব সাইটটি আছে সেটিতে ক্লিক করতে হবে ।
ধাপ (৩)
দ্বিতীয় সাইটে ক্লিকের পর নিচের যে ফর্ম আছে, এরকম একটি ফর্ম বের হবে । সেই ফরমটি আপনাকে পূরণ করতে হবে । আপনি সুন্দর করে দেখে দেখে পুরন করবেন । প্রথমে আপনার নাম দিতে হবে, এর ফার্স্ট নাম, যেমন ধরেন – প্রথম নাম Abdullah শেষ নাম Bin Said
ধাপ (৪)
তারপর আসবে ইউজারনেম এখানে সবকিছু আপনাকে ছোট হাতের অক্ষর দিতে হবে,আর কোন ফাঁকা জায়গা রাখা যাবে না , যেমন ধরেন= abdullhbinsaid123 এই নাম দিয়ে যদি কোন সমস্যা দেখা দেয় তাহলে আপনি শুধু সংখ্যা গুলো বদলে দেবেন তাতেই হয়ে যাবে ।
ধাপ (৫)
এরপর আপনাকে নিচে একটি পাসওয়ার্ড দিতে হবে । পাসওয়ার্ড এর সংখ্যা এবং অক্ষর দিয়ে আট ডিজিটের/ মানে আট সংখ্যার । একটা ভালো এবং শক্তিশালী পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যেমন, (@abs$123) এই রকম, তাহলে কি হবে? আপনার অ্যা কাউন্টটি এতো তারা তারি কেউ হ্যাক করতে পারবে না । তারপর সেই পাসওয়ার্ড Confirm এ আবার দিতে হবে । তারপরে Next এ চাপ দিতে হবে ।
ধাপ (৬)
এরপর আপনার চালু করা একটি সিম নাম্বার দিতে হবে । সেই সিমে একটি ৬ সংখ্যার কোড যাবে সেই কোডটি সেখানে বসিয়ে দিতে হবে । বসিয়ে দিলেই আপনার জিমেইলটি তৈরি হবে এবং ভেরিফাই হবে । ভেরিফাই হাওয়ার সাথে সাথে ২ কন্ডিশন আসবে সেগুলোকে আপনার স্কিপ/ Skip করে দিতে হবে । তার পর লেখা আসবে একদম নিচে iagree সেখানে চাপ দেবেন । তাহলেই আপনার কাজ শেষ । হয়তো কারঅ কারও মোবাইলে একাই জিমেইল সেট হবে আবার কারও কারও ফনে নাও হতে পারে যাদের হবে না তারা কষ্ট করে সেট করে নিবেন ।
আপনার জিমেইল টি তৈরি হয়ে গেলে আপনার ব্রাউজারে আপনার নামের প্রথম অক্ষর পূর্বে বা কন্যা রে ফাঁকা স্থানে আপনাকে গিয়ে আপনার জিমেইল অ্যাকাউন্ট এবং তার পাসওয়ার্ডটি দিতে হবে দিয়ে শেভ করলে আপনি যেকোন ব্রাউজারে বা কোন ওয়েব সাইটে যান বা ইউটিউব এ যান আর কোন সমস্যা হবে না । যেখানেই সাইন ইন চাবে সেখানেই আপনি আপনার ভেরিফাই জিমেইল একাউন্টে বসিয়ে দিবেন । আর এতেও যদি আপনার কোন সমস্যা মনে হয় বা পারছেন না তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ।
১।আরও ভাল করে জানতে ক্লিক করুন
বিশেষ দ্রষ্টব্যঃ সম্মানিত ভিজিটরগন আমরা প্রতিনিয়ত এখানে বিভিন্ন ক্যাটাগরির পোস্ট করে থাকি, আপনি চাইলে আমাদের সেই সকল পোস্ট গুলো দেখে আসতে পারেন । আর আমাদের পেজে আসার জন্য আপনাকে স্বাগতম । আর পোস্টগুলো মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । উপরের পোস্টে যদি আপনার কোন সমস্যা মনে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ।