হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে তুলে ধরব ঘুম না আসা নিয়ে উক্তি, ফেসবুকে স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা সম্পর্কে। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের রাতের বেলা ঘুম আসে না । মহান আল্লাহতালা আমাদের রাত দিয়েছেন ঘুমানোর জন্য । কিন্তু অনেকেই নানা ধরনের টেনশনে বা কাজের চাপে ঘুমাতে পারে না । ঠিকমতো ঘুম না হওয়ার কারণে তাদের নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিয়ে থাকে । অনেকের অনেক টাকা পয়সা আছে কিন্তু ঘুম আসে না । এর প্রধান কারণ হচ্ছে টাকা পয়সা থাকলেও তাদের মনে শান্তি নেই । আপনার লক্ষ্য করবেন শ্রমিকেরা সারাদিন পরিশ্রম করে রাতের বেলা সুন্দর ঘুম দিতে পারলেও যারা লক্ষ কোটি টাকার মালিক তাদের সহজে ঘুম আসে না ।
ঘুমের ওষুধ খেয়ে তাদের ঘুমাতে হয় । তাইতো টাকা পয়সা থাকলেই যে মনে শান্তি থাকবে তা নয় । তাই আজকে আমি আমার পোস্টটি সাজিয়েছি ঘুম সম্পর্কে । আপনাদের যাদের ঘুম আসেনা যারা ঘুম নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশনও কবিতা খুজতেছেন আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টটি থেকে খুব সহজেই এ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন ।
Table of Contents
ঘুম না আসা নিয়ে উক্তি
অনেকেই আছেন যাদের ঘুম সহজে আসে না । তাই তারা ঘুম না আসা নিয়ে উক্তি অনলাইনে খুঁজে বেড়ায় । আশা করছি তারা আমাদের পোস্টের মাধ্যমে খুব সহজেই ঘুম না আসা নিয়ে উক্তি গুলো পেয়ে যাবেন । কারণ অনেক বিশিষ্ট ব্যক্তিগণ আছেন যারা ঘুম না আসা নিয়ে নানা ধরনের উক্তি করে গেছেন । তাদের করা উক্তি গুলো আজকে আমি আমার পোস্টের মাধ্যমে তুলে ধরব । আপনারা যারা ঘুম না আসা নিয়ে উক্তিগুলো খুঁজে বেড়াচ্ছেন আশা করছি খুব সহজেই আমাদের পোষ্টের মাধ্যমে তা পেয়ে যাবেন।
রাতগুলো সব গভীর হয়, নিদ্রা নেই তবুও
কেমন করে কাটবে সময়, কি করিবো প্রভু!
জোছনাতে তাও আকাশ দেখি, প্রহর কেটে যায়
অমাবস্যার অন্ধকারে কি করিবো হায়!
জীবন থেকে নিদ্রা গেছে, নেই ঘুমপরীদের গান
স্বপ্নরাও সব গেছে ছাড়ি- একাকিত্ব মোর প্রান;
বিষন্নতায় আছে ছেয়ে মনের কারাগার
ইচ্ছে আমার পেরিয়ে যায় দুঃখের পারাবার।
রাত্রি সবার ছখে ঘুম আনতে পারে না
সংগৃহীত
যার ঘুম নেই, তার মত দুঃখী কেউ নেই।
অস্কার হ্যারল্ড
যার ভাল ঘুম হয় না তার চিন্তা ভাবনা সুন্দর হয় না। আর যে সৎচিন্তা করে সে মহৎ কাজে ব্রতী হয়।
উইলিয়াম লিথগা
কেউ যখন প্রেমে পড়ে তখন সে ঘুমাতে পারে না কারণ অবশেষে বাস্তবতা স্বপ্নের চেয়ে সুন্দর হয়ে ওঠে।
ডক্টর সেউস
ঘুম না আসা নিয়ে স্ট্যাটাস
আপনি কি ঘুম না আসা নিয়ে স্ট্যাটাস খুঁজে বেড়াচ্ছেন । এ সকল স্ট্যাটাস আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক অথবা টুইটারে শেয়ার করতে চান আশা করছি তাহলে আমাদের আজকের এই পোস্টটি শুধু আপনার জন্য । কারন আজকে আমি আমার পোস্টের মাধ্যমে ঘুম না আসা নিয়ে কিছু স্ট্যাটাস তুলে ধরবো । আশা করছি আমাদের দেয়া স্ট্যাটাসগুলো থেকে আপনারা উপকৃত হতে পারবেন । এবং এ সকল স্ট্যাটাস আপনারা আপনাদের বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক ঘুম না আসা নিয়ে স্ট্যাটাস ।
চাপ নিয়ে ঘুমানো উচিত না, সেটার সাথে লড়েই ঘুমানো উচিত।
ফিলিস ডিলার
যার ঘুম আসে না। সেই বুঝে, গুম না আসার কষ্ট
সংগৃহীত
নিদ্রা আমায় ছেড়ে গেছে আপন ঠিকানায়
একলা আমি দগ্ধ হই মনের যাতনায়,
সংঘর্ষটা নিজের সাথে, নিদ্রা উপমা
দোহাই প্রভু নিদ্রা দাও, করো করুনা।
পড়াশোনার নামে আমার চোক্ষে আসে ঘুম
গভীররাতে ঘুম বাবাজি হয়ে যাবে গুম,
দিনের বেলায় নিদ্রা যাবো, রাতেরবেলা কাজ
উল্টোপাল্টা স্বভাব আমার জীবনেরই সাজ।
ঘুমের ঘোরে স্বপ্ন সাজাই, করি অসাধ্য সাধন
জানি ঘুম বাবাজি এ জীবনের অমোঘ বাধন,
ঘুমের মাঝে শ্রান্তি মেলে- পাই সুখের পারাবার
দুচোখ ভরা স্বপ্ন আছে, নেই কিছুই হারাবার।
যেথায় সেথায় নিদ্রা যাবো সমস্যাতো নাই
মেজাজ খুবই খারাপ হবে ব্যঘাত যদি পাই,
ঘুমের মাঝেই সুখ যে আমার, ঘুমের নামেই সব
দুচোখ থেকে ঘুম কেড়ো না আমার প্রিয় রব।
ঘুম নিয়ে উক্তি
আজকে আমি আমার পোস্টের মাধ্যমে ঘুম নিয়ে বিশিষ্ট ব্যক্তি বর্গের দেয়া কিছু উক্তি তুলে ধরবো । আশা করছি আপনারা আমাদের আজকের এই পোস্টটি থেকে এ সকল মুক্তি পেয়ে যাবেন । আর ঘুম সম্পর্কে কিছু ধারণা নিতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক বিখ্যাত ব্যক্তি গন দের ঘুম নিয়ে কিছু উক্তি সম্পর্কে ।
আমি ঘুমাতে ভালোবাসি, এটা মৃত্যুর মত কিন্তু সেই শপথ মুক্ত।
বেঞ্জামিন ফ্র্যাংক্লিন
পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে- যারা দেয় আর যারা নেয়।যারা নেয় তারা হয়তো ভালো খাবার খায় কিন্তু যারা দেয় তারা ভালো ঘুমায়।
মার্লো থমাস
কেউ যখন প্রেমে পড়ে তখন সে ঘুমাতে পারে না কারণ অবশেষে বাস্তবতা স্বপ্নের চেয়ে সুন্দর হয়ে ওঠে।
ডক্টর সেউস
কিছু কিছু কথা বলার কিছু সময় থাকে, ঠিক তেমনি ঘুমেরও থাকে।
হোমার
ঘুমই সেরা ধ্যান।
দালাই লামা
আমাদের ভবিষ্যৎ নির্ভর করে আমাদের স্বপ্নের উপর,তাই ঘুমাতে যাও।
মেসুট বারাগানি
যে দীর্ঘ সময় ঘুমাতে পারে, সে-ই হলো সবচেয়ে সুখী।
এ. ই. হাউসম্যান
ঘুম না আসা নিয়ে ক্যাপশন
এখন আমি আমার পোস্টের মাধ্যমে ঘুম না আসা নিয়ে কিছু ক্যাপশন তুলে ধরবো । আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে ঘুম না আসা নিয়ে ক্যাপশন গুলো সম্পর্কে জানতে পারবেন । এবং এই ক্যাপশনগুলো আপনারা ফেসবুকে অথবা টুইটারে শেয়ার করতে পারবেন । তাহলে আসুন জেনে নিয়ে যাক ঘুম না আসা নিয়ে কিছু ক্যাপশন সম্পর্কে ।
সব কিছুর মতই,ঘুমও অতিরিক্ত ভাল না।
হোমার
চাপ নিয়ে ঘুমানো উচিত না, সেটার সাথে লড়েই ঘুমানো উচিত।
ফিলিস ডিলার
সবচেয়ে দামি বিছানা সেটাই যেখানে মানুষ শান্তিতে ঘুমাতে পারে।
সোমালি উপকথা
সব খোলা চোখই যেমন দেখতে পায়না, সব বন্ধ চোখই তেমন ঘুমায় না।
বিল কসবি
আমাকে ঘুম থেকে জাগিয়ে দেখার মত সুন্দর কোনো সূর্যদয়ই না।
মিন্ডি কেইলিং
মৃত্যু এমন এক জিনিস যা মানুষকে কাদায়, তবুও মানুষের জীবনের এক তৃতীয়াংশই ঘুমে পার হয়।
লর্ড বায়রন
তাড়াতাড়ি ঘুমানো এবং ঘুম থেকে ওঠা একজন মানুষকে স্বাস্থ্যবান, জ্ঞানী এবং সম্পদশালী বানায়।
বেঞ্জামিন ফ্রাংক্লিন
ঘুমই সেই স্বর্নের শেকল যা আমাদের দেহ ও স্বাস্থ্যকে একসাথে বেধে রাখে।
থমাস ডেক্কার
যে ভালোমতো রাতের খাবার খায়নি, সে না ঠিকমত ভাবতে পারে না ঘুমাতে পারে।
ভার্জিনিয়া ওল্ফ
ঘুম না আসা নিয়ে কবিতা
ঘুম না আসা নিয়ে বিভিন্ন জন কবি বিভিন্ন ধরনের কবিতা লিখে গেছেন । আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে ঘুম না আসা নিয়ে কিছু কবিতা তুলে ধরবো । আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে ঘুম না আসা নিয়ে সে সকল কবিতা সম্পর্কে জানতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক ঘুম না আসা নিয়ে কিছু কবিতা সম্পর্কে ।
ঘুম না আসা রাতে
মোঃ শহিদুল ইসলাম
ঘুম না আসা আঁধার রাতে
জেগে থাকি রোজ,
তোমার স্মৃতি বুকের মাঝে
করি আমি খোঁজ।একলা কাঁদি আঁধার ঘরে
খাটের উপর শুয়ে,
চোখের জলে আমার দেহ
যায় যে শুধু ধুয়ে।
মনে মনে তোমার কথা
বলি আমি কত?
বুকের ভেতর তখন আমার
ব্যথা শত শত!
দুটি চোখে চেয়ে দেখি
শুধু তোমার ছবি,
কাগজ-কলম হাতে নিয়ে
হঠাৎ আমি কবি!
তোমার মুখের কথা গুলো
আছে আমার মনে,
সুখের আশায় জীবন আমার
এখন দুখের বনে।
ঘুম না আসা রাতে
আমার ঘুম না আসা রাতে
জানি ঘুমিয়ে থাকিস তুই
আমার দুঃখ মাখা হাতে
তোকে কেমন করে ছুঁই
আমি অপেক্ষাতেই থাকি
কখন আসবে ঘুমের রাত
কখন সুখের মত হবে
আমার দুঃখ নীলাভ হাত
আমার অশ্রু ভিষণ নোনা
আমার কস্ট চাপা বুক
আমি মুখোশ পরে হাসি
আমি আসলে মিথ্যুক
ঘুম না আসা রাতে
ঋতুপর্ণা পতি কর
সাদা কালো কিছু শব্দ সিলিং জুড়ে ভাসে,
অপেক্ষায় ক্লান্ত চোখের পাতা, না জানি কখন ঘুম আসে!
রাতের নিস্তব্ধতায় এলোমেলো সব ভাবনারা দানা বাঁধে,
ভয় হয়, ভালো মন্দের আপেক্ষিকতা, ভাবনায় না বাধ সাধে!
মনের সাদা ক্যানভাসেতে করি আঁকিবুঁকি যত,
নানান রঙে ভরিয়ে তুলি ইচ্ছে খুশি মতো।
শব্দগুলো গান হয়ে যায় হাওয়ার সাথে মিশে,
ইচ্ছেগুলো মেলে ডানা যায় হারিয়ে রূপকথার দেশে।
পেতে চায় প্রাণ ভালোবাসা, যন্ত্রময় জীবনের অবকাশে,
দেখা দিক রামধনু বাস্তবের কঠোর কালো আকাশে।
মাঝে মাঝে বেশ লাগে আকাশ কুসুম কল্পনায় ডুব দিতে,
তুমি না হয় হয়ো মোর কাণ্ডারি এই ঘুম না আসা রাতে।
এক সাথে দেবো পাড়ি সুদূর কোনো নাম না জানা দ্বীপে,
আর না হয় হবো অমর, ভালোবাসার সলিল সমাধিতে।
সর্বশেষ কথা,
আমি আমার পোস্ট এর মাধ্যমে ঘুম না আসা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশনও কবিতা তুলে ধরেছি । আপনারা যারা ঘুম না আসা নিয়ে এ বিষয়গুলো সম্পর্কে জানতে চান আশা করছি তারা আমাদের আজকের এই পোস্টটি থেকে উপকৃত হতে পারবেন । এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে সাথেই থাকুন । আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।